ঢাবি সংবাদদাতা
দেশের বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামীকাল সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সারা বিশ্বে ঘোষিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ফিলিস্তিনের গাজায় চলমান ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত ২০টি বিভাগের শিক্ষার্থীরা বিবৃতিতে সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন ও পরদিন মঙ্গলবার ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের দাবিতে ঢাকার মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আরবি, ইসলামিক স্টাডিজ, শিক্ষা ও গবেষণা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, যোগাযোগ বৈকল্য, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ, মনোবিজ্ঞান এবং কলা অনুষদের শিক্ষার্থীরা এ বিবৃতি দেন। এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, হামদর্দ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স, সাউদার্ন ইউনিভার্সিটি, এক্সিম ব্যাংক অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদা বিবৃতিতে একই কর্মসূচি পালনের ঘোষণা দেন।
এ ছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি কয়েকটি স্থানে বিক্ষোভ-সমাবেশ দেখানোর কর্মসূচিও নিয়েছে।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ব পরাশক্তিদের মদদে ইসরায়েলের চালানো গণহত্যায় ফিলিস্তিনের গাজায় বৃষ্টির মতো প্রাণ ঝরছে। নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আহত ব্যক্তিদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্যকর্মীদেরও হত্যা করা হচ্ছে। মানবতার খাতিরে গড়ে ওঠা আন্তর্জাতিক সংগঠনগুলোর সামনেই বারবার মানবাধিকার ভূলুণ্ঠিত হওয়া আমাদের লজ্জিত করে।’
বিবৃতিতে তাঁরা গাজার ঘটনায় বিশ্ব পরাশক্তি ও আন্তর্জাতিক সংগঠনগুলোর নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা জানান।
দেশের বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামীকাল সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সারা বিশ্বে ঘোষিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ফিলিস্তিনের গাজায় চলমান ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত ২০টি বিভাগের শিক্ষার্থীরা বিবৃতিতে সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন ও পরদিন মঙ্গলবার ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের দাবিতে ঢাকার মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আরবি, ইসলামিক স্টাডিজ, শিক্ষা ও গবেষণা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, যোগাযোগ বৈকল্য, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ, মনোবিজ্ঞান এবং কলা অনুষদের শিক্ষার্থীরা এ বিবৃতি দেন। এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, হামদর্দ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স, সাউদার্ন ইউনিভার্সিটি, এক্সিম ব্যাংক অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদা বিবৃতিতে একই কর্মসূচি পালনের ঘোষণা দেন।
এ ছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি কয়েকটি স্থানে বিক্ষোভ-সমাবেশ দেখানোর কর্মসূচিও নিয়েছে।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ব পরাশক্তিদের মদদে ইসরায়েলের চালানো গণহত্যায় ফিলিস্তিনের গাজায় বৃষ্টির মতো প্রাণ ঝরছে। নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আহত ব্যক্তিদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্যকর্মীদেরও হত্যা করা হচ্ছে। মানবতার খাতিরে গড়ে ওঠা আন্তর্জাতিক সংগঠনগুলোর সামনেই বারবার মানবাধিকার ভূলুণ্ঠিত হওয়া আমাদের লজ্জিত করে।’
বিবৃতিতে তাঁরা গাজার ঘটনায় বিশ্ব পরাশক্তি ও আন্তর্জাতিক সংগঠনগুলোর নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা জানান।
‘আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’–এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি গতকাল সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
২ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সক্ষম সদস্যদের সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু কীভাবে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে, সেই পদক্ষেপ নেয়নি তারা। অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের চাকরিতে অগ্রাধিকারের বিষয়ে পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে...
৯ ঘণ্টা আগে৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ‘মনগড়া, অনুমান ও ধারণাভিত্তিক, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে এ ধরনের মিথ্যা ও অসত্য তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার...
১২ ঘণ্টা আগেধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তির জন্য বিয়ের বিকল্প নেই। আজ সোমবার দুপুরে ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) কর্তৃক পিতৃহীন...
১২ ঘণ্টা আগে