Ajker Patrika

মালিবাগে জামায়াত-পুলিশ সংঘর্ষ, কয়েকজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৫: ৪৬
মালিবাগে জামায়াত-পুলিশ সংঘর্ষ, কয়েকজন আটক

রাজধানীর মালিবাগে জামায়াতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের পাশের মসজিদে নামাজ শেষে জামায়াতে ইসলামের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু তাঁরা জামায়াত-শিবির কি না, নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা মিছিলের নামে সরাসরি পুলিশের ওপরে আক্রমণ করেন। এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। 

হোসাফ টাওয়ারের সামনে জড়ো হন জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকাজানা গেছে, হোসাফ টাওয়ারের সামনে থেকে জামায়াতে ইসলামের একটি মিছিল মৌচাক মোড়ের দিকে আসে। এ সময় পুলিশ মিছিলে বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। পরে মিছিলটি মালিবাগ মোড়ে গেলে পুলিশের আরেকটি দল তাদের বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এরপর তাঁরা ছত্রভঙ্গ হয়ে গেলে কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। 

পূর্বঘোষণা অনুযায়ী আজ শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও এর সমমনা দলগুলো। রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে এই কর্মসূচি পালন করা হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ৩টায় মিছিল বের করার কথা রয়েছে বিএনপির। মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে আবারও নয়াপল্টনে এসে শেষ হবে। 

বিএনপির পাশাপাশি এদিন ঢাকায় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও জামায়াতে ইসলামী গণমিছিলের কর্মসূচি পালন করবে বলে জানা গিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত