নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার এত চুরি করেছে, এত লুটপাট করেছে। তারা সব খেয়েছে, সব খেতে খেতে এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে।’
আজ সোমবার রাজধানীর ধোলাইখালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। চলমান এক দফার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
পত্রিকায় প্রকাশিত খবরের উল্লেখ করে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় মার্কিন ভিসা বিধিনিষেধ আরোপে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের কথা সরকারকে মনে করিয়ে দেন ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকেরা বলেছেন তাঁর জীবন বাঁচাতে হলে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে। এ জন্য আমরা গতকাল (রোববার) বলেছি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় কোনো অঘটন ঘটলে তার সব দায় সরকারকেই নিতে হবে।’
টালবাহানা না করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন। কোনো টালবাহানা করবেন না। এই দেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না।’
নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে, তরঙ্গের পর তরঙ্গ সৃষ্টি করে সরকারকে পরাজিত করতে হবে। এখন আমাদের সামনে একটাই লক্ষ্য—সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।’
সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার এত চুরি করেছে, এত লুটপাট করেছে। তারা সব খেয়েছে, সব খেতে খেতে এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে।’
আজ সোমবার রাজধানীর ধোলাইখালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। চলমান এক দফার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
পত্রিকায় প্রকাশিত খবরের উল্লেখ করে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় মার্কিন ভিসা বিধিনিষেধ আরোপে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের কথা সরকারকে মনে করিয়ে দেন ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকেরা বলেছেন তাঁর জীবন বাঁচাতে হলে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে। এ জন্য আমরা গতকাল (রোববার) বলেছি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় কোনো অঘটন ঘটলে তার সব দায় সরকারকেই নিতে হবে।’
টালবাহানা না করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন। কোনো টালবাহানা করবেন না। এই দেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না।’
নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে, তরঙ্গের পর তরঙ্গ সৃষ্টি করে সরকারকে পরাজিত করতে হবে। এখন আমাদের সামনে একটাই লক্ষ্য—সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।’
সংবিধান সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। এ জন্য আজ মঙ্গলবার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আলী রিয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার বিষয়ক কমিটির সঙ্গে দেখা করবে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে রাজধানী ঢাকার গুলশানে তাঁর বাসায় ইইউ অন্তর্ভুক্ত আটটি দেশের প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
১১ ঘণ্টা আগেবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা মনে করি এই অন্তর্বর্তী সরকারের সকল সিদ্ধান্ত, সকল নীতি, সকল ভূমিকার মধ্যে জনআকাঙক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তী সরকারের কোনো কোনো নীতি, কোনো কোনো সিদ্ধ
১৪ ঘণ্টা আগে