নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো মুখ খুলছেন না কেউই। সূত্র বলছে, বেলা ৩টা ২৫ মিনিটে হোয়াইটলির সঙ্গে দেখা করতে ইইউ অফিসে যান বিএনপি নেতা আমীর খসরু ও শামা ওবায়েদ। বিকেল ৪টা ৫৫ মিনিটে তাঁরা সেখান থেকে বেরিয়ে আসেন।
সূত্রটি বলছে, আগামী নির্বাচন এবং একে ঘিরে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বৈঠকে দুই পক্ষের আলোচনা হয়। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি স্বাধীন বিশেষজ্ঞ দল প্রেরণের সিদ্ধান্তকে স্বাগত জানান বিএনপির নেতারা। এ সময় নির্বাচন নিয়ে নিজেদের চিন্তাভাবনার কথা ইইউ রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন তাঁরা।
বিএনপিসহ বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি পালনকালে পুলিশি বাধা, নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলা দায়েরের মাধ্যমে সভা-সমাবেশ তথা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগের বিষয়েও অভিযোগ করেন তাঁরা। তাঁরা বলেন, এই আইন ব্যবহার করে বিরোধী মত দমনের মাধ্যমে চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এসব বিষয়ে ইইউর হস্তক্ষেপ কামনা করেন বিএনপির নেতারা।
এর আগেও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। এর আগে গতকাল মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো মুখ খুলছেন না কেউই। সূত্র বলছে, বেলা ৩টা ২৫ মিনিটে হোয়াইটলির সঙ্গে দেখা করতে ইইউ অফিসে যান বিএনপি নেতা আমীর খসরু ও শামা ওবায়েদ। বিকেল ৪টা ৫৫ মিনিটে তাঁরা সেখান থেকে বেরিয়ে আসেন।
সূত্রটি বলছে, আগামী নির্বাচন এবং একে ঘিরে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বৈঠকে দুই পক্ষের আলোচনা হয়। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি স্বাধীন বিশেষজ্ঞ দল প্রেরণের সিদ্ধান্তকে স্বাগত জানান বিএনপির নেতারা। এ সময় নির্বাচন নিয়ে নিজেদের চিন্তাভাবনার কথা ইইউ রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন তাঁরা।
বিএনপিসহ বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি পালনকালে পুলিশি বাধা, নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলা দায়েরের মাধ্যমে সভা-সমাবেশ তথা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগের বিষয়েও অভিযোগ করেন তাঁরা। তাঁরা বলেন, এই আইন ব্যবহার করে বিরোধী মত দমনের মাধ্যমে চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এসব বিষয়ে ইইউর হস্তক্ষেপ কামনা করেন বিএনপির নেতারা।
এর আগেও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। এর আগে গতকাল মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১১ ঘণ্টা আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২১ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
১ দিন আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
১ দিন আগে