নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর, খেলাফত মসলিজের মহাসচিব ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আবদুল কাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রবিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
আজ দুপুরে আবদুল কাদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচদিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
প্রসঙ্গত ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়।
রাষ্ট্রপক্ষে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. আবদুল মোতালেব আদালতকে বলেন, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। তাঁরা বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। বায়তুল মোকাররম ও আশেপাশের বইয়ের দোকানেও আগুন ধরিয়ে দেয় তাঁরা। গ্রেপ্তার আবদুল কাদের ওই ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হেফাজতে ইসলামের মদতদাতাদের ও পলাতক অন্য আসামিদের খুঁজে বের করার জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন।
ঢাকা: ২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর, খেলাফত মসলিজের মহাসচিব ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আবদুল কাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রবিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
আজ দুপুরে আবদুল কাদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচদিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
প্রসঙ্গত ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়।
রাষ্ট্রপক্ষে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. আবদুল মোতালেব আদালতকে বলেন, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। তাঁরা বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। বায়তুল মোকাররম ও আশেপাশের বইয়ের দোকানেও আগুন ধরিয়ে দেয় তাঁরা। গ্রেপ্তার আবদুল কাদের ওই ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হেফাজতে ইসলামের মদতদাতাদের ও পলাতক অন্য আসামিদের খুঁজে বের করার জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন।
সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। যারা ‘সংস্কার আগে নাকি নির্বাচন আগে’— ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির
৪০ মিনিট আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা ভারত ও অন্য দেশে অবস্থান করে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
৩ ঘণ্টা আগেনতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১ দিন আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১ দিন আগে