সম্পাদকীয়
দেশে একের পর এক পিলে চমকানো হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। নৃশংসতায় একটি আরেকটিকে ছাড়িয়ে যাচ্ছে। শিশুসন্তানের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যার বর্বরতা ভুলতে–না–ভুলতেই বাসার ভেতর গলা কেটে হত্যার পর লাশে আগুন ধরিয়ে দেওয়া, খুনের পর দেহ টুকরা টুকরা করে খণ্ডিত অংশ রাস্তায় ছড়িয়ে–ছিটিয়ে রাখার মতো নৃশংসতার খবরও শুনতে হচ্ছে।
শুধু পেশাদার অপরাধীরা এসব ঘটনার সঙ্গে জড়িত তা নয়; নিকটাত্মীয় থেকে শুরু করে এমন মানুষও হিংস্র হয়ে উঠছেন, খুনোখুনির মতো ভয়ানক অপরাধ সংঘটিত করছেন, যাদের দেখে আপাত নিরীহ বলেই মনে হয়।
গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় কমপক্ষে ১৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের ধরন ও নৃশংসতার বিবরণ মানুষকে হতবাক করেছে।
প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? নানা কারণে মানুষের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে। ফলে ব্যক্তির বিরুদ্ধে সহিংস অপরাধও বাড়ছে। পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহের কারণে স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে হত্যা করছে। সম্পত্তির লোভে এবং প্রযুক্তির কু-প্রভাবেও নৃশংসতা বাড়ছে। সমাজবিজ্ঞানী ও অপরাধবিশেষজ্ঞরা মনে করছেন, সুস্থ সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক উপাদান কমে যাওয়ায় মানুষ অসহিষ্ণু হয়ে উঠছে। সমাজে হিংস্রতা বাড়ছে।
বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় সামাজিক বন্ধনগুলো দুর্বল হয়ে যাচ্ছে। একটা সময়ে সমাজের একজনের ভালোতে সবাই আনন্দ পেত। নেতিবাচক দিকগুলো সমাজের লোকজন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করত। এখন সে ব্যবস্থা উঠেই গেছে বলা যায়। টিকে থাকার জন্য পারিবারিক বন্ধনগুলো ছিন্ন হয়ে গেছে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। এসব কারণে অনেকের কাছে সামাজিক, পারিবারিক ও সম্পত্তির কারণে প্রতিশোধের স্পৃহাটা নেশা হয়ে ওঠে। প্রতিশোধ নিতে গিয়ে কেউ কেউ হিংস্র হতে দ্বিধা করে না।
জনপ্রতিনিধি আছেন বা ছিলেন, আইনপ্রণেতা ছিলেন এমন ব্যক্তিরা নিজের ব্যবসায়িক বা অন্য কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য নিজে অপরাধ করছেন অথবা চিহ্নিত অপরাধীদের ভাড়া করে নৃশংস ঘটনা ঘটাচ্ছেন। অপরাধ করে শাস্তির আওতায় না আসা, বিচারকাজের দীর্ঘসূত্রতা, রাজনৈতিক ও আর্থিক প্রভাব প্রভৃতি কারণে অপরাধের মাত্রা ক্রমাগত বেড়ে যাচ্ছে বলে মনে করার কারণ আছে।
আবার এমনও মনে করা হয়, প্রত্যাশা-প্রাপ্তিতে ব্যাঘাত ঘটলে মানুষ প্রতিশোধপ্রবণ হয়ে ওঠে—এটা স্বাভাবিক। পাওয়া না পাওয়ার দ্বন্দ্বেও মানুষ আগ্রাসী ও হিংস্র হয়ে উঠতে পারে। সুস্থ সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলো কমে গেলে সমাজে এমন হিংস্রতা বাড়বেই।
সমাজবিজ্ঞানীরা মনে করেন, মানুষ এখন সনাতনি বা নিজস্ব সংস্কৃতি থেকে দূরে সরে গেছে। আবার পশ্চিমা সংস্কৃতিতেও পুরোপুরি মিশতে পারেনি। খণ্ডিত সংস্কৃতির প্রভাবে মাঝামাঝি অবস্থায় থেকে চলমান সামাজিক বাস্তবতায় মানুষ তার অবৈধ সম্পর্কগুলো প্রকাশ করতে পারে না।
