অনলাইন ডেস্ক
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে অর্জিত স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রণীত প্রথম সংবিধানেই ‘ফ্যাসিবাদের বীজ’ রক্ষিত আছে বলে দাবি করেছে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশন। আজ শনিবার প্রকাশিত এই কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এই দাবি তুলে ধরা হয়।
আজ বিকেলে ৫ খণ্ডের সুপারিশ কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রের চার মূলনীতির অন্যতম ধর্মনিরপেক্ষতা নিয়েও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘ধর্মনিরপেক্ষতার আদর্শ রাষ্ট্রে বিভ্রান্তি সৃষ্টি করে, যা আওয়ামী লীগের ১৯৭০ সালের নির্বাচনী ইশতেহারে ছিল না।’
সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ রাষ্ট্রের পরবর্তীকালের অগণতান্ত্রিক প্রবণতা ও শেষপর্যন্ত ফ্যাসিবাদের বীজ’ ৭২ সালের সংবিধানের মধ্যেই নিহিত ছিল। এরই ফলাফল হলো প্রতিটি আমলেই ক্ষমতার পুঞ্জীভবন আরও ঘনীভূত হয়েছে, আমলাতান্ত্রিকতা আরও প্রকট রূপ পেয়েছে, বিচার বিভাগ ক্রমশ বেশি বেশি হারে দলীয়করণের শিকার হয়েছে, জবাবদিহির অভাবে ক্ষমতাসীনদের আর্থিক দুর্নীতি আরও প্রবল চেহারা নিয়েছে।’ কমিশন বলেছে, ব্যক্তিকেন্দ্রিকতা দল, রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশকে রুদ্ধ করেছে। ১৯৭২ সালে একজন একক ব্যক্তি ও একটি দলকে কেন্দ্রে রেখে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, তা শেষ পর্যন্ত উত্তরোত্তর স্বৈরতন্ত্রী চেহারা ধারণ করতে করতে অবশেষে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে।
বিদ্যমান সংবিধানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনের বাধ্যতামূলক বিধান রয়েছে। এ বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিধান ব্যক্তিবন্দনাকে উৎসাহিত করে, স্বৈরতন্ত্রের পথ সুগম করে। বাংলাদেশ অগণিত বরেণ্য মানুষের নেতৃত্ব, আত্মত্যাগ ও অবদানের ফসল। কমিশনের অভিমত হচ্ছে, এ রক্তস্নাত মাতৃভূমিতে একক ব্যক্তিকে ‘জাতির পিতা’ হিসেবে অভিহিত করার কোনো ঐতিহাসিক ভিত্তি বা বাস্তবতা নেই।
১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এটি ১৯৭০ সালের লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা আওয়ামী লীগের ১৯৭০ সালের নির্বাচনী ইশতেহার কিংবা ১৯৭১ সালে আওয়ামী লীগের প্রস্তাবিত পাকিস্তানের খসড়া সংবিধানে উল্লেখ করা হয়নি। মুক্তিযুদ্ধ-পূর্ব রাজনৈতিক আলোচনায় ধর্মনিরপেক্ষতা ছিল এক ধরনের অপরিচিত ধারণা। মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়ার সুপারিশ করার পক্ষে যুক্তি দিয়ে আরও বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতার ধারণাটি বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রে বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টি করে। এটি বাংলাদেশের বিদ্যমান বহুত্ববাদী সমাজের ধারণার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরোধী।
বর্তমানে বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে রয়েছে ‘জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’।
সংবিধানের প্রস্তাবনার শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’/আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু’ অন্তর্ভুক্ত করার মত দিয়েছে কমিশন।
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে অর্জিত স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রণীত প্রথম সংবিধানেই ‘ফ্যাসিবাদের বীজ’ রক্ষিত আছে বলে দাবি করেছে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশন। আজ শনিবার প্রকাশিত এই কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এই দাবি তুলে ধরা হয়।
আজ বিকেলে ৫ খণ্ডের সুপারিশ কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রের চার মূলনীতির অন্যতম ধর্মনিরপেক্ষতা নিয়েও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘ধর্মনিরপেক্ষতার আদর্শ রাষ্ট্রে বিভ্রান্তি সৃষ্টি করে, যা আওয়ামী লীগের ১৯৭০ সালের নির্বাচনী ইশতেহারে ছিল না।’
সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ রাষ্ট্রের পরবর্তীকালের অগণতান্ত্রিক প্রবণতা ও শেষপর্যন্ত ফ্যাসিবাদের বীজ’ ৭২ সালের সংবিধানের মধ্যেই নিহিত ছিল। এরই ফলাফল হলো প্রতিটি আমলেই ক্ষমতার পুঞ্জীভবন আরও ঘনীভূত হয়েছে, আমলাতান্ত্রিকতা আরও প্রকট রূপ পেয়েছে, বিচার বিভাগ ক্রমশ বেশি বেশি হারে দলীয়করণের শিকার হয়েছে, জবাবদিহির অভাবে ক্ষমতাসীনদের আর্থিক দুর্নীতি আরও প্রবল চেহারা নিয়েছে।’ কমিশন বলেছে, ব্যক্তিকেন্দ্রিকতা দল, রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশকে রুদ্ধ করেছে। ১৯৭২ সালে একজন একক ব্যক্তি ও একটি দলকে কেন্দ্রে রেখে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, তা শেষ পর্যন্ত উত্তরোত্তর স্বৈরতন্ত্রী চেহারা ধারণ করতে করতে অবশেষে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে।
বিদ্যমান সংবিধানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনের বাধ্যতামূলক বিধান রয়েছে। এ বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিধান ব্যক্তিবন্দনাকে উৎসাহিত করে, স্বৈরতন্ত্রের পথ সুগম করে। বাংলাদেশ অগণিত বরেণ্য মানুষের নেতৃত্ব, আত্মত্যাগ ও অবদানের ফসল। কমিশনের অভিমত হচ্ছে, এ রক্তস্নাত মাতৃভূমিতে একক ব্যক্তিকে ‘জাতির পিতা’ হিসেবে অভিহিত করার কোনো ঐতিহাসিক ভিত্তি বা বাস্তবতা নেই।
১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এটি ১৯৭০ সালের লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা আওয়ামী লীগের ১৯৭০ সালের নির্বাচনী ইশতেহার কিংবা ১৯৭১ সালে আওয়ামী লীগের প্রস্তাবিত পাকিস্তানের খসড়া সংবিধানে উল্লেখ করা হয়নি। মুক্তিযুদ্ধ-পূর্ব রাজনৈতিক আলোচনায় ধর্মনিরপেক্ষতা ছিল এক ধরনের অপরিচিত ধারণা। মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়ার সুপারিশ করার পক্ষে যুক্তি দিয়ে আরও বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতার ধারণাটি বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রে বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টি করে। এটি বাংলাদেশের বিদ্যমান বহুত্ববাদী সমাজের ধারণার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরোধী।
বর্তমানে বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে রয়েছে ‘জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’।
সংবিধানের প্রস্তাবনার শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’/আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু’ অন্তর্ভুক্ত করার মত দিয়েছে কমিশন।
এবারের ঈদযাত্রায় সড়কপথে যাত্রীদের বাড়তি চাপ দেখা যাচ্ছে না। বাস টার্মিনাল গুলোতেও নেই উপচেপড়া ভিড়। যারা অগ্রিম টিকিট কেটেছেন তাঁদের বেশির ভাগই কাউন্টারে এসে সঠিক সময়ে বাস পাচ্ছেন। কেউ কেউ কাউন্টারে এসেও তাৎক্ষণিক টিকিট কেটে রওনা দিতে পারছেন গন্তব্যে।
১০ মিনিট আগেবাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট উপাধি দিয়েছে চীনের ঐতিহ্যবাহী পিকিং বিশ্ববিদ্যালয়। আজ শনিবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টাকে এই উপাধি দেওয়া হয়। প্রধান উপদেষ্টার...
৩ ঘণ্টা আগেবাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস শীর্ষ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পশ্চিমা ও এশিয়ার দেশগুলোতে চীনা পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে একটি উৎপাদন হাব বা কেন্দ্রে পরিণত করার আমন্ত্রণ জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় সড়কে যান চলাচল নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন রাখতে লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই সংক্রান্ত একটি অফিস আদেশ প্রকাশ করেছে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে