নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি স্বাধীনতা বিরোধী শক্তি উঠেপড়ে লেগেছে বলে সংসদে মন্তব্য করেছেন সরকার দলীয় একাধিক সংসদ সদস্য। তাঁরা বলেছেন, বাংলাদেশকে চাপ দিয়ে লাভ নেই। বাংলাদেশ এখন বন্ধুহীন নয়। বিশ্ব রাজনীতিতে এখন বাংলাদেশকে প্রয়োজন। বাংলাদেশের নির্বাচন নিয়ে কারও উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।
রোববার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন।
সরকারি দলের সংসদ সদস্য এবি তাজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে, দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠায়। দেশের শান্তি রক্ষায় বাংলাদেশ নিজেরাই যথেষ্ট। কেউ নির্বাচন নিয়ে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।’
সরকারি দলের সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, ‘দেশি–বিদেশি স্বাধীনতা–বিরোধী শক্তি উঠেপড়ে লেগেছে। বিশ্ব রাজনীতিতে এখন বাংলাদেশকে প্রয়োজন। বাংলাদেশকে চাপ দিয়ে লাভ নেই। বাংলাদেশ এখন বন্ধুহীন নয়।’
বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘১৯৭০ সালের নির্বাচন কি ভালো ছিল না? তাদের উপদেশ শুনতে হবে! যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সামরিক শাসন জারি করা হয়, হাজার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়, তখন তারা মানবাধিকারের কথা বলেনি। এখন তারা নাকি গণতন্ত্রের জন্য ব্যস্ত।’
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি স্বাধীনতা বিরোধী শক্তি উঠেপড়ে লেগেছে বলে সংসদে মন্তব্য করেছেন সরকার দলীয় একাধিক সংসদ সদস্য। তাঁরা বলেছেন, বাংলাদেশকে চাপ দিয়ে লাভ নেই। বাংলাদেশ এখন বন্ধুহীন নয়। বিশ্ব রাজনীতিতে এখন বাংলাদেশকে প্রয়োজন। বাংলাদেশের নির্বাচন নিয়ে কারও উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।
রোববার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন।
সরকারি দলের সংসদ সদস্য এবি তাজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে, দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠায়। দেশের শান্তি রক্ষায় বাংলাদেশ নিজেরাই যথেষ্ট। কেউ নির্বাচন নিয়ে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।’
সরকারি দলের সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, ‘দেশি–বিদেশি স্বাধীনতা–বিরোধী শক্তি উঠেপড়ে লেগেছে। বিশ্ব রাজনীতিতে এখন বাংলাদেশকে প্রয়োজন। বাংলাদেশকে চাপ দিয়ে লাভ নেই। বাংলাদেশ এখন বন্ধুহীন নয়।’
বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘১৯৭০ সালের নির্বাচন কি ভালো ছিল না? তাদের উপদেশ শুনতে হবে! যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সামরিক শাসন জারি করা হয়, হাজার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়, তখন তারা মানবাধিকারের কথা বলেনি। এখন তারা নাকি গণতন্ত্রের জন্য ব্যস্ত।’
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৪ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৬ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে