নিজস্ব প্রতিবেদক
ঢাকা: শুধু মামুনুল হকের অ্যাকাউন্টেই এক বছরে ৬ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গাদের নামে আসা ফান্ডের বিপুল টাকার হিসাব দিতে পারছেন না গ্রেপ্তার হওয়া হেফাজত নেতারা। সঙ্গে আছে বছরের পর বছর বিদেশ থেকে পাওয়া মাদ্রাসা ও এতিমখানার সাহায্যের টাকা।
রোববার (৩০ মে) বিকেলে মিন্টো রোডের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম।
তিনি আরও বলেন, হেফাজতের টাকা মূলত এসেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। এ টাকার কোনো হিসাব হেফাজত নেতাদের কাছে নেই। এতিমের জন্য আনা এসব টাকার বেশির ভাগ তাঁরা রাজনীতিতে এবং ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। রোহিঙ্গাদের জন্য আনা টাকারও নয়ছয় হয়েছে। হেফাজত নেতাদের আশপাশে থাকা লোকজনও বিপুল টাকার মালিক হয়েছেন। এক নেতার খাদেমও কোটি টাকার মালিক হয়েছেন।
হেফাজতের অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমী গ্রেপ্তারের পর মূলত অর্থ নয়ছয়ের এসব বিষয় নজরে আসে গোয়েন্দা পুলিশের। হেফাজতের মূল টাকাটা তাঁর কাছেই আসত। তবে সব ফান্ড মিলিয়ে হেফাজতের অ্যাকাউন্টে মোট কতো টাকা এসেছে তার পরিষ্কার কোনো তথ্য এখনো মেলেনি বলে জানান মাহবুব।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, মামুনুল হকের অ্যাকাউন্টে বছরে ৬ কোটি টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। মানুষের টাকায় তাঁরা শান-শওকত বাড়িয়েছেন। বিলাসী বাড়ি, গাড়ি কিনেছেন। হেফাজত নেতারা নিজেরা যেমন টাকার মালিক হচ্ছেন, আবার সিন্ডিকেট গড়ে অন্যদের কোণঠাসা করছেন।
এ সিন্ডিকেটের কারণে ভালো আলেম ওলামারা হেফাজতের নেতৃত্বে আসতে পারছে না বলে মন্তব্য গোয়েন্দা পুলিশের। মাহবুব বলেন, আমরা লক্ষ্য করেছি, গুরুত্বপূর্ণ সংগঠন হলেও বেফাক ও হায়াতুল উলিয়া কোণঠাসা হয়ে পড়েছে। এই সংগঠনগুলো জিম্মি করে ব্যবহার করা হচ্ছে নিজেদের স্বার্থে।
হেফাজতের মামলার তদন্তের ব্যাপারে তিনি বলেন, হেফাজতের ১৭টি মামলা ডিবি তদন্ত করেছে। এর মধ্যে ২০১৩ সালের ১৪টি ও নতুন তিনটি মামলা রয়েছে। আসামিদের গ্রেপ্তারের ফলে মামলাগুলোর তদন্তে অগ্রগতি হয়েছে। দ্রুতই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
ঢাকা: শুধু মামুনুল হকের অ্যাকাউন্টেই এক বছরে ৬ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গাদের নামে আসা ফান্ডের বিপুল টাকার হিসাব দিতে পারছেন না গ্রেপ্তার হওয়া হেফাজত নেতারা। সঙ্গে আছে বছরের পর বছর বিদেশ থেকে পাওয়া মাদ্রাসা ও এতিমখানার সাহায্যের টাকা।
রোববার (৩০ মে) বিকেলে মিন্টো রোডের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম।
তিনি আরও বলেন, হেফাজতের টাকা মূলত এসেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। এ টাকার কোনো হিসাব হেফাজত নেতাদের কাছে নেই। এতিমের জন্য আনা এসব টাকার বেশির ভাগ তাঁরা রাজনীতিতে এবং ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। রোহিঙ্গাদের জন্য আনা টাকারও নয়ছয় হয়েছে। হেফাজত নেতাদের আশপাশে থাকা লোকজনও বিপুল টাকার মালিক হয়েছেন। এক নেতার খাদেমও কোটি টাকার মালিক হয়েছেন।
হেফাজতের অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমী গ্রেপ্তারের পর মূলত অর্থ নয়ছয়ের এসব বিষয় নজরে আসে গোয়েন্দা পুলিশের। হেফাজতের মূল টাকাটা তাঁর কাছেই আসত। তবে সব ফান্ড মিলিয়ে হেফাজতের অ্যাকাউন্টে মোট কতো টাকা এসেছে তার পরিষ্কার কোনো তথ্য এখনো মেলেনি বলে জানান মাহবুব।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, মামুনুল হকের অ্যাকাউন্টে বছরে ৬ কোটি টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। মানুষের টাকায় তাঁরা শান-শওকত বাড়িয়েছেন। বিলাসী বাড়ি, গাড়ি কিনেছেন। হেফাজত নেতারা নিজেরা যেমন টাকার মালিক হচ্ছেন, আবার সিন্ডিকেট গড়ে অন্যদের কোণঠাসা করছেন।
এ সিন্ডিকেটের কারণে ভালো আলেম ওলামারা হেফাজতের নেতৃত্বে আসতে পারছে না বলে মন্তব্য গোয়েন্দা পুলিশের। মাহবুব বলেন, আমরা লক্ষ্য করেছি, গুরুত্বপূর্ণ সংগঠন হলেও বেফাক ও হায়াতুল উলিয়া কোণঠাসা হয়ে পড়েছে। এই সংগঠনগুলো জিম্মি করে ব্যবহার করা হচ্ছে নিজেদের স্বার্থে।
হেফাজতের মামলার তদন্তের ব্যাপারে তিনি বলেন, হেফাজতের ১৭টি মামলা ডিবি তদন্ত করেছে। এর মধ্যে ২০১৩ সালের ১৪টি ও নতুন তিনটি মামলা রয়েছে। আসামিদের গ্রেপ্তারের ফলে মামলাগুলোর তদন্তে অগ্রগতি হয়েছে। দ্রুতই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৮ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
২০ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
২ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে