নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনীতি করেছেন এমন কাউকেই নির্বাচন কমিশনে যাতে নিয়োগ না দেওয়া হয় সেই দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দিয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার পদে তিনজন এবং নির্বাচন কমিশনার পদে তিনজনের নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। সিইসি ও ইসি পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক সেনা কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী ও সাবেক সচিবের নাম প্রস্তাব করেছে গণঅধিকার পরিষদ।
রাশেদ খান বলেন, ‘নির্বাচন কমিশন এমন মানুষদের নিয়ে গঠন করা দরকার, যারা প্রকৃতপক্ষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে। আমরা চাই না, এমন কোনো মানুষদের নিয়ে এই কমিশন গঠন করা হোক, যারা আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করে।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা চাই, কমিশন এমন মানুষদের নিয়ে গঠিত হোক যারা প্রকৃতপক্ষে এই নতুন বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করতে পারবে। হাজারো মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে—এমন একটি বাংলাদেশ দেখার জন্য যেখানে গণতন্ত্র থাকবে। কিন্তু আমাদের গণতন্ত্র বারবার শুধু নির্বাচন কমিশনের কারণেই হোঁচট খেয়েছে।’
রাশেদ খান বলেন, ‘কোনো দলের লেজুড়বৃত্তি করেন, কোনো দলের রাজনীতি করেছেন, এমন কোনো ব্যক্তিকে এই কমিশনে যাতে নিয়োগ না দেওয়া হয়। অতীতে ছাত্র রাজনীতি করেছেন, এমন কোনো ব্যক্তিকেও এই কমিশনে নিয়োগ দেওয়া যাবে না।’
এ ছাড়া আওয়ামী লীগের সঙ্গে ন্যূনতম আঁতাত ছিল এবং আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত ছিল এ রকম কোনো আমলাকেও যেন কমিশনে নিয়োগ না দেওয়া হয়—সেই দাবিও জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘অতীতে আমরা শুধুমাত্র আমলাকেন্দ্রিক নির্বাচন কমিশন দেখেছি, এবার আমরা সেটি চাই না। আমরা চাই এই কমিশনে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে নিয়োগ দিতে হবে।’
রাজনীতি করেছেন এমন কাউকেই নির্বাচন কমিশনে যাতে নিয়োগ না দেওয়া হয় সেই দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দিয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার পদে তিনজন এবং নির্বাচন কমিশনার পদে তিনজনের নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। সিইসি ও ইসি পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক সেনা কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী ও সাবেক সচিবের নাম প্রস্তাব করেছে গণঅধিকার পরিষদ।
রাশেদ খান বলেন, ‘নির্বাচন কমিশন এমন মানুষদের নিয়ে গঠন করা দরকার, যারা প্রকৃতপক্ষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে। আমরা চাই না, এমন কোনো মানুষদের নিয়ে এই কমিশন গঠন করা হোক, যারা আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করে।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা চাই, কমিশন এমন মানুষদের নিয়ে গঠিত হোক যারা প্রকৃতপক্ষে এই নতুন বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করতে পারবে। হাজারো মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে—এমন একটি বাংলাদেশ দেখার জন্য যেখানে গণতন্ত্র থাকবে। কিন্তু আমাদের গণতন্ত্র বারবার শুধু নির্বাচন কমিশনের কারণেই হোঁচট খেয়েছে।’
রাশেদ খান বলেন, ‘কোনো দলের লেজুড়বৃত্তি করেন, কোনো দলের রাজনীতি করেছেন, এমন কোনো ব্যক্তিকে এই কমিশনে যাতে নিয়োগ না দেওয়া হয়। অতীতে ছাত্র রাজনীতি করেছেন, এমন কোনো ব্যক্তিকেও এই কমিশনে নিয়োগ দেওয়া যাবে না।’
এ ছাড়া আওয়ামী লীগের সঙ্গে ন্যূনতম আঁতাত ছিল এবং আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত ছিল এ রকম কোনো আমলাকেও যেন কমিশনে নিয়োগ না দেওয়া হয়—সেই দাবিও জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘অতীতে আমরা শুধুমাত্র আমলাকেন্দ্রিক নির্বাচন কমিশন দেখেছি, এবার আমরা সেটি চাই না। আমরা চাই এই কমিশনে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে নিয়োগ দিতে হবে।’
সারা দেশে দখলদারি, চাঁদাবাজি, ভিন্নমতের রাজনৈতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টির বিপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। আজ শনিবার সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চের পরিচালনা পর্ষদের সভায় এ আহ্বান জানানো হয়।
৩ মিনিট আগেবিজয় দিবসের গৌরবময় ইতিহাস উদযাপন ও জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি ২০২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদেরও স্মরণ করা হবে।
১১ মিনিট আগেক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
৩ ঘণ্টা আগেফ্যাসিস্ট ও তাদের দেশি-বিদেশি দোসররা এখনো তৎপর আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘তারা ভারতে আশ্রয় নিয়ে সেই দেশের গণমাধ্যম, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
৪ ঘণ্টা আগে