Ajker Patrika

সারা দিন যা যা ঘটল (৯ ফেব্রুয়ারি, ২০২৫)

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ১৬
সারা দিন যা যা ঘটল (৯ ফেব্রুয়ারি, ২০২৫)

শুভ সন্ধ্যা। আজ রোববার (৯ ফেব্রুয়ারি)। আজকের দিনের আলোচনার কেন্দ্রে রয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। ঝুঁকিপূর্ণ বাড়িটি কংক্রিটের ধ্বংসস্তূপে আজও খোঁড়াখুঁড়ি চালান শ্রমিকেরা। আর আয়নাঘরের খোঁজে পাশের নির্মাণাধীন ভবনের বেজমেন্টে ভিড় জমায় মানুষ। রাজধানীতে আজ একাধিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। ঢাকার দুটি কলেজের শিক্ষার্ধীদের মধ্যে সংঘর্ষের কারণে ব্যস্ততম মিরপুর সড়কে যান চলাচল বন্ধ ছিল দেড় ঘণ্টার বেশি সময়। এ ছাড়া দিনভর ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সব খবর পড়ার ফুরসত হয়তো হয়নি। তাই গুরুত্বপূর্ণ ১০টি খবর নিয়ে আপনার জন্য আমাদের সন্ধ্যার এই আয়োজন।

ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

১. আয়নাঘরের খোঁজে ধানমন্ডি ৩২ নম্বরে মানুষের ভিড়

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া ঝুঁকিপূর্ণ বাড়ির কংক্রিটের ধ্বংসস্তূপের মধ্যে আজ রোববার (৯ ফেব্রুয়ারি) পঞ্চম দিনের মতো খোঁড়াখুঁড়ি চালান শ্রমিকেরা। আর আয়নাঘর বা গোপন বন্দিশালার খোঁজে পাশের নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি সেচার কাজ করে ফায়ার সার্ভিস। এসব দেখতে বাড়িটির চারপাশে ভিড় জমায় উৎসুক জনতা। দুপুরে সরেজমিনে দেখা যায়, ৩২ নম্বরের মূল ভবনটির সামনের অংশ ধসে পড়ে আছে। ঝুঁকিপূর্ণ ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন কক্ষের ভেতরের পিলার ও মেঝে থেকে হাতুড়ির ঘা দিয়ে রড বের করছেন শ্রমিকেরা। এদিকে কয়েকজন শ্রমিক নিচের মেঝে ও পাকা পিলার ভেঙে রড কাটছেন।বিস্তারিত পড়ুন...

সিটি কলেজ–আডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টিপাল্টি ধাওয়ায় অবরুদ্ধ সাইন্সল্যাব। ছবি: আজকের পত্রিকা
সিটি কলেজ–আডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টিপাল্টি ধাওয়ায় অবরুদ্ধ সাইন্সল্যাব। ছবি: আজকের পত্রিকা

২. সায়েন্স ল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই কলেজের কয়েক শ শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে সংঘর্ষে লিপ্ত হন। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। শত শত গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সংঘর্ষ থামানোর জন্য দুই কলেজের শিক্ষক ও পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও তাঁদের শান্ত করতে পারেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের মধ্যে সংঘর্ষ চলছিল। বিস্তারিত পড়ুন...

টিউলিপের সঙ্গে যুক্ত গুলশানের সেই বাড়ির নামফলক। ছবি: সংগৃহীত
টিউলিপের সঙ্গে যুক্ত গুলশানের সেই বাড়ির নামফলক। ছবি: সংগৃহীত

৩. গুলশানে ১০ তলা বিলাসবহুল ভবন ছিল টিউলিপের স্থায়ী ঠিকানা

ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। সম্প্রতি তাঁর বিরুদ্ধে একাধিক অবৈধ সম্পত্তি ভোগের অভিযোগ উঠেছে। সর্বশেষ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশ করেছে, টিউলিপ সিদ্দিক ঢাকায় তাঁর পরিবারের নামে নির্মিত এক বিলাসবহুল ১০ তলা ভবনের বাসিন্দা ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার কর্মকর্তারা ২০১৪ সালে অনুমান করেছিলেন, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর থাকা অবস্থায় তাঁর ‘স্থায়ী ঠিকানা’ ছিল অভিজাত অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ‘সিদ্দিকস’। বিস্তারিত পড়ুন...

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

৪. অবসরে যাওয়া ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। চলতি অর্থবছরে তাঁদের পাওনার অর্ধেক পরিশোধ করা হবে। বাকি টাকা দেওয়া হবে আগামী বছর। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার পৃথক আদেশে বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বিস্তারিত পড়ুন...

বগুড়ায় বিএনপির ২ পক্ষে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
বগুড়ায় বিএনপির ২ পক্ষে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

৫. বগুড়ায় মেলা বসানোকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৩

বগুড়ার সারিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার কড়িতলা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু বলেন, ‘কড়িতলা হাটের ইজারা এবং আগামী বুধবার ঐতিহাসিক পোড়াদহে মেলা বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।’ বিস্তারিত পড়ুন...

ফাইল ছবি
ফাইল ছবি

৬. আ.লীগের নেতা-কর্মীদের নামে মামলা, টাকায় আপস করলেন বিএনপি নেত্রী

আট বছর আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় ময়মনসিংহের নান্দাইল উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার রিপার স্বামীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। এ ঘটনায় চলতি বছরের ৪ জানুয়ারি আওয়ামী লীগ নেতা নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলকে প্রধান আসামি করে মামলা করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম। এ ছাড়া মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের আরও ১৬ জনকে আসামি করা হয়।বিস্তারিত পড়ুন...

মজিবুর রহমান মঞ্জু
মজিবুর রহমান মঞ্জু

৭. ইসলামিক দল ট্র্যাডিশনাল রাজনীতি করলে সেটা সাংঘর্ষিক হয়: মজিবুর রহমান মঞ্জু

‘আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। নব্বইয়ের দশকে ছাত্রশিবিরের মাধ্যমে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব পালন করেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ছিলেন এক দশকের বেশি সময় ধরে। দলীয় ফোরামে সংস্কার ও একাত্তরের ভূমিকা নিয়ে পর্যালোচনার দাবি তুললে তাঁকে ২০১৯ সালে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। এরপর তাঁর নেতৃত্বে এবি পার্টি গঠিত হয়। জামায়াত থেকে বেরিয়ে এসে নতুন দল গঠন, সংস্কার ও রাজনীতির নানা বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার মাসুদ রানা।বিস্তারিত পড়ুন...

ফাইল ছবি
ফাইল ছবি

৮. ১২ কিলোমিটার পাইপের জন্য ৬৪ কোটি টাকা ঘুষ

রাজধানীবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ‘পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা’ নামে ঢাকা ওয়াসার একটি প্রকল্পকে তিনটি প্যাকেজে ভাগ করা হয়েছিল। এর মধ্যে পানি সরবরাহের জন্য পাইপ কেনাকাটার প্যাকেজটির দরপত্রের মূল্য ৩ হাজার ৯৪ কোটি টাকা। প্রকল্পটির এই প্যাকেজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, চুক্তি করা প্রতিষ্ঠান থেকে পানির পাইপ না কিনে অনভিজ্ঞ প্রতিষ্ঠান থেকে নিম্নমানের পাইপ কেনা হয়েছে। এ নিয়ে সংক্ষুব্ধ চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান আদালতে গেলে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। চীনের আদালতে লিখিত জবাবে পাইপ সরবরাহ করা একটি প্রতিষ্ঠান বলেছে, তারা এ কাজের জন্য সংশ্লিষ্টদের প্রায় ৬৫ কোটি টাকা ‘সার্ভিস চার্জ’ দিয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ঢাকা ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তারা। বিস্তারিত পড়ুন...

বগুড়ার সাতমাথায় জাসদ কার্যালয়ের জমির মালিকানা দাবি করে গতকাল সাইনবোর্ড টানানো হয়। ছবি: আজকের পত্রিকা
বগুড়ার সাতমাথায় জাসদ কার্যালয়ের জমির মালিকানা দাবি করে গতকাল সাইনবোর্ড টানানো হয়। ছবি: আজকের পত্রিকা

৯. ভাঙা কার্যালয়ের জমির মালিকানা দাবি ব্যক্তির

বগুড়া শহরের সাতমাথা এলাকায় গুঁড়িয়ে দেওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) জেলা কার্যালয়ের জমি ব্যক্তিমালিকানাধীন বলে দাবি করা হয়েছে। এদিকে কার্যালয়টির স্থানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। গতকাল শনিবার দুপুরে কয়েক ব্যক্তি ভেঙে ফেলা জাসদ কার্যালয়ের জায়গাটিকে নিজেদের দাবি করে তার ধ্বংসাবশেষের ওপর একটি ব্যানার ঝুলিয়ে দেন। একই দিন সন্ধ্যার আগে সেখানে ‘জুলাই ২০২৪ স্মৃতিকরণ মসজিদের জন্য নির্ধারিত স্থান, বাস্তবায়নে: বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’ লেখা দুটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। বিস্তারিত পড়ুন...

বরের সঙ্গে আঁখি। ছবি: ফেসবুক
বরের সঙ্গে আঁখি। ছবি: ফেসবুক

১০. কোচকে বিয়ে করলেন সাফজয়ী আঁখি

২০২২ সালে সাফ জেতার পর অনেকটা আড়ালে চলে যান আঁখি খাতুন। অভিমানে জাতীয় দল ছেড়ে চীনে পাড়ি জমান এই ডিফেন্ডার। তবে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা ছিল নিয়মিতই। এবার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। গতকাল রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ে সম্পন্ন করেন আঁখি। বর শরিফুল ইসলাম টিংকু চীনের একটি স্থানীয় ক্লাবে টেনিস কোচ হিসেবে কাজ করছেন। যদিও দুজনের পরিচয়টা চার বছর আগে। টিংকু আঁখির খেলার এতটাই ভক্ত যে খেলা দেখার জন্য চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। এরপর দুজনের যোগাযোগ হতে থাকে নিয়মিত। আঁখির মতো টিংকুও বিকেএসপির সাবেক শিক্ষার্থী। বিস্তারিত পড়ুন...

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত