সম্পাদকীয়
এ এক আনন্দের সিরিজ জয়। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মতো একটি ক্রিকেট-দানবকে বধ করা সহজ কথা নয়। বহুদিন পর বুঝি টেলিভিশনের দিকে দৃষ্টি ছিল দেশবাসীর। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল প্রবাসী বাঙালিদেরও আনন্দ-উল্লাস। বাংলাদেশ ক্রিকেট দলের এই উপহার সত্যিই অমূল্য।
ক্রমাগত লকডাউন, কড়া লকডাউন, জীবনে নানা ধরনের অনিশ্চয়তা ইত্যাদির মধ্যে থাকতে থাকতে জীবনের অর্থ যখন নানাভাবে পাল্টে যাচ্ছিল, সে সময় এ রকম একটি বিজয় পুরো জাতির জন্য এল যেন মরুভূমিতে মরূদ্যান হয়ে।
হতে পারে অস্ট্রেলিয়ার এক নম্বর দলটি আসেনি। কিন্তু রেকর্ড বুকে লেখা থাকবে, বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ম্যাচে হারিয়ে সিরিজ জয় করেছে। এই সিরিজে আমাদের অর্জন কম নয়। সিরিজজুড়ে মোস্তাফিজের বোলিং, মাহমুদউল্লাহর ইতিবাচক অধিনায়কত্ব, টোটাল টিমওয়ার্ক আমাদের দলটিকে নিঃসন্দেহে আত্মবিশ্বাসী করে তুলেছে। শেষ খেলায় একটার পর একটা উইকেট পাওয়ার পথে ভাবলেশহীন সাকিবের চেহারা যতবার দেখা গেছে, ততবারই মনে হয়েছে এই ফরম্যাটের খেলায় বাংলাদেশ বুঝি সাবালক হয়ে উঠছে। টি-টোয়েন্টিতে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ রান ও ১০০ উইকেট অর্জন করা ক্রিকেটার হিসেবেও এই সিরিজ সাকিব আল হাসানকে মনে রাখবে।
সেই সঙ্গে এটাও বলতে হচ্ছে, টি-টোয়েন্টি মানেই যে ব্যাটে-বলে চার-ছয়ের বন্যা, তা থেকেও যেন মুখ ফিরিয়ে রেখেছিল সিরিজটি। বোলারদের অনুগত ছিল মাঠ। এই সিরিজে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, দুই দলই ছিল তারুণ্যে গতিশীল। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জায়গায় তরুণদের দলে ঠাঁই দিয়ে তাদের পারফরম্যান্স যাচাই করে নেওয়ার সুযোগ পেয়েছে টিম ম্যানেজমেন্ট।
করোনার সময় বাংলাদেশ সফরে আসার সময় যে শর্তগুলো দিয়েছিল অস্ট্রেলিয়া, তার সবগুলোই মেনে নিয়েছিল বাংলাদেশ। ভালো খেলার স্বার্থে অস্ট্রেলীয়দের দেওয়া জৈব সুরক্ষাবলয়, বিশেষ ইমিগ্রেশনের ব্যবস্থা, খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো ইত্যাদি শর্ত মেনে নিয়েছে বাংলাদেশ।
আমাদের জাতীয় দলের খেলোয়াড়েরা করোনা আর ডেঙ্গুর ছোবলের মধ্যে তাঁদের পরিবার-পরিজন ফেলে দেশবাসীর মনে একটু আনন্দ দেবেন বলে মাঠে নামলেন, এ ঘটনা কম তাৎপর্যপূর্ণ নয়। অতিমারির এই সময়টাতে জীবনের নানা ক্ষেত্রে হাতে গোনা যে অর্জনগুলো আমাদের সঙ্গী হয়েছে,
তার মধ্যে এই সিরিজ জয় যে ওপরের দিকেই থাকবে, সে কথা বলার অপেক্ষা রাখে না।
ক্রিকেটে বাংলাদেশের রয়েছে অমিত সম্ভাবনা। টেস্ট ক্রিকেটকে এখনো বশে আনতে না পারলেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স আশাব্যঞ্জক, টি-টোয়েন্টিতেও একটু একটু করে আশার আলো দেখাচ্ছে দল। টেস্টে ভালো করার জন্য এখনো অনেক পরিশ্রম করে যেতে হবে। সেই সঙ্গে মনে করিয়ে দেওয়া দরকার, একেবারে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির পথটি যেন মসৃণ হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের এই সময়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। তারা সামনের দিনগুলোয় আরও আনন্দ দিক ক্রীড়ামোদী মানুষকে, এই রইল আমাদের কামনা। জয়, বাংলাদেশের ক্রিকেটের জয়।
এ এক আনন্দের সিরিজ জয়। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মতো একটি ক্রিকেট-দানবকে বধ করা সহজ কথা নয়। বহুদিন পর বুঝি টেলিভিশনের দিকে দৃষ্টি ছিল দেশবাসীর। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল প্রবাসী বাঙালিদেরও আনন্দ-উল্লাস। বাংলাদেশ ক্রিকেট দলের এই উপহার সত্যিই অমূল্য।
ক্রমাগত লকডাউন, কড়া লকডাউন, জীবনে নানা ধরনের অনিশ্চয়তা ইত্যাদির মধ্যে থাকতে থাকতে জীবনের অর্থ যখন নানাভাবে পাল্টে যাচ্ছিল, সে সময় এ রকম একটি বিজয় পুরো জাতির জন্য এল যেন মরুভূমিতে মরূদ্যান হয়ে।
হতে পারে অস্ট্রেলিয়ার এক নম্বর দলটি আসেনি। কিন্তু রেকর্ড বুকে লেখা থাকবে, বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ম্যাচে হারিয়ে সিরিজ জয় করেছে। এই সিরিজে আমাদের অর্জন কম নয়। সিরিজজুড়ে মোস্তাফিজের বোলিং, মাহমুদউল্লাহর ইতিবাচক অধিনায়কত্ব, টোটাল টিমওয়ার্ক আমাদের দলটিকে নিঃসন্দেহে আত্মবিশ্বাসী করে তুলেছে। শেষ খেলায় একটার পর একটা উইকেট পাওয়ার পথে ভাবলেশহীন সাকিবের চেহারা যতবার দেখা গেছে, ততবারই মনে হয়েছে এই ফরম্যাটের খেলায় বাংলাদেশ বুঝি সাবালক হয়ে উঠছে। টি-টোয়েন্টিতে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ রান ও ১০০ উইকেট অর্জন করা ক্রিকেটার হিসেবেও এই সিরিজ সাকিব আল হাসানকে মনে রাখবে।
সেই সঙ্গে এটাও বলতে হচ্ছে, টি-টোয়েন্টি মানেই যে ব্যাটে-বলে চার-ছয়ের বন্যা, তা থেকেও যেন মুখ ফিরিয়ে রেখেছিল সিরিজটি। বোলারদের অনুগত ছিল মাঠ। এই সিরিজে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, দুই দলই ছিল তারুণ্যে গতিশীল। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জায়গায় তরুণদের দলে ঠাঁই দিয়ে তাদের পারফরম্যান্স যাচাই করে নেওয়ার সুযোগ পেয়েছে টিম ম্যানেজমেন্ট।
করোনার সময় বাংলাদেশ সফরে আসার সময় যে শর্তগুলো দিয়েছিল অস্ট্রেলিয়া, তার সবগুলোই মেনে নিয়েছিল বাংলাদেশ। ভালো খেলার স্বার্থে অস্ট্রেলীয়দের দেওয়া জৈব সুরক্ষাবলয়, বিশেষ ইমিগ্রেশনের ব্যবস্থা, খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো ইত্যাদি শর্ত মেনে নিয়েছে বাংলাদেশ।
আমাদের জাতীয় দলের খেলোয়াড়েরা করোনা আর ডেঙ্গুর ছোবলের মধ্যে তাঁদের পরিবার-পরিজন ফেলে দেশবাসীর মনে একটু আনন্দ দেবেন বলে মাঠে নামলেন, এ ঘটনা কম তাৎপর্যপূর্ণ নয়। অতিমারির এই সময়টাতে জীবনের নানা ক্ষেত্রে হাতে গোনা যে অর্জনগুলো আমাদের সঙ্গী হয়েছে,
তার মধ্যে এই সিরিজ জয় যে ওপরের দিকেই থাকবে, সে কথা বলার অপেক্ষা রাখে না।
ক্রিকেটে বাংলাদেশের রয়েছে অমিত সম্ভাবনা। টেস্ট ক্রিকেটকে এখনো বশে আনতে না পারলেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স আশাব্যঞ্জক, টি-টোয়েন্টিতেও একটু একটু করে আশার আলো দেখাচ্ছে দল। টেস্টে ভালো করার জন্য এখনো অনেক পরিশ্রম করে যেতে হবে। সেই সঙ্গে মনে করিয়ে দেওয়া দরকার, একেবারে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির পথটি যেন মসৃণ হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের এই সময়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। তারা সামনের দিনগুলোয় আরও আনন্দ দিক ক্রীড়ামোদী মানুষকে, এই রইল আমাদের কামনা। জয়, বাংলাদেশের ক্রিকেটের জয়।
আমাদের দেশের চিকিৎসাব্যবস্থা ও বিদেশমুখিতা নিয়ে আজকের পত্রিকায় ২২ ডিসেম্বর, রোববার একটি সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘চিকিৎসাসেবায় বিদেশমুখিতা: আমাদের উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে ২১ ডিসেম্বর। সেই আলোচনায় স্পষ্ট হয়েছে দেশের চিকিৎসা
১২ মিনিট আগেতথ্যের অফুরন্ত ভান্ডার থাকা সত্ত্বেও আজ লেখাটির ইতি টানব। আশা করব, ভবিষ্যতে নতুন প্রজন্মের কেউ একজন আমার হাত থেকে রিলে রেসের ব্যাটনটি তুলে নেবেন এবং ইতিহাসের এই স্বল্প আলোকপাত করা বিষয়টি নিয়ে গভীর গবেষণা করবেন।
১ দিন আগেবাংলাদেশের ইতিহাসে বিজয় দিবস এক অনন্য দিন। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ৯ মাসের সব দিন সমান গুরুত্বপূর্ণ হলেও বিজয় দিবস সবচেয়ে বেশি গৌরবের। কেন জানি না, দিনটি তেমনভাবে উদ্যাপিত হয় না। তেমন আলোড়নও দেখি না, যা সত্যিকার অর্থে ছিল বিজয়ের প্রাপ্য। অথচ আমি এমন দুজন বিদেশির কথা জানি, যাঁরা আমার সঙ্গে...
১ দিন আগেবিজয়ের মাস ডিসেম্বরে প্রতিবছর উদ্যাপনের যেমন উদ্যোগ-আয়োজন দেখা যায়, এবার তেমন দেখা যায়নি। আমার কাছে অন্তত তা-ই মনে হয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পালাবদল কি সত্যি আমাদের চিন্তাচেতনায় বড় পরিবর্তন এনেছে? গণতন্ত্রের ঢং দেখিয়ে টানা ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠীকে পরাভূত করা নিশ্চয়ই গৌরবের। কিন্তু সে গৌরব কি...
১ দিন আগে