Ajker Patrika

ভূমিহীন আন্দোলনের ৯ দফা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০০: ১৭
ভূমিহীন আন্দোলনের ৯ দফা প্রস্তাব

রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ৯ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। ‘বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান: কৃষি, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নাসির। 

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 

৯ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে— কৃষি, কৃষক এবং ভূমিহীনদের সমস্যা সমাধানের লক্ষ্যে ভূমিহীন প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে পৃথক কমিশন গঠন। ভূমি সংস্কার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং প্রকৃতি বান্ধব আধুনিক কৃষি পদ্ধতি প্রচলনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। খাসজমি যথাযথভাবে চিহ্নিত করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বণ্টন। 

খাল-বিল-জলাশয় অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত ভূমিহীন জেলে-কৃষকদের মধ্যে বরাদ্দ দেওয়া। হাউজিং ও রিয়েল এস্টেট ব্যবসার নামে দরিদ্র এবং নিরীহ জমির মালিকদের জমি দখল, নামমাত্র দামে বিক্রয়ে বাধ্য করেছে এমন জবর–দখলকারীদের বিচারের ব্যবস্থা করা। তিন ফসলি জমি অধিগ্রহণ বন্ধ করা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত