ফ্যাসিবাদের ভীতি ভাঙতে শুরু করেছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২, ১৩: ২৮
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৩: ৫৫

ফ্যাসিবাদের ভীতি ভাঙতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘মানুষের মধ্যে ফ্যাসিবাদের যে ভীতি ছড়ানো হয়েছিল, সেই ভীতি এখন ভাঙতে শুরু করেছে। বয়স্ক, যুবক, তরুণ সবাই আজ রাস্তায় নেমে এসেছে। তারা সমাবেশে আসছে, পরিষ্কার করে বলছে—এই আওয়ামী লীগকে আর দেখতে চাই না। এই সরকারের হাত থেকে মুক্তি চাই, জনগণের একটা সরকার চাই।’

বিএনপির চলমান কর্মসূচি ঘিরে ক্ষমতাসীনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ফখরুল বলেন, ‘গত এক সপ্তাহে আমাদের অন্তত ১ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’ সরকারের সমালোচনায় তিনি বলেন, ‘তারা (সরকার) ভিন্ন মত সহ্য করতে পারছে না। গণতান্ত্রিক আন্দোলন দমন করতে সব রকম প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। অনেক হয়েছে। এত অত্যাচার নির্যাতনের কথা আমরা কল্পনাও করিনি।’

বিএনপির বিরুদ্ধে নাশকতার অভিযোগের জবাবে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ওই একই অভিযোগ করেন ফখরুল। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নাশকতা সৃষ্টি করছেন আপনারা। জঙ্গি তো আপনারা হয়ে গেছেন। গণতন্ত্রকামীদের ওপর চড়াও হচ্ছেন, তাদের নির্যাতন করছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত