হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১২: ৪৫
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২: ৫০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় চিকিৎসকের পরামর্শে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির মহাসচিবের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। 

উল্লেখ্য, সম্প্রতি কারাগার থেকে মুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। গত ৯ জানুয়ারি কারামুক্ত হন তিনি। এর আগে গত বছরের ৮ ডিসেম্বর দিবাগত রাতে তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

গত বছরের ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এ সময় বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, টাকা ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে দাবি করে পুলিশ। 

ওই ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ বিএনপির অজ্ঞাতপরিচয় দেড় থেকে দুই হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়। পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। তবে এ মামলার এজাহারে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত