Ajker Patrika

দলীয় ভুক্তভোগীদের ভিডিও বার্তা পাঠাতে বলল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলীয় ভুক্তভোগীদের ভিডিও বার্তা পাঠাতে বলল আওয়ামী লীগ

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমন সংবাদ প্রকাশ হওয়ার পরে সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এতে প্রাণ হারান দলটির অনেক নেতা–কর্মী। এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের ভিডিও বার্তা পাঠাতে বলেছে দলটি।

আজ শনিবার রাতে আওয়ামী লীগের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

সেখানে বলা হয়, আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থক, যাঁদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে; যাঁদের পরিবারের সদস্যদের খুন করা হয়েছে; ভুক্তভোগীরা তাঁদের বার্তা ভিডিও করে মেইল করুন opinion@albd.org এই–মেইলে।

ভিডিওতে নেতা-কর্মী ও সমর্থকদের নাম, জেলা, উপজেলা/মহানগর এবং ওয়ার্ড উল্লেখ করার পাশাপাশি রাজনৈতিক পদবি থাকলে সেটিও উল্লেখ করতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত