Ajker Patrika

সময়মতো বেতন-ভাতা পরিশোধ না করায় ১২ পোশাক কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৭: ২২
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করায় ১২টি পোশাক কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি আরও জানান, আজ ২৫ মার্চ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

শ্রম উপদেষ্টা আরও বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় অসন্তোষ চলছে।

শ্রম উপদেষ্টা বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা বেতন ভাতা পরিশোধ করতে পারছেন না, তাঁদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব।’

তবে কোন কোন কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে তথ্য জানাননি শ্রম উপদেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিয়াবাড়ীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জিএমের রক্তাক্ত মরদেহ

ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়: জারাকে সারজিসের জবাব

কিছুদিন আগে মানিব্যাগও ছিল না, এখন বিশাল শোডাউন কীভাবে—সারজিসকে ডা. তাসনিম

‘সারজিস নাগরিক পার্টি করতে পারলে আমরা কেন ছাত্রদল করতে পারব না’

অক্টোবরে সংসদ নির্বাচনের তফসিল, আগস্টের মধ্যেই ‘পূর্ণ প্রস্তুতি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত