উত্তরখানে দিনব্যাপী জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর উত্তরখানে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরখানের বড়বাগ মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়। এটির আয়োজন করে জামায়াতের উত্তরখান, পশ্চিম থানা ৪৬ নং ওয়ার্ড। 

মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রী চিকিৎসা, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি ফিজিওথেরাপি ও ডেন্টাল সেবা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হয়। 

মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ঢাকা মহানগরীর সেক্রেটারি সোহেল হাওলাদারের ব্যবস্থাপনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। 

মেডিকেল ক্যাম্পে থাকা জামায়াতের নেতা-কর্মীরা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় পাঁচ শতাধিক লোক বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। ৪৬ নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন নানা পেশার লোকজন।’ 

মেডিকেল ক্যাম্পিংয়ে আরও উপস্থিত ছিলেন—উত্তরখান থানা পশ্চিমের সেক্রেটারি অধ্যাপক নিজামউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত