অনলাইন ডেস্ক
বাংলাদেশকে ৩ দশমিক ৫ বিলিয়ন অর্থাৎ ৩৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। স্থানীয় সময় আজ ভোর ৪টার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অ্যাকাউন্টে বিষয়টি জানানো হয়।
স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই বিষয়টি নিশ্চিত করেন অজয় বাঙ্গা। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক খাত সংস্কারের লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বব্যাংক ৩৫০ কোটি ডলার বা প্রায় ৪২ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেবে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আর্থিক খাতে সংস্কারে সহায়তা করতে চলতি অর্থবছরে বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।’
এর আগে, ড. ইউনূসের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) চার আন্তর্জাতিক সংস্থার কাছে ঋণ হিসেবে ৬ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা চেয়ে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। আইএমএফ এরই মধ্যে ঋণ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিগন্যাল দিয়েছে।
বিশ্বব্যাংকের কাছেও এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছিল বাংলাদেশ। এবার সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াল ৩৫০ কোটি ডলারে। এর মধ্যে নতুনভাবে দেওয়া হচ্ছে প্রায় ২৪ হাজার কোটি টাকা। আর আগের ঋণ সহায়তা থেকে ১৮ হাজার কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ পুনর্গঠনের সংস্কার খাতে। বৈঠকে ড. ইউনূস তাঁর নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান।
বাংলাদেশকে ৩ দশমিক ৫ বিলিয়ন অর্থাৎ ৩৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। স্থানীয় সময় আজ ভোর ৪টার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অ্যাকাউন্টে বিষয়টি জানানো হয়।
স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই বিষয়টি নিশ্চিত করেন অজয় বাঙ্গা। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক খাত সংস্কারের লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বব্যাংক ৩৫০ কোটি ডলার বা প্রায় ৪২ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেবে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আর্থিক খাতে সংস্কারে সহায়তা করতে চলতি অর্থবছরে বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।’
এর আগে, ড. ইউনূসের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) চার আন্তর্জাতিক সংস্থার কাছে ঋণ হিসেবে ৬ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা চেয়ে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। আইএমএফ এরই মধ্যে ঋণ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিগন্যাল দিয়েছে।
বিশ্বব্যাংকের কাছেও এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছিল বাংলাদেশ। এবার সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াল ৩৫০ কোটি ডলারে। এর মধ্যে নতুনভাবে দেওয়া হচ্ছে প্রায় ২৪ হাজার কোটি টাকা। আর আগের ঋণ সহায়তা থেকে ১৮ হাজার কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ পুনর্গঠনের সংস্কার খাতে। বৈঠকে ড. ইউনূস তাঁর নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছে, তিনি ব্যবসায়িক অংশীদার হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নির্ম
১ ঘণ্টা আগে‘আওয়ামী লীগও অন্য যে কোনো দলের মতো নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা তাঁদের রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তবে এর আগে তাদের আচরণ এবং অতীতে সংঘটিত অপরাধের জন্য দায় মেনে নিতে হবে। একবার তাঁরা আইনি বাধাগুলো কাটিয়ে উঠলে নির্বাচনে তাদের স্বাগত জানানো হবে।’
২ ঘণ্টা আগেমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্যপ্রাপ্তির আবেদন করতে দিলে এই আইন সম্পর্কে ধারণা ও বাস্তবায়ন বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।
৩ ঘণ্টা আগেপুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে ৫৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৩ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
৪ ঘণ্টা আগে