নারায়ণগঞ্জ প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সংস্কারের জন্য এই সংলাপ চলছে। সংলাপে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। চলমান এই সংলাপে জাতীয় পার্টিকে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।
সোমবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের দশ পাইপ এলাকায় মহানগর কমিটি ঘোষণা অনুষ্ঠানে এই বার্তা দেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
এদিন মহানগর গণ অধিকার পরিষদের ৪৪ সদস্যের কমিটি ঘোষণা দেন রাশেদ।
রাশেদ খান জাতীয় পার্টিকে ‘জাতীয় কুলাঙ্গার পার্টি’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ যে দোষে দোষী, জাতীয় পার্টিও সেই একই দোষ দোষী। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে তাহলে জাতীয় পার্টিও রাজনীতি করতে পারবে না। চৌদ্দ দলে যারা ছিল তারা সবাই আওয়ামী লীগের দোসর। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে রাজনীতি করতে পারবে না।
এ সময় রাশেদ খান ২০১৪ সাল থেকে যে ‘ডামি নির্বাচন’ হয়েছে এবং সেগুলোতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর নামে ইতিমধ্যে মামলা হয়েছে। কিন্তু এই সরকার তাঁদের গ্রেপ্তার করছে না। বরং তাঁদের সংলাপে ডাকছে। মামলা হওয়ার পরও কীভাবে জিএম কাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন আমরা সেটি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই।
রাশেদ খান বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা চাই না আওয়ামী লীগ ও তার দোসরেরা নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি সেটা করে তাহলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। দোসরদের রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না। আমরা চাই না এই পাচারকারী এবং গণহত্যাকারীরা আবার সংসদে পুনর্বাসিত হোক। সুতরাং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে না বলতে হবে। তারুণ্যের শক্তিকে হ্যাঁ বলতে হবে।’
অনুষ্ঠানে আরিফ ভূইয়াকে সভাপতি, রুহুল আমিনকে (রাহুল) সাধারণ সম্পাদক ও রাকিব মাহমুদ কালামকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা করা হয়।
অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সংস্কারের জন্য এই সংলাপ চলছে। সংলাপে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। চলমান এই সংলাপে জাতীয় পার্টিকে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।
সোমবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের দশ পাইপ এলাকায় মহানগর কমিটি ঘোষণা অনুষ্ঠানে এই বার্তা দেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
এদিন মহানগর গণ অধিকার পরিষদের ৪৪ সদস্যের কমিটি ঘোষণা দেন রাশেদ।
রাশেদ খান জাতীয় পার্টিকে ‘জাতীয় কুলাঙ্গার পার্টি’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ যে দোষে দোষী, জাতীয় পার্টিও সেই একই দোষ দোষী। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে তাহলে জাতীয় পার্টিও রাজনীতি করতে পারবে না। চৌদ্দ দলে যারা ছিল তারা সবাই আওয়ামী লীগের দোসর। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে রাজনীতি করতে পারবে না।
এ সময় রাশেদ খান ২০১৪ সাল থেকে যে ‘ডামি নির্বাচন’ হয়েছে এবং সেগুলোতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর নামে ইতিমধ্যে মামলা হয়েছে। কিন্তু এই সরকার তাঁদের গ্রেপ্তার করছে না। বরং তাঁদের সংলাপে ডাকছে। মামলা হওয়ার পরও কীভাবে জিএম কাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন আমরা সেটি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই।
রাশেদ খান বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা চাই না আওয়ামী লীগ ও তার দোসরেরা নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি সেটা করে তাহলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। দোসরদের রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না। আমরা চাই না এই পাচারকারী এবং গণহত্যাকারীরা আবার সংসদে পুনর্বাসিত হোক। সুতরাং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে না বলতে হবে। তারুণ্যের শক্তিকে হ্যাঁ বলতে হবে।’
অনুষ্ঠানে আরিফ ভূইয়াকে সভাপতি, রুহুল আমিনকে (রাহুল) সাধারণ সম্পাদক ও রাকিব মাহমুদ কালামকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষ ‘খুব ভালোবাসে ও সম্মান দেয়’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর উদ্দেশে বলেছেন, ‘একটাই অনুরোধ করব, আপনার জায়গাটা কোনোভাবে নষ্ট যেন না হয়, সেদিকে সজাগ থাকবেন।’
২ ঘণ্টা আগেদেশের জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
৩ ঘণ্টা আগেন্যাশনাল পিপলস পার্টির ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
৭ ঘণ্টা আগেআওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের বেঞ্চ এসব মামলা বাতিল
৮ ঘণ্টা আগে