বিভুরঞ্জন সরকার
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বিশ্বের রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের ৪০ বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি দিয়েছেন ৷ ওই চিঠিকে নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতির পানি খোলা করার উপাদান হিসেবে দেখছেন কেউ কেউ। চিঠিটি সংবাদের বদলে 'মোটা অংকের টাকা ব্যয়ে' যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘ওয়াশিংটন পোস্ট’ পত্রিকায় বিজ্ঞাপন হিসেবে প্রকাশিত হওয়ায় নানা আলোচনা চলছে। বিশেষ করে, সরকারের তরফ থেকে ড. ইউনূস কোনো ধরনের হয়রানির শিকার হয়েছেন বলে যখন বাংলাদেশের কোনো গণমাধ্যমে কোনো খবর সম্প্রতি প্রকাশ হয়নি, তখন বিদেশি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিশিষ্টজনেরা কেন উদ্বেগ প্রকাশ করলেন তা পরিষ্কার নয়। প্রশ্ন উঠেছে, এই ‘খোলা চিঠি’ কি বিশিষ্ট ব্যক্তিরা স্বপ্রণোদিত হয়ে দিয়েছেন, না কি ড. ইউনূস বা তাঁর পক্ষ থেকে কেউ চেষ্টা-তদ্বির করে এটা লিখিয়েছেন? প্রায় ৮০ লাখ টাকা ব্যয় করে বিজ্ঞাপন ছাপা হয়েছে। এই টাকার জোগানদাতাই বা কে বা কারা?
চিঠিতে স্বাক্ষরকারীদের তালিকায় রয়েছেন- যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্ট ফক্স, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন ও প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে টেড কেনেডি জুনিয়র, সংগীতজ্ঞ ও অধিকারকর্মী বোনো; ইউনিসেফের সাবেক উপনির্বাহী পরিচালক ও জাতিসংঘের সহকারী মহাসচিব কুল গৌতম, রকফেলার ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার সি গোল্ডমার্ক জুনিয়র, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি, বিশ্বব্যাংকের সাবেক ইউএস বোর্ড ডিরেক্টর ও সাউদার্ন ব্যান করপোরেশনের উপদেষ্টা জ্যান পিয়ারসি, অভিনেত্রী শ্যারন স্টোন, বৈশ্বিক নারীবিষয়ক সাবেক মার্কিন অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মিলেন ভারভির এবং উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের মতো ব্যক্তিরা।
ইংরেজিতে লেখা চিঠির শুরুতে বলা হয়েছে, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা বাংলাদেশের বন্ধু হিসেবে আপনাকে লিখছি, যারা আপনার দেশের জনগণের সাহস ও উদ্ভাবনী দক্ষতার প্রশংসা করে ৷ আমাদের মধ্যে সরকারি কর্মচারী, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতা ও সমাজসেবক আছেন ৷ বিশ্বের কোটি কোটি মানুষের মতো আমরাও বাংলাদেশে উদ্ভাবিত ও সারা বিশ্বে গৃহীত উদ্ভাবনগুলো দ্বারা অনুপ্রাণিত৷ আপনার দেশের প্রতি গভীর শ্রদ্ধা থেকেই আমরা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিকদের একজন, শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মহান অবদানকে সমর্থন ও স্বীকৃতি দিতে ইতিবাচক পদক্ষেপ নিতে আপনাকে অনুরোধ জানিয়ে চিঠি লিখছি ৷
‘ড. ইউনূসের ভালো থাকা, বাংলাদেশসহ সারা বিশ্বে মানবিক উন্নয়নে তিনি যে অবদান রেখে চলছেন, তা অব্যাহত রাখতে পারবেন কি না, সে বিষয়ে আমাদের গভীর উদ্বেগ রয়েছে ৷ আমরা নিশ্চিত, আপনি জানেন যে বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের অবদান, বিশেষ করে অতিদরিদ্র ও সবচেয়ে বিপদাপন্ন মানুষের জন্য তাঁর অবদান বিশ্বব্যাপী স্বীকৃত ও সম্মানিত ৷
‘উদাহরণস্বরূপ বলা যায়, অধ্যাপক ইউনূস ইতিহাসের সাত ব্যক্তির মধ্যে একজন, যিনি নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম ও কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন ৷ এই সাতজনের মধ্যে নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র, মাদার তেরেসা ও এলি উইজেলের মতো ব্যক্তিরা আছেন ৷ '
এতে কোনো সন্দেহ নেই যে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে খুব বেশি প্রভাবশালী না হলেও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষত পশ্চিমা বিশ্বে যথেষ্ট পরিচিত ও প্রভাবশালী। দেশের বাইরে অনেক খ্যাতিমান মানুষের সঙ্গে তাঁর ওঠাবসা। কোনো কোনো দেশের রাজা-রানীর সঙ্গেও তিনি খানাপিনা করেন। এক সময়ের মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী হিলারি ক্লিনটন তাঁর পারিবারিক বন্ধু। হিলারিও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে সেই সত্তরের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সময় জাবরা গ্রামে ক্ষুদ্রঋণ কার্যকর্ম চালু করে তিনি আলোচনায় আসেন। পরে গরিব মানুষের ব্যাংক ঋণ পাওয়ার বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ দিতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে তিনি নজরে আসেন। বলে রাখা প্রয়োজন যে গ্রামীণ ব্যাংক কোনো এনজিও বা বেসরকারি উন্নয়ন সংগঠন নয়, এটা একটি আর্থিক প্রতিষ্ঠান এবং এতে সরকারের অর্থায়ন আছে। ব্যাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে একটি নির্দিষ্ট বিধিবিধান মেনে গ্রামীণ ব্যাংক পরিচালিত হয়। তবে এই ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ব্যাংকটিকে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মতো ব্যবহার করেছেন।
গ্রামীণ ব্যাংকের ঋণদান কর্মসূচির কারণে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে সাফল্য কতটুকু তা নিয়ে কোনো গবেষণা হয়েছে কি না আমার জানা নেই। তবে গ্রামীণ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে কিস্তি শোধ করতে না পেরে আত্মহত্যার মতো ঘটনা সংবাদপত্রে ছাপা হয়েছে। তবে এটা ঠিক, বাংলাদেশের দারিদ্র্য বিক্রি করে ড. মুহাম্মদ ইউনূস দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেছেন। পৃথিবীর কেথায় কি মানবিক উন্নয়ন তিনি সাধন করেছেন, তা বাংলাদেশের খুব জানাশোনা মানুষের কাছেও হয়তো স্পষ্ট নয়। তবে তিনি যে মোটা টাকার বিনিময়ে তাঁর বক্তৃতা বিক্রি করেন, তা অনেকেরই জানা।
২০০৬ সালে ড. ইউনূস যখন শান্তিতে নোবেল পুরস্কার পান, তখন এই প্রশ্ন উঠেছিল যে তিনি বাংলাদেশ কিংবা পৃথিবীর কোন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রকৃতপক্ষে দৃশ্যমান কি অবদান রেখেছেন? গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম যদি দারিদ্র্য বিমোচনে বড় অবদান রেখে থাকে তাহলে তাঁকে অর্থনীতিতে নোবেল না দিয়ে শান্তিতে কেন দেওয়া হলো?
মার্টিন লুথার কিং, নেলসন ম্যাণ্ডেলা ও মাদাম তেরেসার সঙ্গে এক মাপে দাঁড় করিয়ে ড. ইউনূসের সুখ্যাতি করে ৪০ বিশ্ব নাগরিক নিজেদের প্রতি কতটা সুবিচার করলেন, তা হয়তো তারা বুঝতে পারছেন না। কারণ তাঁরা ড. ইউনূসের হাতে কলকে রেখে তামাক টেনেছেন। বাংলাদেশে এসে খোঁজখবর নিলে জানতে পারতেন যে এই বিশ্বখ্যাত ব্যক্তিটি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা এমন: তিনি গরিবের মাথায় লবণ রেখে বরই খান।
শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে ড. ইউনূসের কিছু সমস্যা নেই তা নয়। ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের দুর্নীতির বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন। এই মামলায় শ্রমিকদের অর্থ লোপাট, কল্যাণ তহবিলের অর্থ বিতরণ না করে আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানে স্থানান্তর করার অভিযোগ রয়েছে।
এছাড়া আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর ড. ইউনূসের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ড. ইউনূসের পক্ষ থেকে রিট পিটিশন করলে হাইকোর্ট তাঁর আবেদনটি খারিজ করে দেন। একই সঙ্গে সরকারের অবসর দেওয়ার সিদ্ধান্তটিকে সঠিক বলে আদেশ জারি করেন উচ্চ আদালত। বিষয়টি নিয়ে সে সময়ের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ইউনূসকে পুনর্বহালের অনুরোধ করেছিলেন। তখনই প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, আদালতের নির্দেশের বাইরে সরকারের বা তাঁর কিছু করার সুযোগ নেই।
পদে থেকে হিলারি ক্লিন্টন ড. ইউনূসের পক্ষে শেখ হাসিনাকে নরম করতে পারেননি, এখন ‘প্রাক্তন’ হয়ে তিনি সফল হবেন, এমন ধারণা কি করে হলো?
ড. ইউনূস খ্যাতির কাঙাল। ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর ড. ইউনূস রাজনীতির প্রতিও আগ্রহী হয়ে উঠেছিলেন। বিশেষ করে সেনাসমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীকে মাইনাস করে রাষ্ট্রক্ষমতায় আসতে চেয়েছিলেন। সেই সময় তিনি নাগরিক শক্তি নামে একটি দল গঠনের ঘোষণাও দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বও ওই সময় বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় ধারা সৃষ্টি করে ইউনূসকে সামনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। অভিযোগ রয়েছে, ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের অন্যতম কুশীলবও ইউনূস। এ প্রসঙ্গে তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ তাঁর ‘শান্তির স্বপ্নে’ গ্রন্থে লিখেছেন, তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে তাঁদের প্রথম পছন্দ ছিল ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস তাঁদের জানান, স্বল্পকালীন সময়ের জন্য তিনি সরকারপ্রধান হতে রাজি নন, তাঁর ইচ্ছা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা।
ড. ইউনূস রাজনৈতিক দল গঠন করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখেছিলেন, তা পূরণ হয়নি। এই ব্যর্থতার জন্য তিনি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে দায়ী করেন কি-না, তা জানা না গেলেও বর্তমান সরকারের প্রতি তাঁর বিরূপতা গোপন নয়। ইউনূসের সঙ্গে বর্তমান সরকারের সেই টানাপড়েন তীব্র হয়, যখন তিনি আওয়ামী লীগ সরকারবিরোধী বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র ও কার্যক্রমে লবিস্ট হিসেবে কাজ করতে থাকেন। অভিযোগ রয়েছে, কথিত দুর্নীতির আন্তর্জাতিক অপপ্রচারের মাধ্যমে পদ্মা সেতুতে অর্থায়ন বাতিলের নেপথ্যেও ছিলেন ড. ইউনূস।
যদি এগুলোকে ‘আওয়ামী প্রপাগান্ডা’ হিসেবে মনে করা হয়, তাহলে প্রশ্ন আসে, ড. ইউনূস তাঁর আন্তর্জাতিক খ্যাতি ও পরিচিতিকে বাংলাদেশের কোন স্বার্থে কাজে লাগিয়েছেন, তার দুয়েকটা দৃষ্টান্ত কি দিতে পারবেন? এই যে এত বড় রোহিঙ্গা শরণার্থী সমস্যা বাংলাদেশের ওপর চেপে বসেছে, তা নিয়ে কি ড. ইউনূস কখনো কিছু বলেছেন? প্রভাব খাটিয়েছেন কিংবা বিশ্বনেতাদের দিয়ে খোলা চিঠি লিখিয়েছেন? করোনাকালে মানুষের স্বাস্থ্যসেবা কিংবা টিকা-ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে কি তিনি তাঁর পরিচিতি কাজে লাগিয়েছেন? ড. ইউনূসের মানবিক সেবা কার্যক্রমের কোনো নমুনা কি ২০০১ সালের নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুদের ওপর ঘৃণ্য নিপীড়নের সময় দেখা গেছে? দেশে রাজনৈতিক সহিংসতার ব্যাপারে কখনো মুখ খুলেছেন? সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা কিংবা জঙ্গিবাদের উত্থান ও বিপদ নিয়েও তো তাঁর ক্রিয়া-প্রতিক্রিয়া নেই। এসব থেকে কি এটা প্রমাণ হয় যে তিনি অতিদরিদ্র ও বিপদাপন্ন মানুষের প্রতি দরদি?
সামনেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মহল সক্রিয় হয় উঠছেন। বিশ্ব মোড়লেরা ওই নির্বাচনকে নিজেদের স্বার্থের অনুকূলে নেওয়ার চেষ্টা করবে- এটাই স্বাভাবিক। 'ঘোলা পানিতে মাছ শিকার' বলে একটি কথা আমাদের দেশে চালু আছে। বিশ্বের ৪০ প্রভাবশালী ব্যক্তির খোলা চিঠি পানি ঘোলা করার কাজটি এগিয়ে নেওয়ার একটি প্রাথমিক পদক্ষেপ কি না, কে বলতে পারে?
বিশ্বের ৪০ প্রভাবশালী ব্যক্তির চিঠি সম্পর্কে শেসে বলার কথা এটাই যে ড. ইউনুস খ্যাতিমান বলেই আইনের ঊর্ধ্বে নন। নোবেল বিজয়ীদের নিয়ে অন্য দেশে সমস্যা হয় না তাতো নয়। অনেককে তো জেল-জুলুমও সহ্য করতে হয়। ড. ইউনূসের চলা-বলা বাধামুক্ত।
অন্য দুই বাঙালি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেন পুরস্কারের অর্থ দিয়ে কি করেছেন, তা আমরা সবাই জানি। ড. ইউনূস নোবেল পুরস্কারের অর্থ কোনো মহৎ কাজে ব্যয় করেছেন, সেটা কারও জানা আছে কি? আর হ্যাঁ, ড. ইউনূস ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২০ সালের পর নাকি দারিদ্র্য মিউজিয়ামে থাকবে। তিনি কি এই বাণী আর প্রচার করেন?
লেখক: জ্যেষ্ঠ সহকারী সম্পাদক, আজকের পত্রিকা
আরও খবর পড়ুন:
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বিশ্বের রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের ৪০ বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি দিয়েছেন ৷ ওই চিঠিকে নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতির পানি খোলা করার উপাদান হিসেবে দেখছেন কেউ কেউ। চিঠিটি সংবাদের বদলে 'মোটা অংকের টাকা ব্যয়ে' যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘ওয়াশিংটন পোস্ট’ পত্রিকায় বিজ্ঞাপন হিসেবে প্রকাশিত হওয়ায় নানা আলোচনা চলছে। বিশেষ করে, সরকারের তরফ থেকে ড. ইউনূস কোনো ধরনের হয়রানির শিকার হয়েছেন বলে যখন বাংলাদেশের কোনো গণমাধ্যমে কোনো খবর সম্প্রতি প্রকাশ হয়নি, তখন বিদেশি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিশিষ্টজনেরা কেন উদ্বেগ প্রকাশ করলেন তা পরিষ্কার নয়। প্রশ্ন উঠেছে, এই ‘খোলা চিঠি’ কি বিশিষ্ট ব্যক্তিরা স্বপ্রণোদিত হয়ে দিয়েছেন, না কি ড. ইউনূস বা তাঁর পক্ষ থেকে কেউ চেষ্টা-তদ্বির করে এটা লিখিয়েছেন? প্রায় ৮০ লাখ টাকা ব্যয় করে বিজ্ঞাপন ছাপা হয়েছে। এই টাকার জোগানদাতাই বা কে বা কারা?
চিঠিতে স্বাক্ষরকারীদের তালিকায় রয়েছেন- যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্ট ফক্স, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন ও প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে টেড কেনেডি জুনিয়র, সংগীতজ্ঞ ও অধিকারকর্মী বোনো; ইউনিসেফের সাবেক উপনির্বাহী পরিচালক ও জাতিসংঘের সহকারী মহাসচিব কুল গৌতম, রকফেলার ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার সি গোল্ডমার্ক জুনিয়র, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি, বিশ্বব্যাংকের সাবেক ইউএস বোর্ড ডিরেক্টর ও সাউদার্ন ব্যান করপোরেশনের উপদেষ্টা জ্যান পিয়ারসি, অভিনেত্রী শ্যারন স্টোন, বৈশ্বিক নারীবিষয়ক সাবেক মার্কিন অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মিলেন ভারভির এবং উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের মতো ব্যক্তিরা।
ইংরেজিতে লেখা চিঠির শুরুতে বলা হয়েছে, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা বাংলাদেশের বন্ধু হিসেবে আপনাকে লিখছি, যারা আপনার দেশের জনগণের সাহস ও উদ্ভাবনী দক্ষতার প্রশংসা করে ৷ আমাদের মধ্যে সরকারি কর্মচারী, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতা ও সমাজসেবক আছেন ৷ বিশ্বের কোটি কোটি মানুষের মতো আমরাও বাংলাদেশে উদ্ভাবিত ও সারা বিশ্বে গৃহীত উদ্ভাবনগুলো দ্বারা অনুপ্রাণিত৷ আপনার দেশের প্রতি গভীর শ্রদ্ধা থেকেই আমরা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিকদের একজন, শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মহান অবদানকে সমর্থন ও স্বীকৃতি দিতে ইতিবাচক পদক্ষেপ নিতে আপনাকে অনুরোধ জানিয়ে চিঠি লিখছি ৷
‘ড. ইউনূসের ভালো থাকা, বাংলাদেশসহ সারা বিশ্বে মানবিক উন্নয়নে তিনি যে অবদান রেখে চলছেন, তা অব্যাহত রাখতে পারবেন কি না, সে বিষয়ে আমাদের গভীর উদ্বেগ রয়েছে ৷ আমরা নিশ্চিত, আপনি জানেন যে বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের অবদান, বিশেষ করে অতিদরিদ্র ও সবচেয়ে বিপদাপন্ন মানুষের জন্য তাঁর অবদান বিশ্বব্যাপী স্বীকৃত ও সম্মানিত ৷
‘উদাহরণস্বরূপ বলা যায়, অধ্যাপক ইউনূস ইতিহাসের সাত ব্যক্তির মধ্যে একজন, যিনি নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম ও কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন ৷ এই সাতজনের মধ্যে নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র, মাদার তেরেসা ও এলি উইজেলের মতো ব্যক্তিরা আছেন ৷ '
এতে কোনো সন্দেহ নেই যে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে খুব বেশি প্রভাবশালী না হলেও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষত পশ্চিমা বিশ্বে যথেষ্ট পরিচিত ও প্রভাবশালী। দেশের বাইরে অনেক খ্যাতিমান মানুষের সঙ্গে তাঁর ওঠাবসা। কোনো কোনো দেশের রাজা-রানীর সঙ্গেও তিনি খানাপিনা করেন। এক সময়ের মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী হিলারি ক্লিনটন তাঁর পারিবারিক বন্ধু। হিলারিও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে সেই সত্তরের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সময় জাবরা গ্রামে ক্ষুদ্রঋণ কার্যকর্ম চালু করে তিনি আলোচনায় আসেন। পরে গরিব মানুষের ব্যাংক ঋণ পাওয়ার বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ দিতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে তিনি নজরে আসেন। বলে রাখা প্রয়োজন যে গ্রামীণ ব্যাংক কোনো এনজিও বা বেসরকারি উন্নয়ন সংগঠন নয়, এটা একটি আর্থিক প্রতিষ্ঠান এবং এতে সরকারের অর্থায়ন আছে। ব্যাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে একটি নির্দিষ্ট বিধিবিধান মেনে গ্রামীণ ব্যাংক পরিচালিত হয়। তবে এই ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ব্যাংকটিকে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মতো ব্যবহার করেছেন।
গ্রামীণ ব্যাংকের ঋণদান কর্মসূচির কারণে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে সাফল্য কতটুকু তা নিয়ে কোনো গবেষণা হয়েছে কি না আমার জানা নেই। তবে গ্রামীণ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে কিস্তি শোধ করতে না পেরে আত্মহত্যার মতো ঘটনা সংবাদপত্রে ছাপা হয়েছে। তবে এটা ঠিক, বাংলাদেশের দারিদ্র্য বিক্রি করে ড. মুহাম্মদ ইউনূস দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেছেন। পৃথিবীর কেথায় কি মানবিক উন্নয়ন তিনি সাধন করেছেন, তা বাংলাদেশের খুব জানাশোনা মানুষের কাছেও হয়তো স্পষ্ট নয়। তবে তিনি যে মোটা টাকার বিনিময়ে তাঁর বক্তৃতা বিক্রি করেন, তা অনেকেরই জানা।
২০০৬ সালে ড. ইউনূস যখন শান্তিতে নোবেল পুরস্কার পান, তখন এই প্রশ্ন উঠেছিল যে তিনি বাংলাদেশ কিংবা পৃথিবীর কোন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রকৃতপক্ষে দৃশ্যমান কি অবদান রেখেছেন? গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম যদি দারিদ্র্য বিমোচনে বড় অবদান রেখে থাকে তাহলে তাঁকে অর্থনীতিতে নোবেল না দিয়ে শান্তিতে কেন দেওয়া হলো?
মার্টিন লুথার কিং, নেলসন ম্যাণ্ডেলা ও মাদাম তেরেসার সঙ্গে এক মাপে দাঁড় করিয়ে ড. ইউনূসের সুখ্যাতি করে ৪০ বিশ্ব নাগরিক নিজেদের প্রতি কতটা সুবিচার করলেন, তা হয়তো তারা বুঝতে পারছেন না। কারণ তাঁরা ড. ইউনূসের হাতে কলকে রেখে তামাক টেনেছেন। বাংলাদেশে এসে খোঁজখবর নিলে জানতে পারতেন যে এই বিশ্বখ্যাত ব্যক্তিটি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা এমন: তিনি গরিবের মাথায় লবণ রেখে বরই খান।
শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে ড. ইউনূসের কিছু সমস্যা নেই তা নয়। ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের দুর্নীতির বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন। এই মামলায় শ্রমিকদের অর্থ লোপাট, কল্যাণ তহবিলের অর্থ বিতরণ না করে আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানে স্থানান্তর করার অভিযোগ রয়েছে।
এছাড়া আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর ড. ইউনূসের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ড. ইউনূসের পক্ষ থেকে রিট পিটিশন করলে হাইকোর্ট তাঁর আবেদনটি খারিজ করে দেন। একই সঙ্গে সরকারের অবসর দেওয়ার সিদ্ধান্তটিকে সঠিক বলে আদেশ জারি করেন উচ্চ আদালত। বিষয়টি নিয়ে সে সময়ের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ইউনূসকে পুনর্বহালের অনুরোধ করেছিলেন। তখনই প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, আদালতের নির্দেশের বাইরে সরকারের বা তাঁর কিছু করার সুযোগ নেই।
পদে থেকে হিলারি ক্লিন্টন ড. ইউনূসের পক্ষে শেখ হাসিনাকে নরম করতে পারেননি, এখন ‘প্রাক্তন’ হয়ে তিনি সফল হবেন, এমন ধারণা কি করে হলো?
ড. ইউনূস খ্যাতির কাঙাল। ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর ড. ইউনূস রাজনীতির প্রতিও আগ্রহী হয়ে উঠেছিলেন। বিশেষ করে সেনাসমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীকে মাইনাস করে রাষ্ট্রক্ষমতায় আসতে চেয়েছিলেন। সেই সময় তিনি নাগরিক শক্তি নামে একটি দল গঠনের ঘোষণাও দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বও ওই সময় বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় ধারা সৃষ্টি করে ইউনূসকে সামনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। অভিযোগ রয়েছে, ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের অন্যতম কুশীলবও ইউনূস। এ প্রসঙ্গে তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ তাঁর ‘শান্তির স্বপ্নে’ গ্রন্থে লিখেছেন, তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে তাঁদের প্রথম পছন্দ ছিল ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস তাঁদের জানান, স্বল্পকালীন সময়ের জন্য তিনি সরকারপ্রধান হতে রাজি নন, তাঁর ইচ্ছা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা।
ড. ইউনূস রাজনৈতিক দল গঠন করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখেছিলেন, তা পূরণ হয়নি। এই ব্যর্থতার জন্য তিনি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে দায়ী করেন কি-না, তা জানা না গেলেও বর্তমান সরকারের প্রতি তাঁর বিরূপতা গোপন নয়। ইউনূসের সঙ্গে বর্তমান সরকারের সেই টানাপড়েন তীব্র হয়, যখন তিনি আওয়ামী লীগ সরকারবিরোধী বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র ও কার্যক্রমে লবিস্ট হিসেবে কাজ করতে থাকেন। অভিযোগ রয়েছে, কথিত দুর্নীতির আন্তর্জাতিক অপপ্রচারের মাধ্যমে পদ্মা সেতুতে অর্থায়ন বাতিলের নেপথ্যেও ছিলেন ড. ইউনূস।
যদি এগুলোকে ‘আওয়ামী প্রপাগান্ডা’ হিসেবে মনে করা হয়, তাহলে প্রশ্ন আসে, ড. ইউনূস তাঁর আন্তর্জাতিক খ্যাতি ও পরিচিতিকে বাংলাদেশের কোন স্বার্থে কাজে লাগিয়েছেন, তার দুয়েকটা দৃষ্টান্ত কি দিতে পারবেন? এই যে এত বড় রোহিঙ্গা শরণার্থী সমস্যা বাংলাদেশের ওপর চেপে বসেছে, তা নিয়ে কি ড. ইউনূস কখনো কিছু বলেছেন? প্রভাব খাটিয়েছেন কিংবা বিশ্বনেতাদের দিয়ে খোলা চিঠি লিখিয়েছেন? করোনাকালে মানুষের স্বাস্থ্যসেবা কিংবা টিকা-ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে কি তিনি তাঁর পরিচিতি কাজে লাগিয়েছেন? ড. ইউনূসের মানবিক সেবা কার্যক্রমের কোনো নমুনা কি ২০০১ সালের নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুদের ওপর ঘৃণ্য নিপীড়নের সময় দেখা গেছে? দেশে রাজনৈতিক সহিংসতার ব্যাপারে কখনো মুখ খুলেছেন? সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা কিংবা জঙ্গিবাদের উত্থান ও বিপদ নিয়েও তো তাঁর ক্রিয়া-প্রতিক্রিয়া নেই। এসব থেকে কি এটা প্রমাণ হয় যে তিনি অতিদরিদ্র ও বিপদাপন্ন মানুষের প্রতি দরদি?
সামনেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মহল সক্রিয় হয় উঠছেন। বিশ্ব মোড়লেরা ওই নির্বাচনকে নিজেদের স্বার্থের অনুকূলে নেওয়ার চেষ্টা করবে- এটাই স্বাভাবিক। 'ঘোলা পানিতে মাছ শিকার' বলে একটি কথা আমাদের দেশে চালু আছে। বিশ্বের ৪০ প্রভাবশালী ব্যক্তির খোলা চিঠি পানি ঘোলা করার কাজটি এগিয়ে নেওয়ার একটি প্রাথমিক পদক্ষেপ কি না, কে বলতে পারে?
বিশ্বের ৪০ প্রভাবশালী ব্যক্তির চিঠি সম্পর্কে শেসে বলার কথা এটাই যে ড. ইউনুস খ্যাতিমান বলেই আইনের ঊর্ধ্বে নন। নোবেল বিজয়ীদের নিয়ে অন্য দেশে সমস্যা হয় না তাতো নয়। অনেককে তো জেল-জুলুমও সহ্য করতে হয়। ড. ইউনূসের চলা-বলা বাধামুক্ত।
অন্য দুই বাঙালি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেন পুরস্কারের অর্থ দিয়ে কি করেছেন, তা আমরা সবাই জানি। ড. ইউনূস নোবেল পুরস্কারের অর্থ কোনো মহৎ কাজে ব্যয় করেছেন, সেটা কারও জানা আছে কি? আর হ্যাঁ, ড. ইউনূস ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২০ সালের পর নাকি দারিদ্র্য মিউজিয়ামে থাকবে। তিনি কি এই বাণী আর প্রচার করেন?
লেখক: জ্যেষ্ঠ সহকারী সম্পাদক, আজকের পত্রিকা
আরও খবর পড়ুন:
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কি হবে না—এ নিয়ে গরম এখন রাজনীতির মাঠ। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের নায়ক হিসেবে দাবিদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি তো আরও একধাপ বেশি। আওয়ামী লীগকে কেবল নির্বাচনের বাইরে রাখাই নয়, দাবি তাদের দেশের প্রাচী
৪ ঘণ্টা আগেহুমায়ূন আহমেদ ও মেহের আফরোজ শাওনের ছেলে নিষাদ হুমায়ূনের একটা ভাইরাল ভিডিও ক্লিপ দেখলাম। বেশ মজা পেলাম। সত্যি বললে মজার চেয়েও ছোট্ট বাচ্চার কথায় ভাবনার উদ্রেক হলো। চিন্তার দুয়ার উন্মুক্ত হলো।
৪ ঘণ্টা আগেপরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে সার্কুলার অর্থনীতি বা বৃত্তাকার অর্থনীতি এক নবদিগন্ত উন্মোচন করতে পারে। বাংলাদেশে স্বল্প সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সার্কুলার অর্থনীতির বিকল্প নেই।
৪ ঘণ্টা আগেবগুড়ার শিবগঞ্জে ৪২০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি হয়েছে। আজকের পত্রিকায় খবরটি দেখা গেছে ১৮ নভেম্বর। এই দামে বেচাকেনাও হচ্ছে। ক্রেতারাও নাকি এই দামে আলু কিনতে পেরে সন্তুষ্ট!
৪ ঘণ্টা আগে