অনলাইন ডেস্ক
ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল এবং জেল আপিলের রায় আগামীকাল রোববার ঘোষণা হতে পারে।
আজ শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য মামলাগুলো আগামীকাল কার্যতালিকায় ৫৪ ও ৫৫ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত করেছে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই হামলার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। হামলায় ২৪ জন নিহত ও ৩ শতাধিক ব্যক্তি আহত হন।
এই ঘটনায় মতিঝিল থানায় হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা হয়। তবে তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকার মামলা দুটি তদন্তের গতি ভিন্ন খাতে নিতে চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলার নতুন তদন্ত শুরু হয়। ২০০৮ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার আমলে মামলার অধিকতর তদন্ত করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ৩০ জনকে সম্পূরক অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।
২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১ এই মামলায় রায় ঘোষণা করেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের পর মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। এর পাশাপাশি দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল দাখিল করেন।
হাইকোর্টে ডেথ রেফারেন্স, আপিল এবং জেল আপিলের ওপর শুনানি গত ৩১ অক্টোবর শুরু হয় এবং ২১ নভেম্বর শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার অংশ নেন।
আসামিদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ আরও কয়েকজন শুনানি করেন।
জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান দাবি করেন, মামলার দ্বিতীয় অভিযোগপত্রে যাদের আসামি করা হয়েছে, সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। কারণ, তা সরাসরি জজ আদালতে দায়ের করা হয়, যা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সঠিক নয়। তিনি আরও বলেন, যদি অভিযোগ যথাযথভাবে প্রমাণিত না হয়, তবে সব আসামি খালাস পেতে পারেন।
আইনজীবী শিশির মনির উল্লেখ করেন, মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দির ভিত্তিতে অধিকতর যে তদন্ত হয়েছে, সেটিরও আইনগত ভিত্তি নেই। নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং আসামিদের খালাসের আবেদন জানান।
এই মামলার শুনানি শেষে হাইকোর্ট এ–সংক্রান্ত মামলাগুলো রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিল। সেই ধারাবাহিকতায় মামলাগুলো আগামীকাল কার্যতালিকায় উঠছে। আইনজীবীরা আশা করছেন, রায়ের মাধ্যমে মামলার একটি চূড়ান্ত নিষ্পত্তি হবে।
ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল এবং জেল আপিলের রায় আগামীকাল রোববার ঘোষণা হতে পারে।
আজ শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য মামলাগুলো আগামীকাল কার্যতালিকায় ৫৪ ও ৫৫ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত করেছে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই হামলার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। হামলায় ২৪ জন নিহত ও ৩ শতাধিক ব্যক্তি আহত হন।
এই ঘটনায় মতিঝিল থানায় হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা হয়। তবে তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকার মামলা দুটি তদন্তের গতি ভিন্ন খাতে নিতে চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলার নতুন তদন্ত শুরু হয়। ২০০৮ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার আমলে মামলার অধিকতর তদন্ত করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ৩০ জনকে সম্পূরক অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।
২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১ এই মামলায় রায় ঘোষণা করেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের পর মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। এর পাশাপাশি দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল দাখিল করেন।
হাইকোর্টে ডেথ রেফারেন্স, আপিল এবং জেল আপিলের ওপর শুনানি গত ৩১ অক্টোবর শুরু হয় এবং ২১ নভেম্বর শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার অংশ নেন।
আসামিদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ আরও কয়েকজন শুনানি করেন।
জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান দাবি করেন, মামলার দ্বিতীয় অভিযোগপত্রে যাদের আসামি করা হয়েছে, সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। কারণ, তা সরাসরি জজ আদালতে দায়ের করা হয়, যা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সঠিক নয়। তিনি আরও বলেন, যদি অভিযোগ যথাযথভাবে প্রমাণিত না হয়, তবে সব আসামি খালাস পেতে পারেন।
আইনজীবী শিশির মনির উল্লেখ করেন, মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দির ভিত্তিতে অধিকতর যে তদন্ত হয়েছে, সেটিরও আইনগত ভিত্তি নেই। নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং আসামিদের খালাসের আবেদন জানান।
এই মামলার শুনানি শেষে হাইকোর্ট এ–সংক্রান্ত মামলাগুলো রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিল। সেই ধারাবাহিকতায় মামলাগুলো আগামীকাল কার্যতালিকায় উঠছে। আইনজীবীরা আশা করছেন, রায়ের মাধ্যমে মামলার একটি চূড়ান্ত নিষ্পত্তি হবে।
জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এক বিবৃতিতে এ কথা উল্লেখ করেন। গতকাল শুক্রবার রাতে একটি বার্তায় জানানো হয়, গত বৃহস্পতিবার জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের ১৭তম অধিবেশনে এ বিবৃতি দেন বাংলাদেশের রাষ্ট্রদূত।
৩ ঘণ্টা আগেদেশীয় গণমাধ্যমের উদ্দেশে বলেন, তিনি মনে করেন, দেশের সংবাদমাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত, ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা। তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার।
৫ ঘণ্টা আগেরাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ২০১৩ সালে ৫০টি ‘আর্টিকুলেটেড’ বাস কিনেছিল। বলা হয়েছিল, ভারতীয় ঋণের আওতায় কেনা এ বাসগুলো ঢাকার গণপরিবহনে নতুন মাত্রা যোগ করবে। কিন্তু মাত্র সাত বছরের মধ্যেই ৪৩টি বাস অকেজো হয়ে পড়ে, যা অনেককে মনে করিয়ে দিতে পারে আড়াই দশক আগে সুইডেন থেকে কেনা বিশ
৭ ঘণ্টা আগেবাংলাদেশের জেলেরা যখন সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখেন, তখন প্রতিবেশী দেশের জেলেরা ঠিকই মাছ ধরেন। শুধু তা-ই নয়, ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করে মাছ ধরে নিয়ে যান এ সময়। এতে তাঁরা লাভবান হলেও দেশের জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। বিষয়টি বিবেচনায় রেখে বঙ্গোপসাগরে মাছ ধরায় বিধিনিষেধ কমানোর উদ
৯ ঘণ্টা আগে