সম্পাদকীয়
সবাই যেন বেশ খুশি! প্রিয় ঢাকাসহ সব আগের রূপে! বিষয়টা এমন যে, জ্যামের শহরে জ্যাম না থাকলে কি চলে? এই শহরে জ্যাম থাকবে, কোলাহল, হুইহুল্লোড়, বেড়ানো, আড্ডা, শপিং–এসব না থাকলে ঢাকাকে ঢাকাই মনে হয় না! তাই লকডাউন তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই সবাই ঝাঁকের কইয়ের মতো বেরিয়ে পড়েছেন রাস্তায়, গলিতে, মার্কেটে–সর্বত্র। এটাই তো ঢাকা।
খবরে জানা যায়, প্রায় ১৯ দিনের টানা লকডাউন শেষে বিধিনিষেধ শিথিল হওয়ায় রাজধানীসহ সারা দেশ ফিরে গেছে তার আগের রূপে। স্বাভাবিক নিয়মে চলছে গণপরিবহন। বাধা ছাড়াই ঢাকায় ফিরছে মানুষ। ট্রেন ও গণপরিবহনে আসনসংখ্যার চেয়ে বেশি যাত্রী নেওয়া হচ্ছে। লঞ্চের ডেকের অবস্থাও একই। কোথাও নেই স্বাস্থ্যবিধি। গণপরিবহনের অনেক চালক, হেলপার, যাত্রীরাও সবাই স্বাস্থ্যবিধি মানছেন না। মার্কেটে, বাজারে, দোকানে উপচে পড়া ভিড়। সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছে। দোকানে দোকানে চায়ের আড্ডায় তরুণ-তরুণীদের সরব উপস্থিতি। বেড়ানোর জায়গাগুলোয়ও ভিড়।
প্রশ্ন হচ্ছে, তাহলে কি করোনা শেষ হয়ে গেছে? লকডাউনের সঙ্গে সঙ্গে করোনাও চলে গেছে? না, এমনটি মনে করার কোনো কারণ নেই। তথ্য বলছে, করোনা সংক্রমণের হার এখনো বিপৎসীমার ওপরে আছে। এখনো মৃত্যু দিনে গড়ে আড়াই শর মতো। আর যেভাবে মানুষ স্বাভাবিক সময়ের মতো বের হচ্ছে, আগামী দুই সপ্তাহ পর সংক্রমণ আরও বাড়তে পারে–এমন আশঙ্কাও প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সবকিছু খুলে দেওয়া মানে কি সবকিছু স্বাভাবিক? তা তো নয়। একটি ছোট অর্থনীতির দেশ। সবকিছু দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকলে এর চাপ এই অর্থনীতি সইতে পারে না। অসংখ্য মানুষকে না খেয়ে থাকতে হয়। আয় বন্ধ হয়ে অনেকের জীবন বিপন্ন হয়। ব্যবসা-বাণিজ্য প্রায় ধ্বংসের মুখে পড়ে। তাই সরকার খুলে দিয়েছে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে নিজেদের অপরিহার্য কাজগুলো করতে পারে।
কিন্তু সবকিছু খুলে দেওয়ার প্রথম দিনেই যা দেখা গেল, তা রীতিমতো ভয়ংকর। অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে বের হয়েছেন। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। যেহেতু করোনার সংক্রমণ এখনো বিপজ্জনক অবস্থায় আছে। মানুষ মরছে। তাই সবকিছু খুলে দিলেও স্বাভাবিক সময়ের মতো আচরণ করা উচিত নয়। সবারই বুঝতে হবে, অনেককে জীবিকার প্রয়োজনে বের হতে হচ্ছে। যাঁরা বের হচ্ছেন, তাঁরা অবশ্যই শতভাগ নিয়মনীতি মেনে বের হবেন। কারখানা, অফিস, মার্কেট–সর্বত্র একইভাবে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।
আর যাঁদের বের হওয়ার প্রয়োজন নেই। যাঁরা চাকরি, ব্যবসা বা কোনো ধরনের কাজে যুক্ত নন, তাঁরা কেন বের হবেন? কেন পার্ক, খেলার মাঠ, গলির চায়ের দোকানে ভিড় করবেন, আড্ডা দেবেন? দেড় বছর ধরে নিশ্চয় সবাই জেনে গেছেন স্বাস্থ্যবিধি কী, কেন তা মানতে হবে? তারপরও ঠিকমতো এর চর্চা হচ্ছে না। সবাই হুজুগে বের হচ্ছেন, আনন্দ করছেন। সবারই আরও সতর্ক হওয়া উচিত। গড্ডলিকায় গা না ভাসিয়ে যাঁদের না বের হলেই নয়, শুধু তারাই বের হন, অন্যরা ঘরে থাকুন।
সবাই যেন বেশ খুশি! প্রিয় ঢাকাসহ সব আগের রূপে! বিষয়টা এমন যে, জ্যামের শহরে জ্যাম না থাকলে কি চলে? এই শহরে জ্যাম থাকবে, কোলাহল, হুইহুল্লোড়, বেড়ানো, আড্ডা, শপিং–এসব না থাকলে ঢাকাকে ঢাকাই মনে হয় না! তাই লকডাউন তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই সবাই ঝাঁকের কইয়ের মতো বেরিয়ে পড়েছেন রাস্তায়, গলিতে, মার্কেটে–সর্বত্র। এটাই তো ঢাকা।
খবরে জানা যায়, প্রায় ১৯ দিনের টানা লকডাউন শেষে বিধিনিষেধ শিথিল হওয়ায় রাজধানীসহ সারা দেশ ফিরে গেছে তার আগের রূপে। স্বাভাবিক নিয়মে চলছে গণপরিবহন। বাধা ছাড়াই ঢাকায় ফিরছে মানুষ। ট্রেন ও গণপরিবহনে আসনসংখ্যার চেয়ে বেশি যাত্রী নেওয়া হচ্ছে। লঞ্চের ডেকের অবস্থাও একই। কোথাও নেই স্বাস্থ্যবিধি। গণপরিবহনের অনেক চালক, হেলপার, যাত্রীরাও সবাই স্বাস্থ্যবিধি মানছেন না। মার্কেটে, বাজারে, দোকানে উপচে পড়া ভিড়। সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছে। দোকানে দোকানে চায়ের আড্ডায় তরুণ-তরুণীদের সরব উপস্থিতি। বেড়ানোর জায়গাগুলোয়ও ভিড়।
প্রশ্ন হচ্ছে, তাহলে কি করোনা শেষ হয়ে গেছে? লকডাউনের সঙ্গে সঙ্গে করোনাও চলে গেছে? না, এমনটি মনে করার কোনো কারণ নেই। তথ্য বলছে, করোনা সংক্রমণের হার এখনো বিপৎসীমার ওপরে আছে। এখনো মৃত্যু দিনে গড়ে আড়াই শর মতো। আর যেভাবে মানুষ স্বাভাবিক সময়ের মতো বের হচ্ছে, আগামী দুই সপ্তাহ পর সংক্রমণ আরও বাড়তে পারে–এমন আশঙ্কাও প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সবকিছু খুলে দেওয়া মানে কি সবকিছু স্বাভাবিক? তা তো নয়। একটি ছোট অর্থনীতির দেশ। সবকিছু দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকলে এর চাপ এই অর্থনীতি সইতে পারে না। অসংখ্য মানুষকে না খেয়ে থাকতে হয়। আয় বন্ধ হয়ে অনেকের জীবন বিপন্ন হয়। ব্যবসা-বাণিজ্য প্রায় ধ্বংসের মুখে পড়ে। তাই সরকার খুলে দিয়েছে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে নিজেদের অপরিহার্য কাজগুলো করতে পারে।
কিন্তু সবকিছু খুলে দেওয়ার প্রথম দিনেই যা দেখা গেল, তা রীতিমতো ভয়ংকর। অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে বের হয়েছেন। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। যেহেতু করোনার সংক্রমণ এখনো বিপজ্জনক অবস্থায় আছে। মানুষ মরছে। তাই সবকিছু খুলে দিলেও স্বাভাবিক সময়ের মতো আচরণ করা উচিত নয়। সবারই বুঝতে হবে, অনেককে জীবিকার প্রয়োজনে বের হতে হচ্ছে। যাঁরা বের হচ্ছেন, তাঁরা অবশ্যই শতভাগ নিয়মনীতি মেনে বের হবেন। কারখানা, অফিস, মার্কেট–সর্বত্র একইভাবে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।
আর যাঁদের বের হওয়ার প্রয়োজন নেই। যাঁরা চাকরি, ব্যবসা বা কোনো ধরনের কাজে যুক্ত নন, তাঁরা কেন বের হবেন? কেন পার্ক, খেলার মাঠ, গলির চায়ের দোকানে ভিড় করবেন, আড্ডা দেবেন? দেড় বছর ধরে নিশ্চয় সবাই জেনে গেছেন স্বাস্থ্যবিধি কী, কেন তা মানতে হবে? তারপরও ঠিকমতো এর চর্চা হচ্ছে না। সবাই হুজুগে বের হচ্ছেন, আনন্দ করছেন। সবারই আরও সতর্ক হওয়া উচিত। গড্ডলিকায় গা না ভাসিয়ে যাঁদের না বের হলেই নয়, শুধু তারাই বের হন, অন্যরা ঘরে থাকুন।
তথ্যের অফুরন্ত ভান্ডার থাকা সত্ত্বেও আজ লেখাটির ইতি টানব। আশা করব, ভবিষ্যতে নতুন প্রজন্মের কেউ একজন আমার হাত থেকে রিলে রেসের ব্যাটনটি তুলে নেবেন এবং ইতিহাসের এই স্বল্প আলোকপাত করা বিষয়টি নিয়ে গভীর গবেষণা করবেন।
১ দিন আগেবাংলাদেশের ইতিহাসে বিজয় দিবস এক অনন্য দিন। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ৯ মাসের সব দিন সমান গুরুত্বপূর্ণ হলেও বিজয় দিবস সবচেয়ে বেশি গৌরবের। কেন জানি না, দিনটি তেমনভাবে উদ্যাপিত হয় না। তেমন আলোড়নও দেখি না, যা সত্যিকার অর্থে ছিল বিজয়ের প্রাপ্য। অথচ আমি এমন দুজন বিদেশির কথা জানি, যাঁরা আমার সঙ্গে...
১ দিন আগেবিজয়ের মাস ডিসেম্বরে প্রতিবছর উদ্যাপনের যেমন উদ্যোগ-আয়োজন দেখা যায়, এবার তেমন দেখা যায়নি। আমার কাছে অন্তত তা-ই মনে হয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পালাবদল কি সত্যি আমাদের চিন্তাচেতনায় বড় পরিবর্তন এনেছে? গণতন্ত্রের ঢং দেখিয়ে টানা ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠীকে পরাভূত করা নিশ্চয়ই গৌরবের। কিন্তু সে গৌরব কি...
১ দিন আগে১৯ ডিসেম্বর রাতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে এক মাতাল চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। আহত হন মেহেদী হাসান খান ও অমিত সাহা নামের বুয়েটের সিএসই বিভাগের আরও দুই শিক্ষার্থী। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিকেল কলেজ
১ দিন আগে