Ajker Patrika

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, আক্রান্ত আরও ২৭২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৯: ০৬
ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, আক্রান্ত আরও ২৭২ 

দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। দুজনই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। আর সারা দেশে আক্রান্ত হয়ে ২৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যা আগের দিনের চেয়ে দ্বিগুণের বেশি। আগের ২৪ ঘণ্টায় রোগী ভর্তি ছিল ৯৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র উঠে এসেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু এবং ২৭২ জন রোগী নতুন ভর্তি হয়েছে। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাইয়ের তথ্য অনুযায়ী ৫৫ জন মারা গেছে। আর এ সময়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে পাঁচ হাজার ৭৬৮ জন। 

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে ৬০ দশমিক ০৭ শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক ০৩ শতাংশ নারী। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মৃত্যু হওয়া ৫৫ জনের মধ্যে ৩৩ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। পাঁচজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, ৯ জন বরিশাল বিভাগের, চট্টগ্রাম সিটিতে একজন এবং সিটির বাইরে সাতজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত