নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কাউন্সিল অধিবেশন এবং ২৪ ও ২৫ ডিসেম্বর পার্টির চেয়ারম্যান নির্বাচনের তারিখসহ কাউন্সিল ও ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
রাজধানীর বিজয়নগরের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ রোববার এই ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু জানান, ২০২০ সালে দলটির যাত্রা শুরু হলেও ফ্যাসিবাদী সরকারের নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণসহ নানা কারণে দলটির কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।’
পার্টির অন্যতম উপদেষ্টা এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, ‘পতিত স্বৈরাচার সরকারের সময়ে আমরা দেশের প্রয়োজনে কাউন্সিল করার সুযোগ পাইনি। স্বৈরাচার পতনের পর এখন একটু সুষ্ঠু, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে আমরা একটি কাউন্সিলের মাধ্যমে পার্টির যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবে ইনশা আল্লাহ।’
নির্বাচনী তফসিল ঘোষণা করে ব্যারিস্টার যোবায়ের জানান, ৭ থেকে ১২ ডিসেম্বর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৪-২৫ ডিসেম্বর ভোট গ্রহণ এবং ২৮ ডিসেম্বর ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে।
ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের (এনইসি) নির্বাচনের শিডিউল ঘোষণা করে তিনি বলেন, ৫-১০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ১১-১২ ডিসেম্বর যাচাই বাছাই, ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৪ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৯-২০ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২১ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে। সাধারণ সম্পাদক নির্বাচনের সিডিউল ঘোষণা করে তিনি বলেন, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ২৪ ডিসেম্বর প্রত্যাহার, ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, অভ্যন্তরীণ নির্বাচন পরিচলনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও অন্যতম নির্বাচন কমিশনার বিচারপতি আকতারুল আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কাউন্সিল অধিবেশন এবং ২৪ ও ২৫ ডিসেম্বর পার্টির চেয়ারম্যান নির্বাচনের তারিখসহ কাউন্সিল ও ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
রাজধানীর বিজয়নগরের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ রোববার এই ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু জানান, ২০২০ সালে দলটির যাত্রা শুরু হলেও ফ্যাসিবাদী সরকারের নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণসহ নানা কারণে দলটির কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।’
পার্টির অন্যতম উপদেষ্টা এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, ‘পতিত স্বৈরাচার সরকারের সময়ে আমরা দেশের প্রয়োজনে কাউন্সিল করার সুযোগ পাইনি। স্বৈরাচার পতনের পর এখন একটু সুষ্ঠু, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে আমরা একটি কাউন্সিলের মাধ্যমে পার্টির যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবে ইনশা আল্লাহ।’
নির্বাচনী তফসিল ঘোষণা করে ব্যারিস্টার যোবায়ের জানান, ৭ থেকে ১২ ডিসেম্বর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৪-২৫ ডিসেম্বর ভোট গ্রহণ এবং ২৮ ডিসেম্বর ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে।
ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের (এনইসি) নির্বাচনের শিডিউল ঘোষণা করে তিনি বলেন, ৫-১০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ১১-১২ ডিসেম্বর যাচাই বাছাই, ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৪ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৯-২০ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২১ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে। সাধারণ সম্পাদক নির্বাচনের সিডিউল ঘোষণা করে তিনি বলেন, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ২৪ ডিসেম্বর প্রত্যাহার, ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, অভ্যন্তরীণ নির্বাচন পরিচলনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও অন্যতম নির্বাচন কমিশনার বিচারপতি আকতারুল আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের গ্ৰাফিতি মুছে ফেলেছে একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর তাঁরা ঘটনাস্থলে যায়। পরে গ্রা
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। এসব কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারে সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপির। বি
১৫ ঘণ্টা আগেযুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী দু-এক দিনের মধ্যেই তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন
১৬ ঘণ্টা আগেনিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবিতে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কাল শনিবার বেলা ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার অভি
১৮ ঘণ্টা আগে