সেই সম্পর্কগুলো নির্বিঘ্ন করতেই খুনোখুনির মতো ঘটনা ঘটে। এ ছাড়া চলমান করোনা মহামারির সময়ে মানুষের আয়ের পথ অনেকটা রুদ্ধ হয়ে গেছে। একপক্ষ সম্পদ হারানোর ভয়ে থাকলেও অন্যপক্ষ সম্পদ ধরে রাখতে আগ্রাসী হয়ে উঠছে। এসব অসহিষ্ণু মনোভাবের প্রভাব প্রকাশ পাচ্ছে নৃশংসতায়।
কেউ মনে করেন, সহিংস ও নৃশংস ঘটনার পেছনে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক কারণই বড়। বড় ধরনের ক্ষোভ, নিজের চাহিদা আদায়ে বাধা দেওয়া বা টানা নির্যাতনের কারণে অতি-ক্ষোভে মানুষ সহিংস হয়ে ওঠে। এসব রোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। কমিউনিটি লেভেলে সংহতি বাড়াতে হবে।
অপরাধবিজ্ঞানীরা মনে করেন, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডল বিশ্লেষণ করে এ ধরনের হত্যাকাণ্ড হওয়ার আগেই প্রতিরোধের উপায় বের
করতে হবে। এ জন্য এসব বিষয়ে সবার অবস্থান থেকে নজরদারি করতে হবে। সমাজ ও রাষ্ট্রকে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে।
দেশে একের পর এক পিলে চমকানো হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। নৃশংসতায় একটি আরেকটিকে ছাড়িয়ে যাচ্ছে। শিশুসন্তানের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যার বর্বরতা ভুলতে–না–ভুলতেই বাসার ভেতর গলা কেটে হত্যার পর লাশে আগুন ধরিয়ে দেওয়া, খুনের পর দেহ টুকরা টুকরা করে খণ্ডিত অংশ রাস্তায় ছড়িয়ে–ছিটিয়ে রাখার মতো নৃশংসতার খবরও শুনতে হচ্ছে।
শুধু পেশাদার অপরাধীরা এসব ঘটনার সঙ্গে জড়িত তা নয়; নিকটাত্মীয় থেকে শুরু করে এমন মানুষও হিংস্র হয়ে উঠছেন, খুনোখুনির মতো ভয়ানক অপরাধ সংঘটিত করছেন, যাদের দেখে আপাত নিরীহ বলেই মনে হয়।
গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় কমপক্ষে ১৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের ধরন ও নৃশংসতার বিবরণ মানুষকে হতবাক করেছে।
প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? নানা কারণে মানুষের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে। ফলে ব্যক্তির বিরুদ্ধে সহিংস অপরাধও বাড়ছে। পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহের কারণে স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে হত্যা করছে। সম্পত্তির লোভে এবং প্রযুক্তির কু-প্রভাবেও নৃশংসতা বাড়ছে। সমাজবিজ্ঞানী ও অপরাধবিশেষজ্ঞরা মনে করছেন, সুস্থ সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক উপাদান কমে যাওয়ায় মানুষ অসহিষ্ণু হয়ে উঠছে। সমাজে হিংস্রতা বাড়ছে।
বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় সামাজিক বন্ধনগুলো দুর্বল হয়ে যাচ্ছে। একটা সময়ে সমাজের একজনের ভালোতে সবাই আনন্দ পেত। নেতিবাচক দিকগুলো সমাজের লোকজন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করত। এখন সে ব্যবস্থা উঠেই গেছে বলা যায়। টিকে থাকার জন্য পারিবারিক বন্ধনগুলো ছিন্ন হয়ে গেছে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। এসব কারণে অনেকের কাছে সামাজিক, পারিবারিক ও সম্পত্তির কারণে প্রতিশোধের স্পৃহাটা নেশা হয়ে ওঠে। প্রতিশোধ নিতে গিয়ে কেউ কেউ হিংস্র হতে দ্বিধা করে না।
জনপ্রতিনিধি আছেন বা ছিলেন, আইনপ্রণেতা ছিলেন এমন ব্যক্তিরা নিজের ব্যবসায়িক বা অন্য কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য নিজে অপরাধ করছেন অথবা চিহ্নিত অপরাধীদের ভাড়া করে নৃশংস ঘটনা ঘটাচ্ছেন। অপরাধ করে শাস্তির আওতায় না আসা, বিচারকাজের দীর্ঘসূত্রতা, রাজনৈতিক ও আর্থিক প্রভাব প্রভৃতি কারণে অপরাধের মাত্রা ক্রমাগত বেড়ে যাচ্ছে বলে মনে করার কারণ আছে।
আবার এমনও মনে করা হয়, প্রত্যাশা-প্রাপ্তিতে ব্যাঘাত ঘটলে মানুষ প্রতিশোধপ্রবণ হয়ে ওঠে—এটা স্বাভাবিক। পাওয়া না পাওয়ার দ্বন্দ্বেও মানুষ আগ্রাসী ও হিংস্র হয়ে উঠতে পারে। সুস্থ সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলো কমে গেলে সমাজে এমন হিংস্রতা বাড়বেই।
সমাজবিজ্ঞানীরা মনে করেন, মানুষ এখন সনাতনি বা নিজস্ব সংস্কৃতি থেকে দূরে সরে গেছে। আবার পশ্চিমা সংস্কৃতিতেও পুরোপুরি মিশতে পারেনি। খণ্ডিত সংস্কৃতির প্রভাবে মাঝামাঝি অবস্থায় থেকে চলমান সামাজিক বাস্তবতায় মানুষ তার অবৈধ সম্পর্কগুলো প্রকাশ করতে পারে না।
সেই সম্পর্কগুলো নির্বিঘ্ন করতেই খুনোখুনির মতো ঘটনা ঘটে। এ ছাড়া চলমান করোনা মহামারির সময়ে মানুষের আয়ের পথ অনেকটা রুদ্ধ হয়ে গেছে। একপক্ষ সম্পদ হারানোর ভয়ে থাকলেও অন্যপক্ষ সম্পদ ধরে রাখতে আগ্রাসী হয়ে উঠছে। এসব অসহিষ্ণু মনোভাবের প্রভাব প্রকাশ পাচ্ছে নৃশংসতায়।
কেউ মনে করেন, সহিংস ও নৃশংস ঘটনার পেছনে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক কারণই বড়। বড় ধরনের ক্ষোভ, নিজের চাহিদা আদায়ে বাধা দেওয়া বা টানা নির্যাতনের কারণে অতি-ক্ষোভে মানুষ সহিংস হয়ে ওঠে। এসব রোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। কমিউনিটি লেভেলে সংহতি বাড়াতে হবে।
অপরাধবিজ্ঞানীরা মনে করেন, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডল বিশ্লেষণ করে এ ধরনের হত্যাকাণ্ড হওয়ার আগেই প্রতিরোধের উপায় বের
করতে হবে। এ জন্য এসব বিষয়ে সবার অবস্থান থেকে নজরদারি করতে হবে। সমাজ ও রাষ্ট্রকে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে।
বড়দিনের সপ্তাহ চলছে। গতকাল সারা বিশ্বেই পালিত হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব। আমাদের দেশেও শহর ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে আনন্দের বার্তা নিয়ে উপস্থিত হয়েছিল বড়দিন। আমারও বেশ কয়েকবার সৌভাগ্য হয়েছে একবারে গ্রামে হাজার হাজার খ্রিষ্টধর্মাবলম্বীর মাঝে বড়দিনের উৎসবে অংশ নেওয়ার। এর মধ্যে রয়েছে বরি
১ মিনিট আগেসংস্কারের জন্য অনেকগুলো কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড
৮ মিনিট আগেমারপ্যাঁচ বাংলা ভাষার একটি অতিপরিচিত শব্দ। এ শব্দটির কবলে পড়েনি এমন কাউকে খুঁজে পাওয়া যে ভারি মুশকিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যাপিত জীবনে কখনো কখনো আমরা অন্যের কথার মারপ্যাঁচে পড়েছি, আবার কখনো নিজের কথার মারপ্যাঁচ দিয়ে উদ্দেশ্যও হাসিল করেছি।
১৬ মিনিট আগেবাংলাদেশের রাজনীতিতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে চললেও ৫ আগস্টের পটপরিবর্তনের পর এই আলোচনা ভিন্নমাত্রা পেয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করেছে। এই কমিটিগুলো কাজ করছে।
২৮ মিনিট আগে