Ajker Patrika

ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিল বিএনপির তিন সংগঠন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৪: ১৪
ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিল বিএনপির তিন সংগঠন।
ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিল বিএনপির তিন সংগঠন।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকার ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন সংগঠন। আজ রোববার বেলা একটার দিকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের ৬ সদস্যের প্রতিনিধি দল বারিধারার ভারতীয় হাইকমিশনের সিকিউরিটি অফিসার ও কাউন্সিলর নারপাত সিং এর কাছে স্মারকলিপি দেন।

এ সময় ভারতীয় হাই কমিশনের ডিফেন্স অ্যাট্যাসি ব্রিগেডিয়ার জেনারেল মনমেত সিং সাবারওয়াল উপস্থিত ছিলেন।

বিএনপির তিন সংগঠনের ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন—জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি

রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত