অভ্যন্তরীণ ফ্লাইটে বেড়েছে যাত্রীদের চাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

করোনা মোকাবিলায় সরকারের জারি করা বিধিনিষেধের কারণে ১৪ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল। বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইনস, বিমান বাংলাদেশ ও নভোএয়ার। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, বিমানবন্দরে স্বাভাবিকের চেয়ে যাত্রীদের ভিড় অনেক বেশি ছিল। তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তেমন কড়াকড়ি ছিল না। 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ‘ইউএস বাংলা এয়ারলাইনসে ৮০ শতাংশ যাত্রী ছিল। ঈদের সময় অধিকাংশ যাত্রী রিটার্ন টিকিট কাটেন। এবার ফেরা প্ল্যান করতে পারেনি অনেক যাত্রী। করোনায় লকডাউনের কারণে অনেকে তার প্রয়োজন অনুযায়ী গন্তব্যে ফিরছেন।’ 

স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইট চলছে জানিয়ে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সব রুটেই ফ্লাইট ছিল। যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি। বিমান বন্দরের ভেতর স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা বাধ্যতামূলক ছিল।’ 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘আমাদের সব ফ্লাইট চালু আছে। টিকিটও বিক্রি হয়েছে শতভাগ।’ তিনি বলেন, ‘আমরা ঈদ উপলক্ষে ফ্লাইট বাড়ানোর চিন্তা ভাবনা করছি। যদি বেবিচকের অনুমতি পাই, তাহলে আমরা দুই তিনটা ফ্লাইট বাড়িয়ে দেব।’ 

করোনার সংক্রমণ বাড়ায় সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে দুই দফায় গত ১ জুলাই থেকে ৭ জুলাই এবং ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল করায় পুনরায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর কথা জানায় বেবিচক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত