নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতা-কর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে রমজানে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথ সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন নির্দেশনা দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে বৈঠকে নেতাদের জানান ওবায়দুল কাদের। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, তারা নানাভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে। আগামী ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জাতীয় দিবস পালনের পাশাপাশি কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে হবে।’
১/১১-র কুশীলবরা আবারও সক্রিয় হয়েছে বলে বৈঠকে নেতা-কর্মীদের বলেছেন ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এসব ষড়যন্ত্রকারীর সঙ্গে যোগ দিয়েছে বলেও জানান তিনি। তারা যেন দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেন কাদের।
বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে ইফতার ও ঈদসামগ্রী বিতরণের জন্য বলা হয়। তাঁদের বলা হয়, ‘রমজানে বিএনপি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে। কিন্তু আওয়ামী লীগকে তাদের কাউন্টার কর্মসূচি দেওয়া যাবে না। ইফতার ও ঈদসামগ্রী বিতরণে মাধ্যমে গরিব মানুষের পাশে থাকতে হবে।’
এদিকে বৈঠকে আওয়ামী লীগের দুজন যুগ্ম সাধারণ সম্পাদক কথা বলেন। তাঁদের একজন প্রথম আলোকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দলের কেউ কেউ প্রথম আলোর বিভিন্ন কার্যক্রমে নানাভাবে যুক্ত হন। অনেক না বুঝেই তাদের কর্মকাণ্ডে ঢুকে পড়েন। এ নিয়ে সবাইকে সচেতন হতে হবে।’
বৈঠকে ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা-ওয়ার্ড পর্যায়ের কমিটি দেওয়ার পাশাপাশি সহযোগী সংগঠনের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতা-কর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে রমজানে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথ সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন নির্দেশনা দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে বৈঠকে নেতাদের জানান ওবায়দুল কাদের। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, তারা নানাভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে। আগামী ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জাতীয় দিবস পালনের পাশাপাশি কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে হবে।’
১/১১-র কুশীলবরা আবারও সক্রিয় হয়েছে বলে বৈঠকে নেতা-কর্মীদের বলেছেন ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এসব ষড়যন্ত্রকারীর সঙ্গে যোগ দিয়েছে বলেও জানান তিনি। তারা যেন দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেন কাদের।
বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে ইফতার ও ঈদসামগ্রী বিতরণের জন্য বলা হয়। তাঁদের বলা হয়, ‘রমজানে বিএনপি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে। কিন্তু আওয়ামী লীগকে তাদের কাউন্টার কর্মসূচি দেওয়া যাবে না। ইফতার ও ঈদসামগ্রী বিতরণে মাধ্যমে গরিব মানুষের পাশে থাকতে হবে।’
এদিকে বৈঠকে আওয়ামী লীগের দুজন যুগ্ম সাধারণ সম্পাদক কথা বলেন। তাঁদের একজন প্রথম আলোকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দলের কেউ কেউ প্রথম আলোর বিভিন্ন কার্যক্রমে নানাভাবে যুক্ত হন। অনেক না বুঝেই তাদের কর্মকাণ্ডে ঢুকে পড়েন। এ নিয়ে সবাইকে সচেতন হতে হবে।’
বৈঠকে ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা-ওয়ার্ড পর্যায়ের কমিটি দেওয়ার পাশাপাশি সহযোগী সংগঠনের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। যারা ‘সংস্কার আগে নাকি নির্বাচন আগে’— ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির
১ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা ভারত ও অন্য দেশে অবস্থান করে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
৩ ঘণ্টা আগেনতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১ দিন আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১ দিন আগে