ব্যানার না নামালে পদ থাকবে না, শান্তি সমাবেশে মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৫১
Thumbnail image

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে শুরু হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় এ সমাবেশ শুরু হয়। বিএনপি দেশজুড়ে নৈরাজ্য করছে দাবি করে এর প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। 

সমাবেশে অংশ নিতে দুপুর ২টার আগ থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে ব্যানার-ফেস্টুন হাতে আসেন নেতা-কর্মীরা। সেগুলো বারবার নামাতে বলেন কেন্দ্রীয় নেতারা। মঞ্চে থাকা নেতাদের নির্দেশ না শুনলে আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘ব্যানার না নামালে কিন্তু পদ থাকবে না। আমরা ছবি তুলে রাখব, যারা ব্যানার নামায়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যানার নিয়ে আসা কারও নাম বলা হবে না। সবাইকে নিজ দায়িত্বে ব্যানার নামাতে হবে।’ 

সবশেষ যৌথসভায় দেওয়া নির্দেশনার কথা উল্লেখ করে মির্জা আজম বলেন, ‘আগেই বলেছি, কর্মী নিয়ে সমাবেশে আসতে বলেছিলাম, টাকা দিয়ে কামলা নিয়ে আসতে নিষেধ করা হয়েছিল। এরা কারা, যারা এত বলার পরও ব্যানার নামাচ্ছে না।’ 

পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক মঞ্চ থেকে বলেন, ‘এখনো ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অনেকগুলো ব্যানার দেখা যাচ্ছে।’ এ সময় যারা নির্দেশ মানেননি, তাদের বিরুদ্ধে আজকেই ব্যবস্থা নিতে মির্জা আজমের প্রতি অনুরোধ জানান তিনি। 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি তাঁর বক্তব্যে বলেন, ‘ব্যানার রেখে সমাবেশ ম্লান করে দেবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত