নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচ নেতাকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাসুদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
অন্য নেতারা হলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত।
জামাতে ইসলামীর ৯ নেতাকর্মীকে গত ৭ সেপ্টেম্বর চার দিন করে রিমান্ডে নেওয়া হয়। চারদিনের রিমান্ড শেষে প্রত্যেককে আদালতে হাজির করে ভাটারা থানা পুলিশ। এরমধ্যে পাঁচজনকে পুনরায় ১০ দিনের রিমান্ড শেষে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী ওয়াজেদ আলী। আদালত শুনানি শেষে পাঁচজনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে প্রত্যেকের জামিনের আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে গ্রেপ্তার অন্য চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চারজন হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, আব্দুর রব এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে এই ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁরা বৈঠক করছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরদিন সকালে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গ্রেপ্তার জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তাঁরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচ নেতাকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাসুদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
অন্য নেতারা হলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত।
জামাতে ইসলামীর ৯ নেতাকর্মীকে গত ৭ সেপ্টেম্বর চার দিন করে রিমান্ডে নেওয়া হয়। চারদিনের রিমান্ড শেষে প্রত্যেককে আদালতে হাজির করে ভাটারা থানা পুলিশ। এরমধ্যে পাঁচজনকে পুনরায় ১০ দিনের রিমান্ড শেষে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী ওয়াজেদ আলী। আদালত শুনানি শেষে পাঁচজনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে প্রত্যেকের জামিনের আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে গ্রেপ্তার অন্য চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চারজন হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, আব্দুর রব এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে এই ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁরা বৈঠক করছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরদিন সকালে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গ্রেপ্তার জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তাঁরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন।
সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। যারা ‘সংস্কার আগে নাকি নির্বাচন আগে’— ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির
১ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা ভারত ও অন্য দেশে অবস্থান করে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
৩ ঘণ্টা আগেনতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১ দিন আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১ দিন আগে