সম্পাদকীয়
দেড় বছর ধরে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পৃথিবীর স্বাভাবিকতাকে ব্যাহত করে চলছে। মানুষের ইতিহাসে মহামারি নতুন কোনো ঘটনা নয়। শরীর থাকলে রোগব্যাধিও থাকবে। আবার রোগব্যাধি থেকে মুক্তির উপায়ও মানুষই আবিষ্কার করে। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বিজয়ী হওয়াই মানুষের বৈশিষ্ট্য।
প্রাণিজগতে অন্য সব প্রাণী ক্রমহ্রাসমান কিন্তু মানুষ ক্রমবর্ধমান। এবারও করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য, বেঁচে থাকার জন্য মানুষ তার বুদ্ধিমত্তা, মেধা, সৃজনশীলতা, বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা কাজে লাগিয়ে স্বল্পতম সময়ে টিকা আবিষ্কার করেছে। আগের একাধিক মহামারি যেমন শেষ হয়েছে, এবারও করোনাকাল শেষ হবে। জীবন ও জীবিকা নিয়ে মানুষের অনিশ্চয়তা, হতাশাও চিরস্থায়ী হবে না।
মানুষের জীবন যদি বাধাহীন হতো তাহলে হয়তো সবকিছু একঘেয়ে বা নিরানন্দ হতো। রোগ-শোক, বাধাবিপত্তি আছে বলেই তো জীবন-সংগ্রাম ছকবাঁধা পথে না এগিয়ে এঁকেবেঁকে চলে।
হয়তো তাই করোনা শেষ না হতেই এসেছে ডেঙ্গু। এরপর হয়তো আরও কিছু আসবে। এর বাইরেও মানুষের শরীরে নানা রোগ বাসা বাঁধে, কুরে কুরে জীবনীশক্তি নিঃশেষ করে দেয়। চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়, অনেকেই হয় না।
বাংলাদেশে শরীরের ব্যাধির সঙ্গে আরেকটি ব্যাধি যোগ হয়েছে—তার নাম অনিয়মের ব্যাধি, দুর্নীতির ব্যাধি। শারীরিক ব্যাধি নিরাময়ের জন্য ওষুধ, চিকিৎসাব্যবস্থা আছে। কিন্তু দুর্নীতি-অনিয়মের ব্যাধি সারানোর জন্য কার্যকর ওষুধ বা চিকিৎসাব্যবস্থা আবিষ্কার না হওয়ায় এই ব্যাধি এখন যেন কিছুটা নিরাময় অযোগ্য হয়ে উঠেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার অনিয়ম-দুর্নীতির খবর মাঝে মাঝেই গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু প্রতিকারের খবর আর জানা যায় না। আগে বলা হতো পুকুরচুরি, এখন বলা হয় সাগরচুরি; অর্থাৎ চুরির প্রকৃতি ও মাত্রা কেবলই বাড়ছে বা বড় হচ্ছে। দেশে নানা ধরনের উন্নয়নকাজ হচ্ছে। সঙ্গে পাল্লা দিয়ে দুর্নীতি-অনিয়ম-অপচয়ও বাড়ছে। এসব বন্ধ করা গেলে উন্নয়ন আরও বেশি দৃশ্যমান ও টেকসই হতো বলে মনে করা হয়।
করোনাকালে আমাদের স্বাস্থ্য খাতের দুর্নীতি, অব্যবস্থাপনা ও পরিকল্পনাহীনতার যেসব চিত্র প্রকাশিত হয়েছে, তা রীতিমতো ভয়াবহ। গত বছরের ১৪ মে জরুরি ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দেড় মাস পর ২৯ আগস্ট ১ হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েও এখন পর্যন্ত নিয়োগ-প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি। লিখিত ও মৌখিক সব ধরনের পরীক্ষা নেওয়া হয়ে গেলেও এত দিনেও নিয়োগদান সম্পন্ন হলো না কেন?
আজকের পত্রিকায় ২ সেপ্টেম্বর প্রকাশিত খবর থেকে জানা যায়, ঘুষ লেনদেনের অভিযোগ ওঠায় এ প্রক্রিয়া স্থগিত হয়ে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে কী গোপন তথ্য উদ্ধার করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদেরই-বা কী হয়েছে, তা আর কারও পক্ষে জানা সম্ভব হয়নি।
কয়েকজন মানুষের দুর্নীতির কারণে অসংখ্য মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব মানুষের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া, কিন্তু এই মন্ত্রণালয়ই যদি নিরাময় অযোগ্য দুর্নীতির ব্যাধিতে আক্রান্ত হয়, তাহলে এই রোগ নিরাময়ের দায়িত্ব আসলে কার ওপর বর্তাবে?
দেড় বছর ধরে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পৃথিবীর স্বাভাবিকতাকে ব্যাহত করে চলছে। মানুষের ইতিহাসে মহামারি নতুন কোনো ঘটনা নয়। শরীর থাকলে রোগব্যাধিও থাকবে। আবার রোগব্যাধি থেকে মুক্তির উপায়ও মানুষই আবিষ্কার করে। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বিজয়ী হওয়াই মানুষের বৈশিষ্ট্য।
প্রাণিজগতে অন্য সব প্রাণী ক্রমহ্রাসমান কিন্তু মানুষ ক্রমবর্ধমান। এবারও করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য, বেঁচে থাকার জন্য মানুষ তার বুদ্ধিমত্তা, মেধা, সৃজনশীলতা, বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা কাজে লাগিয়ে স্বল্পতম সময়ে টিকা আবিষ্কার করেছে। আগের একাধিক মহামারি যেমন শেষ হয়েছে, এবারও করোনাকাল শেষ হবে। জীবন ও জীবিকা নিয়ে মানুষের অনিশ্চয়তা, হতাশাও চিরস্থায়ী হবে না।
মানুষের জীবন যদি বাধাহীন হতো তাহলে হয়তো সবকিছু একঘেয়ে বা নিরানন্দ হতো। রোগ-শোক, বাধাবিপত্তি আছে বলেই তো জীবন-সংগ্রাম ছকবাঁধা পথে না এগিয়ে এঁকেবেঁকে চলে।
হয়তো তাই করোনা শেষ না হতেই এসেছে ডেঙ্গু। এরপর হয়তো আরও কিছু আসবে। এর বাইরেও মানুষের শরীরে নানা রোগ বাসা বাঁধে, কুরে কুরে জীবনীশক্তি নিঃশেষ করে দেয়। চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়, অনেকেই হয় না।
বাংলাদেশে শরীরের ব্যাধির সঙ্গে আরেকটি ব্যাধি যোগ হয়েছে—তার নাম অনিয়মের ব্যাধি, দুর্নীতির ব্যাধি। শারীরিক ব্যাধি নিরাময়ের জন্য ওষুধ, চিকিৎসাব্যবস্থা আছে। কিন্তু দুর্নীতি-অনিয়মের ব্যাধি সারানোর জন্য কার্যকর ওষুধ বা চিকিৎসাব্যবস্থা আবিষ্কার না হওয়ায় এই ব্যাধি এখন যেন কিছুটা নিরাময় অযোগ্য হয়ে উঠেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার অনিয়ম-দুর্নীতির খবর মাঝে মাঝেই গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু প্রতিকারের খবর আর জানা যায় না। আগে বলা হতো পুকুরচুরি, এখন বলা হয় সাগরচুরি; অর্থাৎ চুরির প্রকৃতি ও মাত্রা কেবলই বাড়ছে বা বড় হচ্ছে। দেশে নানা ধরনের উন্নয়নকাজ হচ্ছে। সঙ্গে পাল্লা দিয়ে দুর্নীতি-অনিয়ম-অপচয়ও বাড়ছে। এসব বন্ধ করা গেলে উন্নয়ন আরও বেশি দৃশ্যমান ও টেকসই হতো বলে মনে করা হয়।
করোনাকালে আমাদের স্বাস্থ্য খাতের দুর্নীতি, অব্যবস্থাপনা ও পরিকল্পনাহীনতার যেসব চিত্র প্রকাশিত হয়েছে, তা রীতিমতো ভয়াবহ। গত বছরের ১৪ মে জরুরি ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দেড় মাস পর ২৯ আগস্ট ১ হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েও এখন পর্যন্ত নিয়োগ-প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি। লিখিত ও মৌখিক সব ধরনের পরীক্ষা নেওয়া হয়ে গেলেও এত দিনেও নিয়োগদান সম্পন্ন হলো না কেন?
আজকের পত্রিকায় ২ সেপ্টেম্বর প্রকাশিত খবর থেকে জানা যায়, ঘুষ লেনদেনের অভিযোগ ওঠায় এ প্রক্রিয়া স্থগিত হয়ে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে কী গোপন তথ্য উদ্ধার করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদেরই-বা কী হয়েছে, তা আর কারও পক্ষে জানা সম্ভব হয়নি।
কয়েকজন মানুষের দুর্নীতির কারণে অসংখ্য মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব মানুষের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া, কিন্তু এই মন্ত্রণালয়ই যদি নিরাময় অযোগ্য দুর্নীতির ব্যাধিতে আক্রান্ত হয়, তাহলে এই রোগ নিরাময়ের দায়িত্ব আসলে কার ওপর বর্তাবে?
তথ্যের অফুরন্ত ভান্ডার থাকা সত্ত্বেও আজ লেখাটির ইতি টানব। আশা করব, ভবিষ্যতে নতুন প্রজন্মের কেউ একজন আমার হাত থেকে রিলে রেসের ব্যাটনটি তুলে নেবেন এবং ইতিহাসের এই স্বল্প আলোকপাত করা বিষয়টি নিয়ে গভীর গবেষণা করবেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে বিজয় দিবস এক অনন্য দিন। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ৯ মাসের সব দিন সমান গুরুত্বপূর্ণ হলেও বিজয় দিবস সবচেয়ে বেশি গৌরবের। কেন জানি না, দিনটি তেমনভাবে উদ্যাপিত হয় না। তেমন আলোড়নও দেখি না, যা সত্যিকার অর্থে ছিল বিজয়ের প্রাপ্য। অথচ আমি এমন দুজন বিদেশির কথা জানি, যাঁরা আমার সঙ্গে...
১৩ ঘণ্টা আগেবিজয়ের মাস ডিসেম্বরে প্রতিবছর উদ্যাপনের যেমন উদ্যোগ-আয়োজন দেখা যায়, এবার তেমন দেখা যায়নি। আমার কাছে অন্তত তা-ই মনে হয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পালাবদল কি সত্যি আমাদের চিন্তাচেতনায় বড় পরিবর্তন এনেছে? গণতন্ত্রের ঢং দেখিয়ে টানা ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠীকে পরাভূত করা নিশ্চয়ই গৌরবের। কিন্তু সে গৌরব কি...
১৩ ঘণ্টা আগে১৯ ডিসেম্বর রাতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে এক মাতাল চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। আহত হন মেহেদী হাসান খান ও অমিত সাহা নামের বুয়েটের সিএসই বিভাগের আরও দুই শিক্ষার্থী। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিকেল কলেজ
১৩ ঘণ্টা আগে