নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির (রওশনপন্থী) সম্মেলন আগামী ২ মার্চ থেকে এক সপ্তাহ পিছিয়ে ৯ মার্চ করার সিদ্ধান্ত জানিয়েছেন দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।
আজ শনিবার দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসভবনে প্রেসিডিয়ামের এক জরুরি বৈঠক শেষে এ কথা জানান তিনি।
রওশন এরশাদ বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ২ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। কিন্তু পবিত্র মাহে রমজানের পূর্বে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনে সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ মার্চ (শনিবার) জাতীয় পাটির দশম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করেছি।’
রওশন আরও বলেন, ‘যে দলের লাখ লাখ নেতা-কর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনো সরকার পরিচালনার স্বপ্ন দেখছে, সেই দলটির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। পল্লিবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। পার্টি থেকে পল্লিবন্ধুর নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে।’
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব কাজী মামুনুর রশীদ জানান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মেলন অনুষ্ঠিত করার প্রস্তুতি চলছে। সবার অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউন্সিল সবার জন্য উন্মুক্ত। আমরা সবাইকেই আহ্বান জানাচ্ছি, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। নির্দিষ্ট সময়ে কাউন্সিলে সবাইকে আপনারা দেখতে পাবেন।’
জাতীয় পার্টির (রওশনপন্থী) সম্মেলন আগামী ২ মার্চ থেকে এক সপ্তাহ পিছিয়ে ৯ মার্চ করার সিদ্ধান্ত জানিয়েছেন দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।
আজ শনিবার দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসভবনে প্রেসিডিয়ামের এক জরুরি বৈঠক শেষে এ কথা জানান তিনি।
রওশন এরশাদ বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ২ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। কিন্তু পবিত্র মাহে রমজানের পূর্বে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনে সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ মার্চ (শনিবার) জাতীয় পাটির দশম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করেছি।’
রওশন আরও বলেন, ‘যে দলের লাখ লাখ নেতা-কর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনো সরকার পরিচালনার স্বপ্ন দেখছে, সেই দলটির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। পল্লিবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। পার্টি থেকে পল্লিবন্ধুর নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে।’
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব কাজী মামুনুর রশীদ জানান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মেলন অনুষ্ঠিত করার প্রস্তুতি চলছে। সবার অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউন্সিল সবার জন্য উন্মুক্ত। আমরা সবাইকেই আহ্বান জানাচ্ছি, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। নির্দিষ্ট সময়ে কাউন্সিলে সবাইকে আপনারা দেখতে পাবেন।’
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৭ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৯ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
২ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে