আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগ দাবি নুরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ২১: ৩৭
Thumbnail image
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল গেটে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শেষে এই দাবি তোলেন তিনি।

গণঅধিকার পরিষদের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রেজা কিবরিয়া অংশের দায়ের করা রিটের শুনানিতে আইনজীবী হিসেবে তাজুল ইসলামের অংশগ্রহণের প্রতিবাদে এ দাবি তোলা হয়।

এদিকে নুরুল হক নুর এবং তাঁর দলীয় কর্মীদের ওই বিক্ষোভকে অনাকাঙ্ক্ষিত এবং ষড়যন্ত্র উল্লেখ করে ক্ষমা চাইতে বলা হয়েছে প্রসিকিউশন থেকে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই হঠকারী কার্যক্রম জুলাই-আগস্ট গণহত্যার ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রভাবিত এবং বাধাগ্রস্ত করার শামিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে নুরুল হক নুর এবং তাঁর দলীয় কর্মীদের এই বেআইনি ও ষড়যন্ত্রমূলক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে নুরুল হক নুর তাঁর অসত্য ও দুরভিসন্ধিমূলক বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নুরুল হক নুর বলেন, ‘গণঅধিকার পরিষদ (জিওপি) একটি নিবন্ধিত রাজনৈতিক দল। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়া এবং ড. রেজা কিবরিয়া দল থেকে অপসৃত হওয়ার কারণে একই নামে নিবন্ধন পাওয়ার জন্য তিনি হাইকোর্টে একটি রিট করেছেন। অথচ নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা আছে, গণঅধিকার পরিষদের কাউন্সিল বৈধ। সে কারণেই আমরা নিবন্ধন পেয়েছি। কিন্তু একই নাম বা কাছাকাছি নামে নিবন্ধন পেতে ১০-১২ জনের একটি গ্রুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখন রেজা কিবরিয়া নিজেও এই গ্রুপের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।’

নুর আরও বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ পাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ষড়যন্ত্রকারীদের পক্ষ নিয়ে তাদের নিবন্ধন পাইয়ে দিতে আইনজীবী হিসেবে শুনানি করেছেন। তিনি বিচারকার্যকে প্রভাবিত করতে সরকারি পদকে ব্যবহার করছেন। সরকারি পদে থেকে আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি আইনজীবী হতে পারেন না।’ ষড়যন্ত্রকারীদের আইনজীবী হিসেবে রিট শুনানি করতে হলে তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করার দাবি তোলেন নুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত