নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এ সাধারণ মানুষকে ‘ধোঁকা দেওয়া ও বোকা বানানোর’ অপচেষ্টা হয়েছে বলে মনে করছে দুর্নীতি-অনিয়ম নজরদারি করা সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। তারা মনে করছে, জনস্বার্থের প্রতিফলন না করে এটি বরং বাক্-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে। গতকাল মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪: পর্যালোচনা ও সুপারিশ’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ সম্পর্কে পর্যালোচনা ও সুপারিশ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের আইন ও উদীয়মান প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ এরশাদুল করিম। তিনি বিগত সরকারের নিন্দিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে অধ্যাদেশ প্রণয়নের জন্য অন্তর্বর্তী সরকারের জনসাধারণকে মতামত নেওয়ার প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে ‘গভীর হতাশা এবং উদ্বেগের’ সঙ্গে বলেন, উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়া অধ্যাদেশে জনসাধারণের জন্য প্রচারিত খসড়ার বাইরের এমন অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আইন প্রণয়নের সাধারণ চর্চার পরিপন্থী। এরশাদুল করিম বলেন, ‘ব্যাপারটিকে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া এবং বোকা বানানোর একটি অপচেষ্টা হিসেবে বিবেচনা করা যেতে পারে।’
সংবাদ সম্মেলনের পর্যালোচনায় বলা হয়, এই অধ্যাদেশে সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ, সাইবার সুরক্ষা এবং মানুষের মতপ্রকাশের অধিকার-সম্পর্কিত বিধানগুলো একত্র করে ফেলা হয়েছে। এ ছাড়া অধ্যাদেশ প্রণয়নের উদ্দেশ্য সাধনের জন্য কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দিয়ে ‘জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি’ গঠনের প্রস্তাব করে ভবিষ্যতে এর প্রকৃত এবং যথাযথ প্রয়োগকে প্রশ্নবিদ্ধ ও দুর্বল করে ফেলা হয়েছে। এতে বলা হয়, বর্তমান অধ্যাদেশে অন্তর্ভুক্ত বিষয়গুলোকে যথাযথভাবে আইনি কাঠামোর মধ্যে বিবেচনা করার জন্য কমপক্ষে তিনটি আইন প্রণয়ন করা প্রয়োজন। ১. কম্পিউটার বা সাইবার অপরাধ কিংবা কম্পিউটার অপব্যবহার আইন, ২. মূলত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোগুলো রক্ষায় সাইবার নিরাপত্তা আইন এবং ৩. অনলাইন সুরক্ষা আইন, যাতে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়গুলো থাকবে।
পর্যালোচনায় বলা হয়, সরকারি তথ্য, বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসায়িক তথ্য ও জনগণের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য আইনি কাঠামো ঠিক করা না হলে সাইবার সুরক্ষার বিষয়টি কোনোভাবেই সম্পূর্ণ হবে না। তাই এই অধ্যাদেশকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।
সংবাদ সম্মেলনে অধ্যাদেশের বিভিন্ন ধারার কিছু ‘অসংগতি’ও তুলে ধরা হয়। ধারা ৪৬ সম্পর্কে বলা হয়, ‘এই ধারার অধীনে ধারা ১৯-কে আমলযোগ্য এবং অজামিনযোগ্য করা হয়েছে। কিন্তু আমরা মনে করি, ধারা ১৯(১) এর দফা (ঙ) ও (চ) পুনর্বিবেচনা করা উচিত। এই বিধানগুলোতে অন্তর্ভুক্ত কাজগুলো একজন কম্পিউটার ব্যবহারকারীর জন্য বিরক্তিকর হতে পারে, কিন্তু এগুলো সাধারণত কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা সাইবার জগতের ভৌত অবকাঠামোর ক্ষতি সাধন করে না বলে এগুলোকে ভিন্ন অপরাধ হিসেবে বিবেচনা করে এগুলোও অ-আমলযোগ্য এবং জামিনযোগ্য করা যুক্তিযুক্ত।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ বাতিল করে এর পরিবর্তে নতুন একটি অধ্যাদেশ করার উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আইন অনুমোদনের প্রক্রিয়ায় তড়িঘড়ি করা হয়েছে। এই প্রক্রিয়াটা আমরা সমর্থন করি না।’
এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এটার প্রক্রিয়া সম্পর্কে আমাদের আপত্তি আছে। এ ক্ষেত্রে তড়িঘড়ি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা এমনটা আশা করি না। এই ধরনের আইন প্রণয়নের ক্ষেত্রে আইন কমিশনকে কেন সম্পৃক্ত করা হলো না?’
ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। এটা একটা জগাখিচুড়ি আইন হয়েছে। ফলে সাইবার সুরক্ষার নামে ডিজিটাল সিকিউরিটি আইন এবং সাইবার সিকিউরিটি আইনের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। অধিকারভিত্তিক কিছু এই অধ্যাদেশে আমরা দেখতে পাই না। বাক্-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে বলে মনে করি। এটা জনস্বার্থের প্রতিফলন করবে না; বরং বাক্-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এ সাধারণ মানুষকে ‘ধোঁকা দেওয়া ও বোকা বানানোর’ অপচেষ্টা হয়েছে বলে মনে করছে দুর্নীতি-অনিয়ম নজরদারি করা সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। তারা মনে করছে, জনস্বার্থের প্রতিফলন না করে এটি বরং বাক্-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে। গতকাল মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪: পর্যালোচনা ও সুপারিশ’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ সম্পর্কে পর্যালোচনা ও সুপারিশ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের আইন ও উদীয়মান প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ এরশাদুল করিম। তিনি বিগত সরকারের নিন্দিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে অধ্যাদেশ প্রণয়নের জন্য অন্তর্বর্তী সরকারের জনসাধারণকে মতামত নেওয়ার প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে ‘গভীর হতাশা এবং উদ্বেগের’ সঙ্গে বলেন, উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়া অধ্যাদেশে জনসাধারণের জন্য প্রচারিত খসড়ার বাইরের এমন অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আইন প্রণয়নের সাধারণ চর্চার পরিপন্থী। এরশাদুল করিম বলেন, ‘ব্যাপারটিকে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া এবং বোকা বানানোর একটি অপচেষ্টা হিসেবে বিবেচনা করা যেতে পারে।’
সংবাদ সম্মেলনের পর্যালোচনায় বলা হয়, এই অধ্যাদেশে সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ, সাইবার সুরক্ষা এবং মানুষের মতপ্রকাশের অধিকার-সম্পর্কিত বিধানগুলো একত্র করে ফেলা হয়েছে। এ ছাড়া অধ্যাদেশ প্রণয়নের উদ্দেশ্য সাধনের জন্য কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দিয়ে ‘জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি’ গঠনের প্রস্তাব করে ভবিষ্যতে এর প্রকৃত এবং যথাযথ প্রয়োগকে প্রশ্নবিদ্ধ ও দুর্বল করে ফেলা হয়েছে। এতে বলা হয়, বর্তমান অধ্যাদেশে অন্তর্ভুক্ত বিষয়গুলোকে যথাযথভাবে আইনি কাঠামোর মধ্যে বিবেচনা করার জন্য কমপক্ষে তিনটি আইন প্রণয়ন করা প্রয়োজন। ১. কম্পিউটার বা সাইবার অপরাধ কিংবা কম্পিউটার অপব্যবহার আইন, ২. মূলত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোগুলো রক্ষায় সাইবার নিরাপত্তা আইন এবং ৩. অনলাইন সুরক্ষা আইন, যাতে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়গুলো থাকবে।
পর্যালোচনায় বলা হয়, সরকারি তথ্য, বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসায়িক তথ্য ও জনগণের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য আইনি কাঠামো ঠিক করা না হলে সাইবার সুরক্ষার বিষয়টি কোনোভাবেই সম্পূর্ণ হবে না। তাই এই অধ্যাদেশকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।
সংবাদ সম্মেলনে অধ্যাদেশের বিভিন্ন ধারার কিছু ‘অসংগতি’ও তুলে ধরা হয়। ধারা ৪৬ সম্পর্কে বলা হয়, ‘এই ধারার অধীনে ধারা ১৯-কে আমলযোগ্য এবং অজামিনযোগ্য করা হয়েছে। কিন্তু আমরা মনে করি, ধারা ১৯(১) এর দফা (ঙ) ও (চ) পুনর্বিবেচনা করা উচিত। এই বিধানগুলোতে অন্তর্ভুক্ত কাজগুলো একজন কম্পিউটার ব্যবহারকারীর জন্য বিরক্তিকর হতে পারে, কিন্তু এগুলো সাধারণত কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা সাইবার জগতের ভৌত অবকাঠামোর ক্ষতি সাধন করে না বলে এগুলোকে ভিন্ন অপরাধ হিসেবে বিবেচনা করে এগুলোও অ-আমলযোগ্য এবং জামিনযোগ্য করা যুক্তিযুক্ত।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ বাতিল করে এর পরিবর্তে নতুন একটি অধ্যাদেশ করার উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আইন অনুমোদনের প্রক্রিয়ায় তড়িঘড়ি করা হয়েছে। এই প্রক্রিয়াটা আমরা সমর্থন করি না।’
এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এটার প্রক্রিয়া সম্পর্কে আমাদের আপত্তি আছে। এ ক্ষেত্রে তড়িঘড়ি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা এমনটা আশা করি না। এই ধরনের আইন প্রণয়নের ক্ষেত্রে আইন কমিশনকে কেন সম্পৃক্ত করা হলো না?’
ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। এটা একটা জগাখিচুড়ি আইন হয়েছে। ফলে সাইবার সুরক্ষার নামে ডিজিটাল সিকিউরিটি আইন এবং সাইবার সিকিউরিটি আইনের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। অধিকারভিত্তিক কিছু এই অধ্যাদেশে আমরা দেখতে পাই না। বাক্-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে বলে মনে করি। এটা জনস্বার্থের প্রতিফলন করবে না; বরং বাক্-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
দেশে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা ৩৮৩। এসব নিরাময় কেন্দ্র সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত হয়। তবে প্রতি অর্থবছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আবেদন সাপেক্ষে কিছু সরকারি অনুদান দিয়ে থাকে। পরিচালন ব্যয়ের তুলনায় সামান্য সেই অনুদান নিতে প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত সম্পর্ক বা তদব
৩ ঘণ্টা আগেসারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে জুলাই-আগস্টে রক্ত দিয়েছেন শিক্ষার্থীরা। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটিয়েছে শেখ হাসিনার স্বৈরশাসনের। কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানেই এখনো ফেরেনি ছাত্র প্রতিনিধি নির্বাচনের অধিকার। এ অবস্
১০ ঘণ্টা আগেনির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চায় নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসির সহকারী সচিব (জনবল ব্যবস্থাপনা শাখা-১) মোহাম্মদ শাহীনুর রহমান এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেন।
১২ ঘণ্টা আগেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ২০২১ সালে হতাহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন ওই সময় নিহত আসাদুল্লাহ রাতিনের বাবা মো. শফিকুল ইসলাম।
১২ ঘণ্টা আগে