নয়াপল্টনে চলছে মহিলা দলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ১১

এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে জাতীয়তাবাদী মহিলা দল। পূর্বঘোষণা অনুযায়ী আজ শুক্রবার বেলা সোয়া ২টা থেকে এই কর্মসূচি শুরু হয়। সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবি জানাচ্ছেন নেতা-কর্মীরা। 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমানসহ আরও অনেকের বক্তব্য রাখার কথা রয়েছে।

সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই ঢাকাসহ সারা দেশের মহিলা দলের নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হন। তাঁদের হাতে রয়েছে রংবেরঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। সরকারবিরোধী ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানে সমাবেশস্থল মুখর রেখেছেন নেতা-কর্মীরা। 

সার্বিক পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে নয়াপল্টন এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক নারী পুলিশ সদস্য।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত