ঢাবি প্রতিনিধি
বিজয় দিবসের গৌরবময় ইতিহাস উদ্যাপন ও জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি ২০২৪-এ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদেরও স্মরণ করা হবে।
বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে মোমবাতি প্রজ্বালন এবং দোয়া করা হবে। জাতীয় নাগরিক কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
কর্মসূচির মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়, জাতির ত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জনগণের মধ্যে স্বাধীনতা, ন্যায়বিচার, এবং মানবাধিকারের চেতনাকে আরও শক্তিশালী করা।
কর্মসূচিতে থাকবে নীরবতা পালন ও যার যার ধর্মমতে দোয়া এবং বিজয় দিবসের প্রথম প্রহরে ’৭১ ও ’২৪ সালের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তাজনূভা জাবীন বলেন, ‘এই কর্মসূচি শুধু বিজয়ের আনন্দ উদ্যাপন নয়, এটি জাতীয় ঐক্যের প্রতি সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা শহীদদের স্মরণ করতে এবং ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে দিতে সবাইকে এই আয়োজনে উপস্থিত থাকার আহ্বান জানাই।’
সবাইকে বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে জাতির অতীত সংগ্রাম এবং ভবিষ্যতের ন্যায়বিচারের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নাগরিক কমিটি।
বিজয় দিবসের গৌরবময় ইতিহাস উদ্যাপন ও জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি ২০২৪-এ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদেরও স্মরণ করা হবে।
বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে মোমবাতি প্রজ্বালন এবং দোয়া করা হবে। জাতীয় নাগরিক কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
কর্মসূচির মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়, জাতির ত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জনগণের মধ্যে স্বাধীনতা, ন্যায়বিচার, এবং মানবাধিকারের চেতনাকে আরও শক্তিশালী করা।
কর্মসূচিতে থাকবে নীরবতা পালন ও যার যার ধর্মমতে দোয়া এবং বিজয় দিবসের প্রথম প্রহরে ’৭১ ও ’২৪ সালের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তাজনূভা জাবীন বলেন, ‘এই কর্মসূচি শুধু বিজয়ের আনন্দ উদ্যাপন নয়, এটি জাতীয় ঐক্যের প্রতি সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা শহীদদের স্মরণ করতে এবং ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে দিতে সবাইকে এই আয়োজনে উপস্থিত থাকার আহ্বান জানাই।’
সবাইকে বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে জাতির অতীত সংগ্রাম এবং ভবিষ্যতের ন্যায়বিচারের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নাগরিক কমিটি।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘রাজনৈতিক দল যদি কেবল দখলদারত্বের রাজনীতি করতে চায়, তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না।’ আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরামের মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন....
২ ঘণ্টা আগেসচিবালয়ের আগুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ১২ দলীয় জোট আয়োজিত দেশবিরোধী অপতৎপরতা, সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম..
২ ঘণ্টা আগেআওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে’ ড. মুহাম্মদ ইউনূসের সরকার বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
১৯ ঘণ্টা আগেবিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
২১ ঘণ্টা আগে