জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ মে ২০২৪, ১৮: ১৯

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একাংশের উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

‘গণতন্ত্র প্রতিষ্ঠা স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শফিউল আলম প্রধানের ভূমিকা’-শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মির্জা ফখরুল বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্যাংশনে অনেকে খুশি হয়েছে। কিন্তু এটা আরেকটা বিভ্রান্তি করা। র‍্যাবের ওপরও এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাতে তাদের কিছুই হয়নি। তাতে তাদের অপকর্ম থামেনি। 

এ সময় বিদেশি শক্তির ওপর ভরসা না করার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আমার ঘর যদি নিজে সামলাতে না পারি, কেউ এসে সামলে দেবে না। নিজেদের শক্তি নিয়ে এদের পরাজিত করতে হবে।’ 

চলমান উপজেলা নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, উপজেলা নির্বাচন হচ্ছে। দেখেছেন তো তাঁরা নিজেরা কীভাবে লড়াই করছে, কীভাবে ভোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভোটের সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রভাবিত করছে। এরপরও ভোটকেন্দ্রে ভোটার আসছে না। 

তিনি আরও বলেন, এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে কোনো লাভ নেই। যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, সেই নির্বাচনের মাধ্যমে শাসকগোষ্ঠীরা ক্ষমতাকে আরও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে গিয়ে কী লাভ? 

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে। এটা তাদের সুকৌশল। গণতন্ত্রের আলখাল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে, এটা কোনো নির্বাচন হচ্ছে না। গত ১৫ বছরে যে অপকর্ম করেছে, সেই ভয়ে তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায়। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে, তাতেও জনগণের সায় নেই। প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না। 

সরকার উৎখাত নয় বরং সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বিএনপি জানিয়ে ফখরুল বলেন, ‘অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা নাকি উৎখাত করতে চাই। আমরা বারবার বলেছি, একটা সুষ্ঠু নির্বাচন চাই। ভোটের অধিকার চাই।’ 

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? ভয় এ জন্যে যে তারা গত ১৫-১৬ বছরে যে অপকর্মগুলো করেছে সেগুলোর পর সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থন খুঁজে পাবে না। 

জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির চেয়ারম্যান আবু তাহের, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত