সম্পাদকীয়
ওরা পাসপোর্ট করবে, ভোগান্তি। ওরা ভিসা নেবে, জালিয়াতি। ওরা বিদেশে যাবে, টিকিট নেই। ওরা যেখানেই যাবে, দুর্ভোগ ওদের পিছু ছাড়ে না। ওরা প্রবাসী। বাংলাদেশের অর্থনীতি বাঁচিয়েরাখার শক্তি জোগায় ওরা। অথচ ওদের সমস্যাগুলোর সমাধান হয় না যথাসময়ে। এখন ওদের ভোগান্তি করোনার টিকা নিয়ে। বিদেশে যেতে প্রবাসীদের টিকা দেওয়া বাধ্যতামূলক। শুধু তা-ই নয়; টিকাও নির্দিষ্ট করে দিয়েছে কিছু কিছু দেশ। ফলে ওই টিকা নিয়ে নির্দিষ্ট সময়েই ফ্লাইট ধরতে হবে ওদের।
এই করোনাকালে যখন সব বন্ধ, অচল; তখন প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। নিজেরা খেয়ে না-খেয়ে সংকটের মধ্যেও পরিবারের কাছে টাকা পাঠিয়েছেন। তাঁরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে, কত রকমের শারীরিক, মানসিক নির্যাতন সহ্য করেও যা আয় করেন, তার প্রায় অধিকাংশ অর্থই দেশে পাঠিয়ে দেন। এই টাকায় দেশের অর্থনীতিতে গতিশীলতা বাড়ে। সরকার এই বৈদেশিক মুদ্রায় আমদানির খরচ মেটায়, মেগা প্রকল্পের সরঞ্জাম কেনে। কত কিছুই না হয় তাঁদের টাকায়।
প্রবাসীরা নিজেদের সবটুকু উজাড় করে দেন দেশের জন্য। অথচ সেবা পাওয়ার বেলায় তাঁরা থাকেন তলানিতে। করোনাকালে তাঁদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। করোনাকালে অনেকের ভিসা বাতিল হয়ে যায়, অনেক দেশ বাংলাদেশের কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করে। অনেকে বেকার হয়ে যান। এরপর আবারও তাঁরা জমিজমা বন্ধক রেখে ভাগ্যের খোঁজে বিদেশে যাওয়ার প্রচেষ্টা নিয়ে ভিসা সংগ্রহ করেন। এভাবে নিজেরা যখন সব প্রস্তুতি শেষ করে আনেন, তখনই নতুন নতুন বিপত্তিতে পড়েন তাঁরা। এখন ভুগছেন টিকা নিয়ে।
জানা যায়, নিবন্ধন করেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে পারছেন না তাঁরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী চার সপ্তাহ পর এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা থাকলেও তা মানছে না স্বাস্থ্য অধিদপ্তর। এতে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী। অনেকের ফ্লাইটের সময় কাছে এলেও মিলছে না টিকা। ফলে সময়মতো কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কায় আছেন তাঁরা। চার সপ্তাহের স্থলে আট সপ্তাহের কথা বলা হচ্ছে। তাঁরা নিয়মের দোহাই দিচ্ছেন। অথচ নিয়ম হচ্ছে, চার সপ্তাহের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটেই বলা আছে, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নেওয়ার সময় উল্লেখ করা হয়েছে ৪ থেকে ১২ সপ্তাহ। মানে, প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ হলেই দ্বিতীয় ডোজ নিতে কোনো ধরনের বাধা নেই। অথচ এই অজুহাতে চরম ভোগান্তির মুখে প্রবাসীরা। টিকা না পেলে আর তাঁদের বিদেশ যাওয়া বাতিল হলে এর ফল কী হবে?
তাঁরা আবারও বেকার হবেন, পরিবারের বোঝা হবেন। এই ভোগান্তির শেষ হওয়া উচিত। প্রবাসীদের সেবার দিক থেকে তলানিতে না রেখে তাঁদের বিষয়গুলো অগ্রাধিকারে থাকতে হবে। মনে রাখতে হবে, তাঁরা টাকা পাঠান বলেই দেশের অর্থনীতির সক্ষমতা তৈরি হয়েছে। তাঁরা কষ্ট করেন বলেই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখে। এতটা অবজ্ঞার চোখে না দেখে তাঁদের জন্য সংশ্লিষ্ট সবার আরও সংবেদনশীল হওয়া উচিত। তাঁদের টিকা সমস্যার সমাধান করে অবিলম্বে কর্মস্থলে ফেরার উদ্যোগ নিতে হবে।
ওরা পাসপোর্ট করবে, ভোগান্তি। ওরা ভিসা নেবে, জালিয়াতি। ওরা বিদেশে যাবে, টিকিট নেই। ওরা যেখানেই যাবে, দুর্ভোগ ওদের পিছু ছাড়ে না। ওরা প্রবাসী। বাংলাদেশের অর্থনীতি বাঁচিয়েরাখার শক্তি জোগায় ওরা। অথচ ওদের সমস্যাগুলোর সমাধান হয় না যথাসময়ে। এখন ওদের ভোগান্তি করোনার টিকা নিয়ে। বিদেশে যেতে প্রবাসীদের টিকা দেওয়া বাধ্যতামূলক। শুধু তা-ই নয়; টিকাও নির্দিষ্ট করে দিয়েছে কিছু কিছু দেশ। ফলে ওই টিকা নিয়ে নির্দিষ্ট সময়েই ফ্লাইট ধরতে হবে ওদের।
এই করোনাকালে যখন সব বন্ধ, অচল; তখন প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। নিজেরা খেয়ে না-খেয়ে সংকটের মধ্যেও পরিবারের কাছে টাকা পাঠিয়েছেন। তাঁরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে, কত রকমের শারীরিক, মানসিক নির্যাতন সহ্য করেও যা আয় করেন, তার প্রায় অধিকাংশ অর্থই দেশে পাঠিয়ে দেন। এই টাকায় দেশের অর্থনীতিতে গতিশীলতা বাড়ে। সরকার এই বৈদেশিক মুদ্রায় আমদানির খরচ মেটায়, মেগা প্রকল্পের সরঞ্জাম কেনে। কত কিছুই না হয় তাঁদের টাকায়।
প্রবাসীরা নিজেদের সবটুকু উজাড় করে দেন দেশের জন্য। অথচ সেবা পাওয়ার বেলায় তাঁরা থাকেন তলানিতে। করোনাকালে তাঁদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। করোনাকালে অনেকের ভিসা বাতিল হয়ে যায়, অনেক দেশ বাংলাদেশের কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করে। অনেকে বেকার হয়ে যান। এরপর আবারও তাঁরা জমিজমা বন্ধক রেখে ভাগ্যের খোঁজে বিদেশে যাওয়ার প্রচেষ্টা নিয়ে ভিসা সংগ্রহ করেন। এভাবে নিজেরা যখন সব প্রস্তুতি শেষ করে আনেন, তখনই নতুন নতুন বিপত্তিতে পড়েন তাঁরা। এখন ভুগছেন টিকা নিয়ে।
জানা যায়, নিবন্ধন করেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে পারছেন না তাঁরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী চার সপ্তাহ পর এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা থাকলেও তা মানছে না স্বাস্থ্য অধিদপ্তর। এতে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী। অনেকের ফ্লাইটের সময় কাছে এলেও মিলছে না টিকা। ফলে সময়মতো কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কায় আছেন তাঁরা। চার সপ্তাহের স্থলে আট সপ্তাহের কথা বলা হচ্ছে। তাঁরা নিয়মের দোহাই দিচ্ছেন। অথচ নিয়ম হচ্ছে, চার সপ্তাহের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটেই বলা আছে, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নেওয়ার সময় উল্লেখ করা হয়েছে ৪ থেকে ১২ সপ্তাহ। মানে, প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ হলেই দ্বিতীয় ডোজ নিতে কোনো ধরনের বাধা নেই। অথচ এই অজুহাতে চরম ভোগান্তির মুখে প্রবাসীরা। টিকা না পেলে আর তাঁদের বিদেশ যাওয়া বাতিল হলে এর ফল কী হবে?
তাঁরা আবারও বেকার হবেন, পরিবারের বোঝা হবেন। এই ভোগান্তির শেষ হওয়া উচিত। প্রবাসীদের সেবার দিক থেকে তলানিতে না রেখে তাঁদের বিষয়গুলো অগ্রাধিকারে থাকতে হবে। মনে রাখতে হবে, তাঁরা টাকা পাঠান বলেই দেশের অর্থনীতির সক্ষমতা তৈরি হয়েছে। তাঁরা কষ্ট করেন বলেই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখে। এতটা অবজ্ঞার চোখে না দেখে তাঁদের জন্য সংশ্লিষ্ট সবার আরও সংবেদনশীল হওয়া উচিত। তাঁদের টিকা সমস্যার সমাধান করে অবিলম্বে কর্মস্থলে ফেরার উদ্যোগ নিতে হবে।
তথ্যের অফুরন্ত ভান্ডার থাকা সত্ত্বেও আজ লেখাটির ইতি টানব। আশা করব, ভবিষ্যতে নতুন প্রজন্মের কেউ একজন আমার হাত থেকে রিলে রেসের ব্যাটনটি তুলে নেবেন এবং ইতিহাসের এই স্বল্প আলোকপাত করা বিষয়টি নিয়ে গভীর গবেষণা করবেন।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে বিজয় দিবস এক অনন্য দিন। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ৯ মাসের সব দিন সমান গুরুত্বপূর্ণ হলেও বিজয় দিবস সবচেয়ে বেশি গৌরবের। কেন জানি না, দিনটি তেমনভাবে উদ্যাপিত হয় না। তেমন আলোড়নও দেখি না, যা সত্যিকার অর্থে ছিল বিজয়ের প্রাপ্য। অথচ আমি এমন দুজন বিদেশির কথা জানি, যাঁরা আমার সঙ্গে...
৯ ঘণ্টা আগেবিজয়ের মাস ডিসেম্বরে প্রতিবছর উদ্যাপনের যেমন উদ্যোগ-আয়োজন দেখা যায়, এবার তেমন দেখা যায়নি। আমার কাছে অন্তত তা-ই মনে হয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পালাবদল কি সত্যি আমাদের চিন্তাচেতনায় বড় পরিবর্তন এনেছে? গণতন্ত্রের ঢং দেখিয়ে টানা ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠীকে পরাভূত করা নিশ্চয়ই গৌরবের। কিন্তু সে গৌরব কি...
৯ ঘণ্টা আগে১৯ ডিসেম্বর রাতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে এক মাতাল চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। আহত হন মেহেদী হাসান খান ও অমিত সাহা নামের বুয়েটের সিএসই বিভাগের আরও দুই শিক্ষার্থী। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিকেল কলেজ
৯ ঘণ্টা আগে