নিজস্ব প্রতিবেদক
ঢাকা: নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর সন্ধান চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নিখোঁজ হওয়ার ৬ দিন পার হলেও এখন পর্যন্ত তাঁদের খোঁজ জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।
১০ জুন রংপুর থেকে ঢাকা আসার পথে তিন সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজসহ নিখোঁজ হন আবু ত্ব-হা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে নিখোঁজ আদনানের সন্ধান দাবি করেছেন তাঁর স্ত্রী।
বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, আদনানের স্ত্রী-পরিবার প্রধানমন্ত্রীর দপ্তর, থানা-পুলিশ, র্যাবসহ বিভিন্ন দপ্তরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা খুবই দুঃখ-উদ্বেগ ও রহস্যজনক।
বিগত ১২ বছরে বর্তমান সরকারের আমলে ভিন্নমতাবলম্বীবিরোধী রাজনৈতিক নেতা–কর্মী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্তচিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের গুম হওয়ার প্রেক্ষাপটে বিশিষ্ট ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। তাঁরাও গুমের শিকার হলেন কি না, সেই প্রশ্ন উঠেছে।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবনযাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নেই। সবকিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
ঢাকা: নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর সন্ধান চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নিখোঁজ হওয়ার ৬ দিন পার হলেও এখন পর্যন্ত তাঁদের খোঁজ জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।
১০ জুন রংপুর থেকে ঢাকা আসার পথে তিন সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজসহ নিখোঁজ হন আবু ত্ব-হা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে নিখোঁজ আদনানের সন্ধান দাবি করেছেন তাঁর স্ত্রী।
বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, আদনানের স্ত্রী-পরিবার প্রধানমন্ত্রীর দপ্তর, থানা-পুলিশ, র্যাবসহ বিভিন্ন দপ্তরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা খুবই দুঃখ-উদ্বেগ ও রহস্যজনক।
বিগত ১২ বছরে বর্তমান সরকারের আমলে ভিন্নমতাবলম্বীবিরোধী রাজনৈতিক নেতা–কর্মী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্তচিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের গুম হওয়ার প্রেক্ষাপটে বিশিষ্ট ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। তাঁরাও গুমের শিকার হলেন কি না, সেই প্রশ্ন উঠেছে।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবনযাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নেই। সবকিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৬ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৮ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
২ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে