নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে ৭টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে সিদ্ধিরগঞ্জ থানায়ই ৬টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে প্রায় চার হাজার জনকে। তবে মামলার ৮ দিনের মাথায় ৬টি মামলায় মাত্র ৭ জনকে গ্রেফতার করতে পেরেছে সিদ্ধিরগঞ্জ পুলিশ। গত হরতালে সারাদেশে দায়ের হওয়া অন্তত ৩৩টি মামলায় নামে বেনামে অর্ধ লক্ষাধিক জনকে আসামি করা হয়েছিল।
নাশকতার এসব মামলায় সোমবার পর্যন্ত হেফাজতের কোনো কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়নি। তবে মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা না হলেও বাড়ি বাড়ি গিয়ে হয়রানির অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতারা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান সোমবার বিকালে আজকের পত্রিকাকে বলেন, তার থানায় হরতালের নাশকতার ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে পুলিশ বাদি হয়ে পাঁচটি এবং র্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করে। ছয় মামলায় এ পর্যন্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সবশেষ সোমবার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সানাড়পার এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ শ্রমিক দলের সভাপতি আকবার হোসেনকে গ্রেফতার করা হয়। নাশকতার মামলায় বিএনপি নেতারা গ্রেফতার হলেও হেফাজত নেতাকর্মীরা কেনো গ্রেফতার হচ্ছে না জানতে চাইলে ওসি বলেন, আমরা যাচাই বাছাই করছি। যারা নাশকতায় ঘটনাস্থলে ছিলেন তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে।
নাশকতার ঘটনায় সম্প্রতি হেফাজতের ইসলামি নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে অন্তত ৩৩টি মামলা করে পুলিশ। এরমধ্যে ঢাকায় ৯টি, নারায়ণগঞ্জে ৭টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৭টি, কিশোরগঞ্জে ২টি, হবিগঞ্জে ১টি, চট্টগ্রামে ৭টি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধাদান, থানায় আক্রমণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতাউল্লাহ আমিনি আজকের পত্রিকাকে বলেন, হরতালের পর গত এক সপ্তাহে নাশকতার মামলায় আমাদের তেমন নেতাকর্মী গ্রেফতার হয়নি। কোনো কেন্দ্রীয় নেতা এখন পর্যন্ত গ্রেফতার হননি। তিনি অভিযোগ করে বলেন, তবে বাড়ি বাড়ি গিয়ে হেফাজত নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। কিন্তু হেফাজত নেতাকর্মীদের গ্রেফতারের ব্যাপারে তিনি বলেন, নারায়ণগঞ্জে কেন্দ্রীয় নেতা মামুনুল হকের ঘটনায় বিভিন্ন এলাকায় মিছিল থেকে কিছু হেফাজত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা আজকের পত্রিকাকে জানান, সদর দপ্তর থেকে হেফাজতের মামলাগুলো মনিটরিং করা হচ্ছে। আমরা আসামিদের সনাক্তের কাজ করছি। যাচাই বাছাই করে আইনের আওতায় আনা হবে। হেফাজতের নেতাদের গ্রেফতার না করে বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন দল অথবা মত দেখছি না। আমাদের কাজ হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। নাশকতায় যারাই জড়িত ছিলো তাদেরকেই গ্রেফতার করা হবে।
পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, হেফাজতের ব্যাপারে ধীরে চলা নীতি নিয়েছে পুলিশ। হেফাজত যদি শান্ত থাকে, কোনো ধরণের জ্বালাও পোড়াও না করে তাহলে তাদেরকে আপাতত গ্রেফতার করে পরিস্থিতি অশান্ত করা হবে না। আবার যদি জ্বালাও পোড়াও নাশকতা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর হবে পুলিশ। পুলিশ আপাতত তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, হেফাজতের ঢাকায় নাশকতার ঘটনার কিছু আসামি আমরা সনাক্ত করেছি। আমরা তাদের গ্রেফতারেও কাজ করছি। সাম্প্রতিক সময়ে ২০১৩ সালের নাশকতার ঘটনায় আসামিদের কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। বর্তমান মামলার আসামি এবং আগের মামলার আসামি পর্যালোচনা করে আইনের আওতায় আনা হবে তাদের । আগের মামলার তদন্তও দ্রুত নিষ্পত্তি কাজ চলছে।
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে শাপলা চত্বরের সহিংসতা ছড়িয়ে পড়ে দেশের অন্তত ৭টি জেলায়। ২০১৩ সালের ৫ মে হেফাজতের বিরুদ্ধে নাশকতার ৮৩ মামলা হয়। এরমধ্যে ঢাকার ৫৩টি মামলার মধ্যে এখনো তদন্ত শেষ হয়নি ৪৭ মামলার। ৪টির অভিযোগপত্র দেয়া হলেও বিচার শেষ হয়নি। ২০১৩ সালের মামলায় সংগঠনটির শীর্ষ নেতা জুনায়েদ বাবুনগরীসহ আসামি করা হয় ৩ হাজার ৪১৬ জনকে। অজ্ঞাতনামা আসামির সংখ্যা ৮৪ হাজার ৭৯৬ জন।
সম্প্রতি হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে ৭টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে সিদ্ধিরগঞ্জ থানায়ই ৬টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে প্রায় চার হাজার জনকে। তবে মামলার ৮ দিনের মাথায় ৬টি মামলায় মাত্র ৭ জনকে গ্রেফতার করতে পেরেছে সিদ্ধিরগঞ্জ পুলিশ। গত হরতালে সারাদেশে দায়ের হওয়া অন্তত ৩৩টি মামলায় নামে বেনামে অর্ধ লক্ষাধিক জনকে আসামি করা হয়েছিল।
নাশকতার এসব মামলায় সোমবার পর্যন্ত হেফাজতের কোনো কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়নি। তবে মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা না হলেও বাড়ি বাড়ি গিয়ে হয়রানির অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতারা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান সোমবার বিকালে আজকের পত্রিকাকে বলেন, তার থানায় হরতালের নাশকতার ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে পুলিশ বাদি হয়ে পাঁচটি এবং র্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করে। ছয় মামলায় এ পর্যন্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সবশেষ সোমবার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সানাড়পার এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ শ্রমিক দলের সভাপতি আকবার হোসেনকে গ্রেফতার করা হয়। নাশকতার মামলায় বিএনপি নেতারা গ্রেফতার হলেও হেফাজত নেতাকর্মীরা কেনো গ্রেফতার হচ্ছে না জানতে চাইলে ওসি বলেন, আমরা যাচাই বাছাই করছি। যারা নাশকতায় ঘটনাস্থলে ছিলেন তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে।
নাশকতার ঘটনায় সম্প্রতি হেফাজতের ইসলামি নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে অন্তত ৩৩টি মামলা করে পুলিশ। এরমধ্যে ঢাকায় ৯টি, নারায়ণগঞ্জে ৭টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৭টি, কিশোরগঞ্জে ২টি, হবিগঞ্জে ১টি, চট্টগ্রামে ৭টি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধাদান, থানায় আক্রমণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতাউল্লাহ আমিনি আজকের পত্রিকাকে বলেন, হরতালের পর গত এক সপ্তাহে নাশকতার মামলায় আমাদের তেমন নেতাকর্মী গ্রেফতার হয়নি। কোনো কেন্দ্রীয় নেতা এখন পর্যন্ত গ্রেফতার হননি। তিনি অভিযোগ করে বলেন, তবে বাড়ি বাড়ি গিয়ে হেফাজত নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। কিন্তু হেফাজত নেতাকর্মীদের গ্রেফতারের ব্যাপারে তিনি বলেন, নারায়ণগঞ্জে কেন্দ্রীয় নেতা মামুনুল হকের ঘটনায় বিভিন্ন এলাকায় মিছিল থেকে কিছু হেফাজত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা আজকের পত্রিকাকে জানান, সদর দপ্তর থেকে হেফাজতের মামলাগুলো মনিটরিং করা হচ্ছে। আমরা আসামিদের সনাক্তের কাজ করছি। যাচাই বাছাই করে আইনের আওতায় আনা হবে। হেফাজতের নেতাদের গ্রেফতার না করে বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন দল অথবা মত দেখছি না। আমাদের কাজ হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। নাশকতায় যারাই জড়িত ছিলো তাদেরকেই গ্রেফতার করা হবে।
পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, হেফাজতের ব্যাপারে ধীরে চলা নীতি নিয়েছে পুলিশ। হেফাজত যদি শান্ত থাকে, কোনো ধরণের জ্বালাও পোড়াও না করে তাহলে তাদেরকে আপাতত গ্রেফতার করে পরিস্থিতি অশান্ত করা হবে না। আবার যদি জ্বালাও পোড়াও নাশকতা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর হবে পুলিশ। পুলিশ আপাতত তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, হেফাজতের ঢাকায় নাশকতার ঘটনার কিছু আসামি আমরা সনাক্ত করেছি। আমরা তাদের গ্রেফতারেও কাজ করছি। সাম্প্রতিক সময়ে ২০১৩ সালের নাশকতার ঘটনায় আসামিদের কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। বর্তমান মামলার আসামি এবং আগের মামলার আসামি পর্যালোচনা করে আইনের আওতায় আনা হবে তাদের । আগের মামলার তদন্তও দ্রুত নিষ্পত্তি কাজ চলছে।
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে শাপলা চত্বরের সহিংসতা ছড়িয়ে পড়ে দেশের অন্তত ৭টি জেলায়। ২০১৩ সালের ৫ মে হেফাজতের বিরুদ্ধে নাশকতার ৮৩ মামলা হয়। এরমধ্যে ঢাকার ৫৩টি মামলার মধ্যে এখনো তদন্ত শেষ হয়নি ৪৭ মামলার। ৪টির অভিযোগপত্র দেয়া হলেও বিচার শেষ হয়নি। ২০১৩ সালের মামলায় সংগঠনটির শীর্ষ নেতা জুনায়েদ বাবুনগরীসহ আসামি করা হয় ৩ হাজার ৪১৬ জনকে। অজ্ঞাতনামা আসামির সংখ্যা ৮৪ হাজার ৭৯৬ জন।
ড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১২ ঘণ্টা আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
১ দিন আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
১ দিন আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
২ দিন আগে