Ajker Patrika

‘নির্বাচন সঠিক না হলেও’ সংসদে বিরোধী দল হতে চায় জাপা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৪: ৫২
‘নির্বাচন সঠিক না হলেও’ সংসদে বিরোধী দল হতে চায় জাপা 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জি এম কাদের। তবে তিনিই আবার জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালনের ইচ্ছা ব্যক্ত করেছেন। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণের পর তিনি এসব কথা বলেন। 

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি ঠিক জানি না, নিয়মটা কী। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী। যেটা জনগণের ভালো হয়, সেটিই আমরা করতে চাই।’ তিনি আরও বলেন, ‘সংসদে আসার অনুভূতি সব সময়ই ভালো। সেদিক দিয়ে বলতে গেলে, আবার সংসদে এলাম, সেটা আনন্দের বিষয়।’ 

পার্টি অফিসে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে, সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।’ 

এবারের সংসদে কম আসন পাওয়া প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘সব সময় সবকিছু এক রকম হয় না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের নেতা-কর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে, সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিল। নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি, সেটি এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত