নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুম হয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধান চেয়ে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জনগণের আদালতে তাঁদের বিচার হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপির মানবাধিকার সেল এই মানববন্ধনের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'খুঁজে বের করুন তাঁদের। তাঁদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদের দিতে হবে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদের জবাব দিতে হবে। জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে।'
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এই সরকার ক্ষমতায় আসার পর গুম শব্দটি চালু হয়েছে। যারাই প্রতিবাদ করেছে, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছে, তাঁদেরই গুম করে দেওয়া হয়েছে। সরকারের কাছে এ বিষয়ে জানালে তাঁরা বলেছে, তাঁরা কিছু জানে না। বুলেট, পিস্তল আর রাইফেল দিয়ে তাঁরা মানুষের কণ্ঠকে স্তব্ধ করতে চায়। গুমের মত অপরাধ করে তারা যে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সেটা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
গুমের সংস্কৃতি বন্ধে এই সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, গুমের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তাঁদের রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে।
গুম হয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধান চেয়ে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জনগণের আদালতে তাঁদের বিচার হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপির মানবাধিকার সেল এই মানববন্ধনের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'খুঁজে বের করুন তাঁদের। তাঁদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদের দিতে হবে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদের জবাব দিতে হবে। জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে।'
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এই সরকার ক্ষমতায় আসার পর গুম শব্দটি চালু হয়েছে। যারাই প্রতিবাদ করেছে, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছে, তাঁদেরই গুম করে দেওয়া হয়েছে। সরকারের কাছে এ বিষয়ে জানালে তাঁরা বলেছে, তাঁরা কিছু জানে না। বুলেট, পিস্তল আর রাইফেল দিয়ে তাঁরা মানুষের কণ্ঠকে স্তব্ধ করতে চায়। গুমের মত অপরাধ করে তারা যে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সেটা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
গুমের সংস্কৃতি বন্ধে এই সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, গুমের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তাঁদের রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৭ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৯ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
২ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে