Ajker Patrika

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ২২: ২৫
দক্ষিণ আফ্রিকার উইকেট নেওয়ার পর এভাবেই উল্লাস করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ৫০ রানে জিতে কিউইরা উঠে গেল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। ছবি: এএফপি
দক্ষিণ আফ্রিকার উইকেট নেওয়ার পর এভাবেই উল্লাস করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ৫০ রানে জিতে কিউইরা উঠে গেল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। ছবি: এএফপি

লাহোরে গতকাল চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দাপট দেখিয়ে খেলেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬২ রান করেছে। যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান। জবাব দিতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১২ রানে আটকে যায় প্রোটিয়ারা। ৫০ রানে জিতে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড। ৯ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে কিউইরা।চলুন ছবিতে ছবিতে দেখে নেই দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে কী কী ঘটেছে।

ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরির পর কেন উইলিয়ামসন। আইসিসির ওয়ানডে ইভেন্টে এটা তাঁর চতুর্থ সেঞ্চুরি। কিউই এই ব্যাটার দ্বিতীয় উইকেটে উইলিয়ামসন ও রাচীন রবীন্দ্রর সঙ্গে ১৬৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। ছবি: এএফপি
ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরির পর কেন উইলিয়ামসন। আইসিসির ওয়ানডে ইভেন্টে এটা তাঁর চতুর্থ সেঞ্চুরি। কিউই এই ব্যাটার দ্বিতীয় উইকেটে উইলিয়ামসন ও রাচীন রবীন্দ্রর সঙ্গে ১৬৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। ছবি: এএফপি
আইসিসি ইভেন্টে রাচীন রবীন্দ্র জ্বলে ওঠেন বারুদের মতো। ওয়ানডের পাঁচ সেঞ্চুরির পাঁচটিই করেছেন আইসিসির ওয়ানডে ইভেন্টে। ১০১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ রানের ইনিংসের পাশাপাশি বোলিং, ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তাঁর হাতে। ছবি: এএফপি
আইসিসি ইভেন্টে রাচীন রবীন্দ্র জ্বলে ওঠেন বারুদের মতো। ওয়ানডের পাঁচ সেঞ্চুরির পাঁচটিই করেছেন আইসিসির ওয়ানডে ইভেন্টে। ১০১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ রানের ইনিংসের পাশাপাশি বোলিং, ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তাঁর হাতে। ছবি: এএফপি
নিউজিল্যান্ডের ফিল্ডিং বরাবরই দুর্দান্ত। লাহোরে গতকাল লং অন থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরার পর চোটও পেয়েছেন ম্যাট হেনরি। তাঁর এই ক্যাচেই দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার হাইনরিখ ক্লাসেন দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। ছবি: এএফপি
নিউজিল্যান্ডের ফিল্ডিং বরাবরই দুর্দান্ত। লাহোরে গতকাল লং অন থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরার পর চোটও পেয়েছেন ম্যাট হেনরি। তাঁর এই ক্যাচেই দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার হাইনরিখ ক্লাসেন দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। ছবি: এএফপি
৬৭ বলে সেঞ্চুরি করেছেন ডেভিড মিলার। ওয়ানডেতে এটা তাঁর সপ্তম সেঞ্চুরি। তবে দল হারায় তিন অঙ্ক ছোঁয়ার পরও তাই হাসি নেই দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটারের মুখে। ছবি: এএফপি
৬৭ বলে সেঞ্চুরি করেছেন ডেভিড মিলার। ওয়ানডেতে এটা তাঁর সপ্তম সেঞ্চুরি। তবে দল হারায় তিন অঙ্ক ছোঁয়ার পরও তাই হাসি নেই দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটারের মুখে। ছবি: এএফপি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত