রংপুর প্রতিনিধি
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের চারবারের জাতীয় সংসদ সদস্য। পেশায় তিনি একজন রাজনীতিবিদ। পাঁচ বছরের ব্যবধানে তাঁর সম্পদ বেড়েছে তিন গুণের বেশি। সেই সঙ্গে দ্বিগুণের বেশি সম্পদ বেড়েছে তাঁর স্ত্রী শেরীফা কাদেরের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন।
হলফনামায় দেখা গেছে যায়, জি এম কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে নির্বাচনের সময় উল্লেখ করেছিলেন, তাঁর নগদ ছিল ১৪ লাখ ৪৭ হাজার ৯৭৩ টাকা। পাঁচ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকা। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য স্ত্রী শেরীফা কাদেরের নগদ ছিল ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা, পাঁচ বছর পর ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা।
এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর আগে জমা ছিল ১৩ লাখ ২ হাজার ৪৩৫ টাকা। এবার হয়েছে ৩৫ লাখ ৯৫ হাজার ৭৯৩ টাকা। তাঁর স্ত্রীর পাঁচ বছর আগে ছিল ৪ লাখ ৭ হাজার ২৫৮ টাকা, বর্তমানে ২৭ লাখ ৯ হাজার ৩৫৯ টাকা।
পাঁচ বছর আগে মামলা না থাকলেও এবার জি এম কাদেরের নামে ফৌজদারি মামলা রয়েছে। সেটি বিচারাধীন। এ ছাড়া তিনি ঋণমুক্ত।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের চারবারের জাতীয় সংসদ সদস্য। পেশায় তিনি একজন রাজনীতিবিদ। পাঁচ বছরের ব্যবধানে তাঁর সম্পদ বেড়েছে তিন গুণের বেশি। সেই সঙ্গে দ্বিগুণের বেশি সম্পদ বেড়েছে তাঁর স্ত্রী শেরীফা কাদেরের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন।
হলফনামায় দেখা গেছে যায়, জি এম কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে নির্বাচনের সময় উল্লেখ করেছিলেন, তাঁর নগদ ছিল ১৪ লাখ ৪৭ হাজার ৯৭৩ টাকা। পাঁচ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকা। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য স্ত্রী শেরীফা কাদেরের নগদ ছিল ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা, পাঁচ বছর পর ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা।
এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর আগে জমা ছিল ১৩ লাখ ২ হাজার ৪৩৫ টাকা। এবার হয়েছে ৩৫ লাখ ৯৫ হাজার ৭৯৩ টাকা। তাঁর স্ত্রীর পাঁচ বছর আগে ছিল ৪ লাখ ৭ হাজার ২৫৮ টাকা, বর্তমানে ২৭ লাখ ৯ হাজার ৩৫৯ টাকা।
পাঁচ বছর আগে মামলা না থাকলেও এবার জি এম কাদেরের নামে ফৌজদারি মামলা রয়েছে। সেটি বিচারাধীন। এ ছাড়া তিনি ঋণমুক্ত।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষ ‘খুব ভালোবাসে ও সম্মান দেয়’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর উদ্দেশে বলেছেন, ‘একটাই অনুরোধ করব, আপনার জায়গাটা কোনোভাবে নষ্ট যেন না হয়, সেদিকে সজাগ থাকবেন।’
১০ ঘণ্টা আগেদেশের জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
১১ ঘণ্টা আগেন্যাশনাল পিপলস পার্টির ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
১৫ ঘণ্টা আগেআওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের বেঞ্চ এসব মামলা বাতিল
১৬ ঘণ্টা আগে