সম্পাদকীয়
সাধারণভাবে অনেকের মধ্যে এমন একটি ধারণা চালু আছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিঃশর্ত সমর্থন জুগিয়ে যাচ্ছে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে ড. ইউনূস ‘বিশ্বজয়’ করে এসেছেন বলেও প্রচার করা হয়েছে। নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় এবং একজন ভালো বক্তা হওয়ায় তাঁর পরিচিতি ও সুনাম অবশ্যই বিশ্বজোড়া। কিন্তু সরকার পরিচালনায় সাফল্য না দেখাতে পারলে প্রচলিত খ্যাতিটাই বিড়ম্বনার কারণ হতে পারে না, তা নয়।
দেশের অভ্যন্তরে অন্তর্বর্তী সরকারের গৃহীত সব পদক্ষেপ বাইরের দুনিয়া বিনা বাক্যব্যয়ে মেনে নেবে—এমনটা না-ও হতে পারে। ধারণা ও বাস্তবতা সব সময় এক রকম হয় না। বিশ্বরাজনীতি আবেগনির্ভর নয়, স্বার্থনির্ভর। পৃথিবীর কোনো কিছুই স্বার্থের ঊর্ধ্বে নয়, স্বার্থের বাইরে নয়। নানা রকম হিসাবনিকাশ করেই নির্ধারিত হয় দেশে দেশে সরকারে সরকারে পারস্পরিক সম্পর্ক। আস্থা ও বিশ্বাসের ভিত্তি শুধু নীতিনৈতিকতানির্ভর নয়।
এটা ঠিক যে ছাত্র-জনতার একটি সফল আন্দোলনের ফসল ড. ইউনূসের সরকার। জনগণের ভোটে নির্বাচিত না হলেও এই সরকারকে কোনোভাবেই জনসমর্থনহীন বলা যাবে না। বাংলাদেশের মানুষ বারবার ক্ষমতাসীনদের দ্বারা প্রতারিত হয়েছে। এবার তাই অরাজনৈতিক শাসক ড. ইউনূসের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। ড. ইউনূস ও তাঁর সহযোগীদের সাফল্য কামনা করছে দেশবাসী।
এই প্রেক্ষাপটেই জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান ফলকার তুর্ক দুই দিনের সফরে ২৯ অক্টোবর ঢাকা এসেছিলেন। এই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সরকারের ছয় উপদেষ্টা, সেনাপ্রধান, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ৩০ অক্টোবর তিনি এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে ফলকার তুর্কের বক্তব্যে কিন্তু সরকারের প্রতি নিঃশর্ত সমর্থন নেই।
অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর দলের জন্য কোনো জায়গা রাখছে না, তখন শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সদস্যসহ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করার তাগিদ দিয়েছেন ফলকার তুর্ক। তিনি বলেছেন, সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে খুনসহ এমন অনেক অভিযোগ আনা হয়েছে, তদন্তে যার সত্যতা মেলেনি।
ফলকার তুর্ক বলেছেন, গণ-অভ্যুত্থান থেকে এ পর্যন্ত যা অর্জন হলো, তাতে মানবাধিকারকে কেন্দ্রে রেখে সুশাসন, উন্নয়ন ও অর্থনৈতিক নীতিমালাগুলোর বাস্তবায়ন শুরু হলে রাষ্ট্রে বিভক্তি, বৈষম্য ও বিচারহীনতার অবসানের জন্য মজবুত ভিত্তি তৈরি করা সম্ভব হতে পারে। প্রতিশোধপরায়ণতা, দুর্নীতি ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের মতো ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না, এমন পদক্ষেপ নেওয়া সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
এ ক্ষেত্রে বিরুদ্ধ মত দমনে অভ্যস্ত হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় এবং দমনমূলক আইনের সংস্কারের তাগিদ দিয়ে জাতিসংঘ মানবাধিকারপ্রধান বলেন, শুধু পদ্ধতিগত পরিবর্তন আনার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার নিশ্চিত করা যেতে পারে।
সাধারণভাবে অনেকের মধ্যে এমন একটি ধারণা চালু আছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিঃশর্ত সমর্থন জুগিয়ে যাচ্ছে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে ড. ইউনূস ‘বিশ্বজয়’ করে এসেছেন বলেও প্রচার করা হয়েছে। নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় এবং একজন ভালো বক্তা হওয়ায় তাঁর পরিচিতি ও সুনাম অবশ্যই বিশ্বজোড়া। কিন্তু সরকার পরিচালনায় সাফল্য না দেখাতে পারলে প্রচলিত খ্যাতিটাই বিড়ম্বনার কারণ হতে পারে না, তা নয়।
দেশের অভ্যন্তরে অন্তর্বর্তী সরকারের গৃহীত সব পদক্ষেপ বাইরের দুনিয়া বিনা বাক্যব্যয়ে মেনে নেবে—এমনটা না-ও হতে পারে। ধারণা ও বাস্তবতা সব সময় এক রকম হয় না। বিশ্বরাজনীতি আবেগনির্ভর নয়, স্বার্থনির্ভর। পৃথিবীর কোনো কিছুই স্বার্থের ঊর্ধ্বে নয়, স্বার্থের বাইরে নয়। নানা রকম হিসাবনিকাশ করেই নির্ধারিত হয় দেশে দেশে সরকারে সরকারে পারস্পরিক সম্পর্ক। আস্থা ও বিশ্বাসের ভিত্তি শুধু নীতিনৈতিকতানির্ভর নয়।
এটা ঠিক যে ছাত্র-জনতার একটি সফল আন্দোলনের ফসল ড. ইউনূসের সরকার। জনগণের ভোটে নির্বাচিত না হলেও এই সরকারকে কোনোভাবেই জনসমর্থনহীন বলা যাবে না। বাংলাদেশের মানুষ বারবার ক্ষমতাসীনদের দ্বারা প্রতারিত হয়েছে। এবার তাই অরাজনৈতিক শাসক ড. ইউনূসের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। ড. ইউনূস ও তাঁর সহযোগীদের সাফল্য কামনা করছে দেশবাসী।
এই প্রেক্ষাপটেই জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান ফলকার তুর্ক দুই দিনের সফরে ২৯ অক্টোবর ঢাকা এসেছিলেন। এই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সরকারের ছয় উপদেষ্টা, সেনাপ্রধান, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ৩০ অক্টোবর তিনি এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে ফলকার তুর্কের বক্তব্যে কিন্তু সরকারের প্রতি নিঃশর্ত সমর্থন নেই।
অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর দলের জন্য কোনো জায়গা রাখছে না, তখন শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সদস্যসহ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করার তাগিদ দিয়েছেন ফলকার তুর্ক। তিনি বলেছেন, সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে খুনসহ এমন অনেক অভিযোগ আনা হয়েছে, তদন্তে যার সত্যতা মেলেনি।
ফলকার তুর্ক বলেছেন, গণ-অভ্যুত্থান থেকে এ পর্যন্ত যা অর্জন হলো, তাতে মানবাধিকারকে কেন্দ্রে রেখে সুশাসন, উন্নয়ন ও অর্থনৈতিক নীতিমালাগুলোর বাস্তবায়ন শুরু হলে রাষ্ট্রে বিভক্তি, বৈষম্য ও বিচারহীনতার অবসানের জন্য মজবুত ভিত্তি তৈরি করা সম্ভব হতে পারে। প্রতিশোধপরায়ণতা, দুর্নীতি ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের মতো ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না, এমন পদক্ষেপ নেওয়া সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
এ ক্ষেত্রে বিরুদ্ধ মত দমনে অভ্যস্ত হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় এবং দমনমূলক আইনের সংস্কারের তাগিদ দিয়ে জাতিসংঘ মানবাধিকারপ্রধান বলেন, শুধু পদ্ধতিগত পরিবর্তন আনার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার নিশ্চিত করা যেতে পারে।
বিএনপির একসময়ের ডাকসাইটে নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। তারেক রহমানের বিতর্কিত কর্মকাণ্ডে খালেদা জিয়া নীরব থাকার পরিপ্রেক্ষিতে সা কা চৌ বলেছিলেন, আগে কুকুর লেজ নাড়ত, এখন লেজ...
১০ ঘণ্টা আগেএকেই বোধ হয় বলে কপাল। ছিলেন জিরো, হয়ে গেলেন হিরো। বলছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের আগে জেলেনস্কির জনপ্রিয়তা ছিল...
১০ ঘণ্টা আগে১৯৯২ সালে সংসদীয় আইনের মাধ্যমে বাংলাদেশের একটি পাবলিক কলেজিয়েট বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পর বর্তমানে ৩৪ লাখ ২৫ হাজার ৮৩২ জন শিক্ষার্থী নিয়ে ২ হাজার ২৫৭টি অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এর কার্যক্রম চলছে।
১১ ঘণ্টা আগেধর্মবিশ্বাস মানুষকে সৎ ও মানবিক হতে উদ্বুদ্ধ করে। কিন্তু দুঃখজনকভাবে কিছু প্রতারক চক্র মানুষের এই বিশ্বাসকে পুঁজি করে নির্মমভাবে প্রতারণা করছে। সৎ ও মানবিক হওয়ার পথ দেখিয়ে তারাই করছে অসততা ও অমানবিক কাজ। সম্প্রতি ‘বার্ডস আই হেলিকপ্টার অ্যান্ড হজ কাফেলা’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে...
১১ ঘণ্টা আগে