ঝিনাইদহ প্রতিনিধি
ছাত্র উপদেষ্টাদের সরকারে রেখে দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শনিবার দুপুরে ঝিনাইদহে দলের জেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ বলেন, ‘সরকার, বিভিন্ন অফিস, ডিসি অফিসসহ নানা স্থানে ছাত্র উপদেষ্টা রয়েছেন। বৈষম্যবিরোধী বা এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) অথবা অন্যরা যদি এখন সরকারে থাকে, তাহলে দেশে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। যদি আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান, তাহলে আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান ও রিজওয়ানা হাসান আওয়ামী লীগের তিনজন ডামি এমপিকে সরাসরি হস্তক্ষেপ করে নিম্ন আদালত থেকে জামিন করিয়েছেন। উপদেষ্টারা যদি আওয়ামী লীগের এমপিদের আশ্রয়-প্রশ্রয় দেন, তাহলে কীভাবে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? এমন করলে জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে।’
রাশেদ আরও বলেন, ‘এর আগে আমরা দাবি জানিয়েছি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে, প্রকাশ্যে বিচার করতে হবে। শুধু শেখ হাসিনা নয়, তার সাঙ্গপাঙ্গসহ সব অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে হবে, বিচার করতে হবে। এ বিষয়ে সরকারকে কূটনৈতিক পদক্ষেপ বাড়াতে হবে। প্রধান উপদেষ্টা সেই তৎপরতা বাড়িয়েছেন। কিন্তু তাঁর আশপাশে যাঁরা রয়েছেন, তাঁরা কী ভূমিকা রাখবেন, সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, সদর উপজেলা সভাপতি হালিম পারভেজ, যুব অধিকার পরিষদের সভাপতি রাকিবুল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহাফুজুর রহমান প্রমুখ।
ছাত্র উপদেষ্টাদের সরকারে রেখে দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শনিবার দুপুরে ঝিনাইদহে দলের জেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ বলেন, ‘সরকার, বিভিন্ন অফিস, ডিসি অফিসসহ নানা স্থানে ছাত্র উপদেষ্টা রয়েছেন। বৈষম্যবিরোধী বা এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) অথবা অন্যরা যদি এখন সরকারে থাকে, তাহলে দেশে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। যদি আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান, তাহলে আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান ও রিজওয়ানা হাসান আওয়ামী লীগের তিনজন ডামি এমপিকে সরাসরি হস্তক্ষেপ করে নিম্ন আদালত থেকে জামিন করিয়েছেন। উপদেষ্টারা যদি আওয়ামী লীগের এমপিদের আশ্রয়-প্রশ্রয় দেন, তাহলে কীভাবে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? এমন করলে জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে।’
রাশেদ আরও বলেন, ‘এর আগে আমরা দাবি জানিয়েছি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে, প্রকাশ্যে বিচার করতে হবে। শুধু শেখ হাসিনা নয়, তার সাঙ্গপাঙ্গসহ সব অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে হবে, বিচার করতে হবে। এ বিষয়ে সরকারকে কূটনৈতিক পদক্ষেপ বাড়াতে হবে। প্রধান উপদেষ্টা সেই তৎপরতা বাড়িয়েছেন। কিন্তু তাঁর আশপাশে যাঁরা রয়েছেন, তাঁরা কী ভূমিকা রাখবেন, সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, সদর উপজেলা সভাপতি হালিম পারভেজ, যুব অধিকার পরিষদের সভাপতি রাকিবুল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহাফুজুর রহমান প্রমুখ।
বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা ও উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এমনটা বলেছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান...
২ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আজ সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১৮ ঘণ্টা আগেড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ বৃদ্ধির চেয়ে চলমান প্রচারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে।’
২ দিন আগেসংস্কার কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা সম্ভব, তা করা উচিত। বাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবে। এটাই হওয়া উচিত।
২ দিন আগে