ফরিদপুর প্রতিনিধি
দেশ এখনো ১৫ বছরের জঞ্জালমুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সব জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন। এ দেশ কারও একার নয়, সবার।
গতকাল রোববার সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, মর্যাদাশীল দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। পরনির্ভরশীল নয়, কৃষি ও শিল্পকে গুরুত্ব দিয়ে দেশ গড়া প্রয়োজন। প্রভু নয়, বন্ধু প্রতিবেশী রাষ্ট্র চাই উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না।’
বিকেলে দলটির ফরিদপুর জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, এমন একটি দেশ গড়ব, যেখানে ধর্ম-বর্ণে হানাহানি থাকবে না। মন্দির, মসজিদ, গির্জা পাহারা দেওয়ার দরকার হবে না। মানুষ মানুষকে সম্মান করবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে।
দেশের ভাগ্যোন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, নারীরা রাস্তায় চলাফেরা করা ও কর্মস্থল এবং সমাজে মর্যাদার সঙ্গে তাঁদের কাজ সম্পাদন করতে পারবেন। দেশের ভাগ্যোন্নয়নে পুরুষের পাশাপাশি তাঁদের মেধা ও যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্র রাখা হবে।
দেশের সবার হাতকে কর্মীর হাতে পরিণত করা হবে বলে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না বলে জানান তিনি। বলেন, ‘আমাদের ব্যাপারে অপবাদ আছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। মানুষের মনে ভীতি সঞ্চার করা হয়েছিল। রাসুল (সা.) যুদ্ধক্ষেত্রে মহিলাদের শামিল করেছেন, আমরা কে তাঁদের ঘরে তালাবদ্ধ করে রাখার। ভয় দেখানো হয়, নারীদের জোর করে কালো বোরকা পরানো হবে। না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না। মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসেবে যাঁরা পরতে চান, তাঁরা পরবেন।
দেশ এখনো ১৫ বছরের জঞ্জালমুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সব জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন। এ দেশ কারও একার নয়, সবার।
গতকাল রোববার সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, মর্যাদাশীল দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। পরনির্ভরশীল নয়, কৃষি ও শিল্পকে গুরুত্ব দিয়ে দেশ গড়া প্রয়োজন। প্রভু নয়, বন্ধু প্রতিবেশী রাষ্ট্র চাই উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না।’
বিকেলে দলটির ফরিদপুর জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, এমন একটি দেশ গড়ব, যেখানে ধর্ম-বর্ণে হানাহানি থাকবে না। মন্দির, মসজিদ, গির্জা পাহারা দেওয়ার দরকার হবে না। মানুষ মানুষকে সম্মান করবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে।
দেশের ভাগ্যোন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, নারীরা রাস্তায় চলাফেরা করা ও কর্মস্থল এবং সমাজে মর্যাদার সঙ্গে তাঁদের কাজ সম্পাদন করতে পারবেন। দেশের ভাগ্যোন্নয়নে পুরুষের পাশাপাশি তাঁদের মেধা ও যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্র রাখা হবে।
দেশের সবার হাতকে কর্মীর হাতে পরিণত করা হবে বলে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না বলে জানান তিনি। বলেন, ‘আমাদের ব্যাপারে অপবাদ আছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। মানুষের মনে ভীতি সঞ্চার করা হয়েছিল। রাসুল (সা.) যুদ্ধক্ষেত্রে মহিলাদের শামিল করেছেন, আমরা কে তাঁদের ঘরে তালাবদ্ধ করে রাখার। ভয় দেখানো হয়, নারীদের জোর করে কালো বোরকা পরানো হবে। না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না। মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসেবে যাঁরা পরতে চান, তাঁরা পরবেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় কারা জড়িত, সেই বিষয়ে মানুষ সত্যটা জানে না। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে তিনি এ কথা বলেন
২ ঘণ্টা আগে২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় হাইকোর্টের রায়ে গতকাল রোববার খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দুই মামলায় খালাস পেলেও এখনো চারটি মামলায় সাজাপ্রাপ্ত তিনি। আইনজীবীদের প্রত্যাশা, বাকি মামলাগুলোতেও ন্যায়বিচা
১৫ ঘণ্টা আগে২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে বিজয়ের মাসে ‘ন্যায়বিচারপ্রাপ্তির একটি সুসংবাদ’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘আমি বলব যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাঝে সহিসালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি।’
১৫ ঘণ্টা আগেশেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে ভারত অপপ্রচারে মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার পতনে তাদের (ভারত) অন্তরে অনল দহন চলছে, অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা।’ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে..
১৭ ঘণ্টা আগে