জেদ না করে আগামী নির্বাচন করতে চায় জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৭
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩০

কোনো জেদ না করে আগামী সংসদ নির্বাচনটা ভালোভাবেই করতে চায় জাতীয় পার্টি (জাপা)। কারণ এই জেদের কারণে বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ শনিবার বেলা ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন জাপা মহাসচিব।

মুজিবুল হক বলেন, ‘আগামী নির্বাচনটা আমরা ভালো করে করতে চাই। কোনো জেদ করতে চাই না। এই জেদেই ২০১৪ সালে বিএনপির অনেক বড় লস হয়ে গেছে।’

মারামারি দ্বন্দ্ব কোনো দলের পক্ষ থেকে হোক তা এখন জনগণ চায় না— একথা উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিএনপি আগে কথায় কথায় হরতাল দিত। এখন করে না, কারণ জনগণ চায় না। আমি মনে করি, সংবিধান অনুযায়ী যে সরকার ক্ষমতায় আছে তার নেতৃত্বে নির্বাচন করতে চাওয়া উচিত।’ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী খুঁজে তাঁদের নিয়ে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করে ভোট না করে বা বিনা ভোটে জয়ী হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন আইন নিয়ে ছায়া সংসদ ও পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত