সম্পাদকীয়
‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে/কে কোথা ধরা পড়ে, কে জানে/গরব সব হায়, কখন টুটে যায়/সলিল বহে যায় নয়নে!’ স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে এই রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হওয়া মানুষের সংখ্যা কম নয়।
‘প্রেমের ফাঁদ’ কথাটা কে প্রথম উচ্চারণ করেছেন, কিংবা কে প্রথম প্রেমের ফাঁদে পড়েছেন, সেটা রীতিমতো একটি গবেষণার বিষয়। তবে প্রেমের ফাঁদ ছাড়াও ইদানীং আরও একটি ফাঁদের কথা ব্যাপকভাবে শোনা যাচ্ছে এবং এই ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়ে চোখের জলে ভাসছেন। এই ফাঁদের নাম ‘প্রতারণা’।
প্রতারণার ফাঁদে পড়াও নতুন কিছু নয়। তবে আজকাল প্রতারণার ফাঁদে ফেলে অনেকের টাকাকড়ি লুটে নেওয়ার খবর প্রায় প্রতিদিনই সংবাদপত্রে ছাপা হচ্ছে। করোনা মহামারি শুরু হলে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম নামের একজন প্রতারকের কথা জানা গিয়েছিল। ক্ষমতাসীন মহলে যোগাযোগের ভিত্তিতে সাহেদ একটি লুটপাটের বৃত্ত গড়ে তুলেছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ডা. আবুল কালাম আজাদ একটি দুর্নীতির মামলায় সাহেদের সঙ্গে অভিযুক্ত হয়ে আদালতে জামিন নিতে গেলে বিচারক তাঁকে বলেন, ‘সাহেদের সঙ্গে আপনার এত মহব্বত কীভাবে হয়েছিল?’
মহব্বত কার সঙ্গে কখন কীভাবে হয়, তা বলা কঠিন। তবে সব মহব্বতের পরিণতি এক হয় না। কোনোটার পরিণতি মধুর, কোনোটার বেদনাঘন। ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা’ বলে একটি কথা আছে। প্রতারণার বেলায়ও তা-ই। যারা ধরা পড়ে না, তারা সুখে থাকে আর যারা ধরা খায়, তাদের জীবন হয়ে ওঠে বেদনাময়।
আমাদের দেশকে বলা হয় জোয়ার-ভাটার দেশ। একেক সময় একেকটা বিষয়ে জোয়ার আসে। পরে আবার ভাটার টান। এখন মনে হয় প্রতারকদের জন্য ভাটার সময় চলছে। প্রতারণার অভিযোগে অনেকগুলো ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক-মোক্তারকে গ্রেপ্তার হতে হয়েছে। তাঁরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে শত শত মানুষকে পথে বসিয়ে জেলে বসে আরাম করছেন। আবার নতুন কৌশলের ফন্দি আঁটছেন। কিন্তু যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা টাকা ফেরত পাবেন–সে আশা কম।
বাণিজ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ই-কমার্সের গ্রাহকদের ক্ষতির দায় সরকার নেবে না। বিষয়টা এমন যে তাঁরা লোভে পড়ে প্রতারক প্রতিষ্ঠানের ফাঁদে পা দিয়েছেন, তাই তাঁদের পা মচকাবেই।
প্রতারণার অভিযোগে আরজে নীরব গ্রেপ্তার হওয়ার পরদিন গ্রেপ্তার হয়েছেন ভুয়া সচিব পরিচয় দিয়ে বিপুল সম্পদের মালিক হওয়া প্রতারক আব্দুল কাদের। এসএসসি পাস না-করা এই ব্যক্তি মাসে ৫ লাখ টাকা ভাড়ায় গুলশানে আলিশান অফিস খুলে বসে অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিয়ে মানুষ ঠকানোর ব্যবসায় নেমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।
প্রতারকদের কেউ কেউ ধরা পড়ছেন। এতে কি বন্ধ হবে প্রতারণার ফাঁদ পাতা? প্রতারকদের কৌশলের ফাঁদে না পড়ার মতো সচেতনতা কি মানুষের মধ্যে গড়ে উঠবে?
‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে/কে কোথা ধরা পড়ে, কে জানে/গরব সব হায়, কখন টুটে যায়/সলিল বহে যায় নয়নে!’ স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে এই রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হওয়া মানুষের সংখ্যা কম নয়।
‘প্রেমের ফাঁদ’ কথাটা কে প্রথম উচ্চারণ করেছেন, কিংবা কে প্রথম প্রেমের ফাঁদে পড়েছেন, সেটা রীতিমতো একটি গবেষণার বিষয়। তবে প্রেমের ফাঁদ ছাড়াও ইদানীং আরও একটি ফাঁদের কথা ব্যাপকভাবে শোনা যাচ্ছে এবং এই ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়ে চোখের জলে ভাসছেন। এই ফাঁদের নাম ‘প্রতারণা’।
প্রতারণার ফাঁদে পড়াও নতুন কিছু নয়। তবে আজকাল প্রতারণার ফাঁদে ফেলে অনেকের টাকাকড়ি লুটে নেওয়ার খবর প্রায় প্রতিদিনই সংবাদপত্রে ছাপা হচ্ছে। করোনা মহামারি শুরু হলে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম নামের একজন প্রতারকের কথা জানা গিয়েছিল। ক্ষমতাসীন মহলে যোগাযোগের ভিত্তিতে সাহেদ একটি লুটপাটের বৃত্ত গড়ে তুলেছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ডা. আবুল কালাম আজাদ একটি দুর্নীতির মামলায় সাহেদের সঙ্গে অভিযুক্ত হয়ে আদালতে জামিন নিতে গেলে বিচারক তাঁকে বলেন, ‘সাহেদের সঙ্গে আপনার এত মহব্বত কীভাবে হয়েছিল?’
মহব্বত কার সঙ্গে কখন কীভাবে হয়, তা বলা কঠিন। তবে সব মহব্বতের পরিণতি এক হয় না। কোনোটার পরিণতি মধুর, কোনোটার বেদনাঘন। ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা’ বলে একটি কথা আছে। প্রতারণার বেলায়ও তা-ই। যারা ধরা পড়ে না, তারা সুখে থাকে আর যারা ধরা খায়, তাদের জীবন হয়ে ওঠে বেদনাময়।
আমাদের দেশকে বলা হয় জোয়ার-ভাটার দেশ। একেক সময় একেকটা বিষয়ে জোয়ার আসে। পরে আবার ভাটার টান। এখন মনে হয় প্রতারকদের জন্য ভাটার সময় চলছে। প্রতারণার অভিযোগে অনেকগুলো ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক-মোক্তারকে গ্রেপ্তার হতে হয়েছে। তাঁরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে শত শত মানুষকে পথে বসিয়ে জেলে বসে আরাম করছেন। আবার নতুন কৌশলের ফন্দি আঁটছেন। কিন্তু যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা টাকা ফেরত পাবেন–সে আশা কম।
বাণিজ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ই-কমার্সের গ্রাহকদের ক্ষতির দায় সরকার নেবে না। বিষয়টা এমন যে তাঁরা লোভে পড়ে প্রতারক প্রতিষ্ঠানের ফাঁদে পা দিয়েছেন, তাই তাঁদের পা মচকাবেই।
প্রতারণার অভিযোগে আরজে নীরব গ্রেপ্তার হওয়ার পরদিন গ্রেপ্তার হয়েছেন ভুয়া সচিব পরিচয় দিয়ে বিপুল সম্পদের মালিক হওয়া প্রতারক আব্দুল কাদের। এসএসসি পাস না-করা এই ব্যক্তি মাসে ৫ লাখ টাকা ভাড়ায় গুলশানে আলিশান অফিস খুলে বসে অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিয়ে মানুষ ঠকানোর ব্যবসায় নেমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।
প্রতারকদের কেউ কেউ ধরা পড়ছেন। এতে কি বন্ধ হবে প্রতারণার ফাঁদ পাতা? প্রতারকদের কৌশলের ফাঁদে না পড়ার মতো সচেতনতা কি মানুষের মধ্যে গড়ে উঠবে?
তথ্যের অফুরন্ত ভান্ডার থাকা সত্ত্বেও আজ লেখাটির ইতি টানব। আশা করব, ভবিষ্যতে নতুন প্রজন্মের কেউ একজন আমার হাত থেকে রিলে রেসের ব্যাটনটি তুলে নেবেন এবং ইতিহাসের এই স্বল্প আলোকপাত করা বিষয়টি নিয়ে গভীর গবেষণা করবেন।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে বিজয় দিবস এক অনন্য দিন। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ৯ মাসের সব দিন সমান গুরুত্বপূর্ণ হলেও বিজয় দিবস সবচেয়ে বেশি গৌরবের। কেন জানি না, দিনটি তেমনভাবে উদ্যাপিত হয় না। তেমন আলোড়নও দেখি না, যা সত্যিকার অর্থে ছিল বিজয়ের প্রাপ্য। অথচ আমি এমন দুজন বিদেশির কথা জানি, যাঁরা আমার সঙ্গে...
৪ ঘণ্টা আগেবিজয়ের মাস ডিসেম্বরে প্রতিবছর উদ্যাপনের যেমন উদ্যোগ-আয়োজন দেখা যায়, এবার তেমন দেখা যায়নি। আমার কাছে অন্তত তা-ই মনে হয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পালাবদল কি সত্যি আমাদের চিন্তাচেতনায় বড় পরিবর্তন এনেছে? গণতন্ত্রের ঢং দেখিয়ে টানা ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠীকে পরাভূত করা নিশ্চয়ই গৌরবের। কিন্তু সে গৌরব কি...
৪ ঘণ্টা আগে১৯ ডিসেম্বর রাতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে এক মাতাল চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। আহত হন মেহেদী হাসান খান ও অমিত সাহা নামের বুয়েটের সিএসই বিভাগের আরও দুই শিক্ষার্থী। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিকেল কলেজ
৪ ঘণ্টা আগে