সম্পাদকীয়
জীবনের জন্য প্রবাদেই তো বলা হয়, ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। দুধের সঙ্গে স্বাস্থ্যের সুসম্পর্ক রয়েছে। কিন্তু দুধের ব্যবহার শুধু তো তাতেই সীমাবদ্ধ নয়, তার যে আরও কত রকমের ব্যবহার আছে, সেটা জানা যায় পত্রিকা পড়লে। কতভাবেই না দুধ ব্যবহৃত হচ্ছে মানুষের নানা খায়েশ মেটানোর জন্য।
আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, সেটি আজকের পত্রিকার সারা দেশ পাতায় ছাপা হয়েছে সিঙ্গেল কলামে। ঘটনাটাকে এড়িয়ে যাওয়া যাচ্ছে না এই কারণে যে, এর সঙ্গে সু-মানসিকতার কোনো সম্পর্ক নেই; বরং একধরনের আক্রোশ আর বিকৃত আনন্দের দেখা পাওয়া যাচ্ছে। নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি একটি ইউনিয়ন। সেই ইউনিয়নে যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তিনি তাঁর কার্যালয়ে প্রবেশের আগে কার্যালয়টি দুধ দিয়ে ধুয়ে ‘শুদ্ধ’ করে নিয়েছেন। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক কার্যালয়ের ভেতরে বালতিতে পানি ও দুধ মিশিয়ে মেঝে আর আসবাব ধুচ্ছেন। কার নির্দেশে করছেন—প্রশ্নটি ঊহ্য থাকুক। কেন তাঁরা এ কর্মটি করছেন, সেটাই জানা যাক। পরিষদকে নাকি দালাল ও দুর্নীতিমুক্ত করার জন্য এটা করা হয়েছে।
কথা হলো এখানেই। এ রকম একটি কাজ যে সদ্য এই কার্যালয় থেকে বিদায় নেওয়া সাবেক চেয়ারম্যানকে সরাসরি অপমান করা, সে কথা কি কার্যালয়কে দুগ্ধস্নান করানো মানুষেরা জানে না? জানে, সেটা বলাই বাহুল্য। এই অপমান ইচ্ছাকৃত। তাঁরা ভাবতেও চাননি, নতুন এই চেয়ারম্যানের যখন বিদায়ের পালা আসবে, তখনো যদি একই রকম ব্যবহার তিনি পান, তাহলে তাঁর কেমন লাগবে?
বিষয়টি ব্যক্তিত্বের দ্বন্দ্ব নয়, বিষয়টি সরাসরি অভব্যতা। রাজনীতির মাঠটি এ রকম অভব্য হয়ে উঠল কেন? কেন মানুষ একে অন্যকে ন্যূনতম শ্রদ্ধা করবে না? রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যদি সহনশীলতা থাকত, থাকত পারস্পরিক শ্রদ্ধার মিশেল, তাহলে এ ধরনের খবর পড়তে হতো না আমাদের। দুগ্ধস্নানের পর কার্যালয়টি দালাল আর দুর্নীতিমুক্ত হয়ে যাবে—এর গ্যারান্টি কী?
আমরা প্রাণদায়ী খাবার হিসেবে দুধের উল্লেখ করেছি শুরুতেই। সেই দুধের বিচিত্র যে ব্যবহার দেখা গেল, তা একেবারেই কাঙ্ক্ষিত নয়; বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কেউ কষ্টে আছে কি না, চেয়ারম্যানের নজর দেওয়া উচিত ছিল সেদিকে। টেপাখড়িবাড়ি ইউনিয়নের যে শিশুরা দুধের পুষ্টি থেকে বঞ্চিত, তাদের কাছে দুধ পৌঁছে দিলে নতুন চেয়ারম্যান একটি দৃষ্টান্তমূলক কাজ করেছেন বলে আমরা মনে করতে পারতাম। চেয়ারম্যানের কাজই তো হলো এলাকার মানুষের পাশে এসে দাঁড়ানো। সেটা না করে কার্যালয়কে দুধ খাওয়ানোর কোনো মানে হয়? আশা করি নতুন এই চেয়ারম্যানের মনে শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি কার্যালয়কে ‘শুদ্ধ’ করার জন্য এ রকম অনর্থ আর ঘটাবেন না; বরং এলাকার মানুষের দুঃখ-কষ্টের সাথি হবেন।
জীবনের জন্য প্রবাদেই তো বলা হয়, ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। দুধের সঙ্গে স্বাস্থ্যের সুসম্পর্ক রয়েছে। কিন্তু দুধের ব্যবহার শুধু তো তাতেই সীমাবদ্ধ নয়, তার যে আরও কত রকমের ব্যবহার আছে, সেটা জানা যায় পত্রিকা পড়লে। কতভাবেই না দুধ ব্যবহৃত হচ্ছে মানুষের নানা খায়েশ মেটানোর জন্য।
আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, সেটি আজকের পত্রিকার সারা দেশ পাতায় ছাপা হয়েছে সিঙ্গেল কলামে। ঘটনাটাকে এড়িয়ে যাওয়া যাচ্ছে না এই কারণে যে, এর সঙ্গে সু-মানসিকতার কোনো সম্পর্ক নেই; বরং একধরনের আক্রোশ আর বিকৃত আনন্দের দেখা পাওয়া যাচ্ছে। নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি একটি ইউনিয়ন। সেই ইউনিয়নে যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তিনি তাঁর কার্যালয়ে প্রবেশের আগে কার্যালয়টি দুধ দিয়ে ধুয়ে ‘শুদ্ধ’ করে নিয়েছেন। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক কার্যালয়ের ভেতরে বালতিতে পানি ও দুধ মিশিয়ে মেঝে আর আসবাব ধুচ্ছেন। কার নির্দেশে করছেন—প্রশ্নটি ঊহ্য থাকুক। কেন তাঁরা এ কর্মটি করছেন, সেটাই জানা যাক। পরিষদকে নাকি দালাল ও দুর্নীতিমুক্ত করার জন্য এটা করা হয়েছে।
কথা হলো এখানেই। এ রকম একটি কাজ যে সদ্য এই কার্যালয় থেকে বিদায় নেওয়া সাবেক চেয়ারম্যানকে সরাসরি অপমান করা, সে কথা কি কার্যালয়কে দুগ্ধস্নান করানো মানুষেরা জানে না? জানে, সেটা বলাই বাহুল্য। এই অপমান ইচ্ছাকৃত। তাঁরা ভাবতেও চাননি, নতুন এই চেয়ারম্যানের যখন বিদায়ের পালা আসবে, তখনো যদি একই রকম ব্যবহার তিনি পান, তাহলে তাঁর কেমন লাগবে?
বিষয়টি ব্যক্তিত্বের দ্বন্দ্ব নয়, বিষয়টি সরাসরি অভব্যতা। রাজনীতির মাঠটি এ রকম অভব্য হয়ে উঠল কেন? কেন মানুষ একে অন্যকে ন্যূনতম শ্রদ্ধা করবে না? রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যদি সহনশীলতা থাকত, থাকত পারস্পরিক শ্রদ্ধার মিশেল, তাহলে এ ধরনের খবর পড়তে হতো না আমাদের। দুগ্ধস্নানের পর কার্যালয়টি দালাল আর দুর্নীতিমুক্ত হয়ে যাবে—এর গ্যারান্টি কী?
আমরা প্রাণদায়ী খাবার হিসেবে দুধের উল্লেখ করেছি শুরুতেই। সেই দুধের বিচিত্র যে ব্যবহার দেখা গেল, তা একেবারেই কাঙ্ক্ষিত নয়; বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কেউ কষ্টে আছে কি না, চেয়ারম্যানের নজর দেওয়া উচিত ছিল সেদিকে। টেপাখড়িবাড়ি ইউনিয়নের যে শিশুরা দুধের পুষ্টি থেকে বঞ্চিত, তাদের কাছে দুধ পৌঁছে দিলে নতুন চেয়ারম্যান একটি দৃষ্টান্তমূলক কাজ করেছেন বলে আমরা মনে করতে পারতাম। চেয়ারম্যানের কাজই তো হলো এলাকার মানুষের পাশে এসে দাঁড়ানো। সেটা না করে কার্যালয়কে দুধ খাওয়ানোর কোনো মানে হয়? আশা করি নতুন এই চেয়ারম্যানের মনে শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি কার্যালয়কে ‘শুদ্ধ’ করার জন্য এ রকম অনর্থ আর ঘটাবেন না; বরং এলাকার মানুষের দুঃখ-কষ্টের সাথি হবেন।
বিএনপির একসময়ের ডাকসাইটে নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। তারেক রহমানের বিতর্কিত কর্মকাণ্ডে খালেদা জিয়া নীরব থাকার পরিপ্রেক্ষিতে সা কা চৌ বলেছিলেন, আগে কুকুর লেজ নাড়ত, এখন লেজ...
১০ ঘণ্টা আগেএকেই বোধ হয় বলে কপাল। ছিলেন জিরো, হয়ে গেলেন হিরো। বলছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের আগে জেলেনস্কির জনপ্রিয়তা ছিল...
১০ ঘণ্টা আগে১৯৯২ সালে সংসদীয় আইনের মাধ্যমে বাংলাদেশের একটি পাবলিক কলেজিয়েট বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পর বর্তমানে ৩৪ লাখ ২৫ হাজার ৮৩২ জন শিক্ষার্থী নিয়ে ২ হাজার ২৫৭টি অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এর কার্যক্রম চলছে।
১০ ঘণ্টা আগেধর্মবিশ্বাস মানুষকে সৎ ও মানবিক হতে উদ্বুদ্ধ করে। কিন্তু দুঃখজনকভাবে কিছু প্রতারক চক্র মানুষের এই বিশ্বাসকে পুঁজি করে নির্মমভাবে প্রতারণা করছে। সৎ ও মানবিক হওয়ার পথ দেখিয়ে তারাই করছে অসততা ও অমানবিক কাজ। সম্প্রতি ‘বার্ডস আই হেলিকপ্টার অ্যান্ড হজ কাফেলা’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে...
১১ ঘণ্টা আগে